‘এক দেশ এক ভোট’ ভারতের মন্ত্রিসভায় অনুমোদন
ভারতের মন্ত্রিসভায় ‘এক দেশ এক ভোট’ নীতি অনুমোদন পেয়েছে। এর ফলে একসঙ্গে লোকসভা এবং সব কটি বিধানসভার নির্বাচন বাস্তবায়নের পথে আরও এগোল নরেন্দ্র মোদির সরকার।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, বুধবার (১৮ সেপ্টেম্বর) কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবটি পাস হয়। এর আগে গত বছরের ১ সেপ্টেম্বর ‘এক দেশ এক ভোট’ কার্যকর করার পদ্ধতি খুঁজতে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে কমিটি গঠন করে দেয় মোদি সরকার। লোকসভা ভোটের আগে গত ১৪ মার্চ কমিটি রিপোর্ট পেশ করে। রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন কমিটির সুপারিশই অনুমোদন করে ভারতের মন্ত্রিসভা।
কমিটির প্রস্তাব অনুযায়ী, লোকসভা এবং সব কটি বিধানসভার পাশাপাশি পৌরসভা ও পঞ্চায়েতের ভোটও আয়োজন করা যেতে পারে। এ নীতি বাস্তবায়ন হলে দেশের সর্বত্র ভোটগ্রহণ ১০০ দিনের মধ্যে করে ফেলা যাবে। এতে গণতন্ত্র বিকশিত হবে এবং খরচ অনেক কমিয়ে আনা যাবে।
বৈঠক শেষে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। তিনি জানান, কোবিন্দ কমিটির রিপোর্টটি নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। এরই ধারাবাহিকতায় তা কার্যকরের সম্ভাব্যতায় রিপোর্টটির অনুমোদনের সিদ্ধান্ত হয়েছে। সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে রিপোর্টটি বিল আকারে পেশ করা হতে পারে। এদিকে বিরোধী রাজনৈতিক দলগুলো এ নীতির পেছনে বিজেপির ষড়যন্ত্র দেখছে। তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন বুধবার মোদী মন্ত্রিসভার সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, ‘এক দেশ এক ভোট আসলে বিজেপির আরও একটি গণতন্ত্রবিরোধী পদক্ষেপ।
কংগ্রেস বলছে, প্রস্তাবটি ব্যবহারিক এবং বাস্তবসম্মত নয়। এটিকে অন্যান্য ইস্যু থেকে জনসাধারণের দৃষ্টি সরিয়ে দেওয়ার চেষ্টা বলে অভিহিত করেছেন দলটির প্রধান মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেন, এটা সফল হবে না। জনগণ এটা মেনে নেবে না।
T.A.S / T.A.S