ঢাকা বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

১৪৭ দিন পর খুলল জাতীয় চিড়িয়াখানা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-৮-২০২১ বিকাল ৫:১৪

দীর্ঘ ১৪৭ দিন বন্ধ থাকার পর খুলেছে রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানা। শুক্রবার (২৭ আগস্ট) সকাল ৯টা থেকে খুলেছে এ চিড়িয়াখানা। কঠোর স্বাস্থ্যবিধি মেনেই দর্শনার্থীদের চিড়িয়াখানায় প্রবেশ করতে হবে বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। দীর্ঘদিন পর চিড়িয়াখানা খোলায় আগত দর্শনার্থীদের উচ্ছ্বসিত দেখা গেছে। ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে চিড়িয়াখানার কাউন্টারে। ঘুরতে আসা শিশুদের প্রাণীর খাঁচার কাছে গিয়ে আনন্দে সময় কাটাতে দেখা গেছে। অভিভাবকরাও প্রশান্তির শ্বাস নিচ্ছেন। তারা শিশুদের কোলে নিয়ে ঘুরে ঘুরে নানা প্রাণী দেখাচ্ছেন।

দীর্ঘদিন পর চিড়িয়াখানায় ‍আসা ‍এক ব্যক্তি বলেন, করোনার কারণে পরিবার নিয়ে দীর্ঘদিন বাইরে বের হতে পারিনি। গত রাতে খবর পেয়েছি চিড়িয়াখানা খুলছে। তাই আজ বন্ধের দিন হওয়ায় পরিবার নিয়ে চলে এসেছি। পিচ্চি মেয়েটাও অনেক আনন্দ পেয়েছে। আমরাও একটু সবুজের মাঝে প্রশান্তি পাচ্ছি।

আরেকজন বলেন, দীর্ঘদিন চিড়িয়াখানা বন্ধ থাকায় সবকিছু সতেজ মনে হয়েছে। প্রাণীগুলোও দেখতে ভালো লাগছে। তবে দীর্ঘদিন মানুষ না দেখায় কিছুটা আতংকিত মনে হয়েছে সেগুলোকে।

চিড়িয়াখানার কিউরেটর ডা. আব্দুল লতীফ বলেন, আজ চিড়িয়াখানা খোলা হয়েছে। এখন থেকে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে। চিড়িয়াখানায় প্রবেশ করতে হলে দর্শনার্থীদের কঠোর এবং কঠিনভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে। বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করতে হবে। আমরা থার্মাল স্ক্যানার দিয়ে পরীক্ষার পর সবাইকে প্রবেশ করতে দিচ্ছি। হ্যান্ড স্যানিটাইজার দিচ্ছি। একমুখী প্রবেশের ব্যবস্থা করেছি। সতর্কবাণী প্রচারের জন্য ডিজিটাল ডিসপ্লের ব্যবস্থা করেছি। প্রতি ১৫ মিনিট পরপর পুরো চিড়িয়াখানায় সতর্কবাণী উচ্চারণ করা হচ্ছে। এছাড়া ১৩টি জায়গায় হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে।

এর আগে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২ এপ্রিল জাতীয় চিড়িয়াখানা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। সম্প্রতি সংক্রমণ কমে আসায় আজ (২৭ আগস্ট) থেকে পুনরায় খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

জামান / জামান

১২ ফেব্রুয়ারিই নির্বাচন, মার্কিন কূটনীতিকদের বললেন প্রধান উপদেষ্টা

ফার্মগেট ও এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অবরোধ, স্থবির যান চলাচল

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দাবিতে সায়েন্সল্যাব অবরোধ

জ্বালানি সরবরাহ আমাদের জন্য চ্যালেঞ্জ, তবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হচ্ছে

দলগুলোর নির্বাচনী ইশতেহারে ১৫ সংস্কার প্রস্তাব ও প্রতিশ্রুতি চায় সুজন

শিক্ষা শুধু চাকরির জন্য নয়, সৃজনশীল মানুষ গড়ার জন্যও : প্রধান উপদেষ্টা

সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বিকেলে

ইসিতে চতুর্থ দিনের আপিল শুনানি শুরু

নির্বাচন ডাকাতি আর যেন না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

নির্বাচনী অঙ্গনে অনেক দুর্বৃত্ত ঢুকে গেছে: ড. বদিউল আলম মজুমদার

স্বতন্ত্র প্রার্থীদের মাঠছাড়া করতে পরিকল্পিত চেষ্টা চলছে

প্রথম ঘণ্টায় ২৪ আপিল নিষ্পত্তি, ৭ জনের বাতিল

এক দশক পর জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু