ঢাকা মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

‘এক দেশ এক ভোট’ ভারতের মন্ত্রিসভায় অনুমোদন


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮-৯-২০২৪ বিকাল ৬:১

ভারতের মন্ত্রিসভায় ‘এক দেশ এক ভোট’ নীতি অনুমোদন পেয়েছে। এর ফলে একসঙ্গে লোকসভা এবং সব কটি বিধানসভার নির্বাচন বাস্তবায়নের পথে আরও এগোল নরেন্দ্র মোদির সরকার।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, বুধবার (১৮ সেপ্টেম্বর) কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবটি পাস হয়। এর আগে গত বছরের ১ সেপ্টেম্বর ‘এক দেশ এক ভোট’ কার্যকর করার পদ্ধতি খুঁজতে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে কমিটি গঠন করে দেয় মোদি সরকার। লোকসভা ভোটের আগে গত ১৪ মার্চ কমিটি রিপোর্ট পেশ করে। রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন কমিটির সুপারিশই অনুমোদন করে ভারতের মন্ত্রিসভা।

কমিটির প্রস্তাব অনুযায়ী, লোকসভা এবং সব কটি বিধানসভার পাশাপাশি পৌরসভা ও পঞ্চায়েতের ভোটও আয়োজন করা যেতে পারে। এ নীতি বাস্তবায়ন হলে দেশের সর্বত্র ভোটগ্রহণ ১০০ দিনের মধ্যে করে ফেলা যাবে। এতে গণতন্ত্র বিকশিত হবে এবং খরচ অনেক কমিয়ে আনা যাবে।

বৈঠক শেষে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। তিনি জানান, কোবিন্দ কমিটির রিপোর্টটি নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। এরই ধারাবাহিকতায় তা কার্যকরের সম্ভাব্যতায় রিপোর্টটির অনুমোদনের সিদ্ধান্ত হয়েছে। সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে রিপোর্টটি বিল আকারে পেশ করা হতে পারে। এদিকে বিরোধী রাজনৈতিক দলগুলো এ নীতির পেছনে বিজেপির ষড়যন্ত্র দেখছে। তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন বুধবার মোদী মন্ত্রিসভার সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, ‘এক দেশ এক ভোট আসলে বিজেপির আরও একটি গণতন্ত্রবিরোধী পদক্ষেপ।

কংগ্রেস বলছে, প্রস্তাবটি ব্যবহারিক এবং বাস্তবসম্মত নয়। এটিকে অন্যান্য ইস্যু থেকে জনসাধারণের দৃষ্টি সরিয়ে দেওয়ার চেষ্টা বলে অভিহিত করেছেন দলটির প্রধান মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেন, এটা সফল হবে না। জনগণ এটা মেনে নেবে না।

T.A.S / T.A.S

রমজানে ৯০০ বছর ধরে কোরআন তিলাওয়াতের ঐতিহ্য তুরস্কের যে মসজিদে

‘নির্মম সমঝোতার’ জন্য প্রস্তুত হচ্ছে ইউক্রেন-আমেরিকা

গাজায় বন্দি মুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র-হামাস আলোচনা পণ্ড

বাংলাদেশে সরকার বদলালে ভারতের সঙ্গে সম্পর্কের পরিবর্তন হতে পারে

ইউক্রেনে ভয়াবহ হামলা রাশিয়ার, নিহত অন্তত ২৫

বাংলাদেশের ভেতর দিয়ে করিডোর চায় মেঘালয়

সৌদিতে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইউক্রেন

সিরিয়ায় আসাদপন্থি ১৬২ বিদ্রোহীর ‘মৃত্যুদণ্ড কার্যকর’

বাংলাদেশ নিয়ে ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা

সিরিয়ায় আসাদ অনুগতদের সঙ্গে সরকারি বাহিনীর ব্যাপক সংঘর্ষ, নিহত ৪১

আমেরিকা না দিলেও ইউক্রেনকে সামরিক গোয়েন্দা তথ্য দিচ্ছে ফ্রান্স

আমাদের পরবর্তী লক্ষ্য পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মির : জয়শঙ্কর

৫ ইউনিটের চেষ্টায় ভাষানটেকে বিআরপি বস্তির আগুন নিয়ন্ত্রণে