ঢাকা শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

কমলার প্রতিশ্রুতি, সীমান্তে কঠোর হবে যুক্তরাষ্ট্র


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৯-৯-২০২৪ দুপুর ১২:৪

ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের ভেঙে পড়া অভিবাসন ব্যবস্থা সংস্কার এবং সীমান্তে কঠোর হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন পাওয়ার পর গত শুক্রবার প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত সফরকালে কমলা এই প্রতিশ্রুতি দেন। যদিও গুরুত্বপূর্ণ এই ইস্যুতে কমলার প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের ওপর আস্থা রাখছেন বেশির ভাগ মার্কিন ভোটার।

ব্যাটলগ্রাউন্ড অঙ্গরাজ্য অ্যারিজোনার ডগলাসে দেওয়া ভাষণে কমলা বলেন, ‘যুক্তরাষ্ট্র একটি সার্বভৌম দেশ। আমি মনে করি, সীমান্তে কিছু নিয়ম নির্ধারণ করা এবং সেগুলো প্রয়োগের দায়িত্ব রয়েছে আমাদের। আর এই দায়িত্বটি আমি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখি। আমরা অভিবাসীদেরও দেশ। তাই আমাদের অভিবাসনব্যবস্থা সংস্কার করতে হবে, যাতে এটি সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়।একই সঙ্গে এটি যেন মানবিক হয় এবং আমাদের দেশকে শক্তিশালী করে, তা নিশ্চিত করতে হবে।’

কেউ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করলে তাঁকে যুক্তরাষ্ট্রে আশ্রয় চাইতে বাধা দেওয়া হবে জানিয়ে কমলা বলেন, ‘তবে যেসব কঠোর পরিশ্রমী অভিবাসী বৈধভাবে যুক্তরাষ্ট্রে আসেন, তাঁদের জন্য নাগরিকত্ব পাওয়ার পথ প্রশস্ত করা উচিত।’ এই ডেমোক্র্যাট রাজনীতিক বলেন, ‘শুধু সীমান্ত সুরক্ষিত করা অথবা শুধু নিরাপদ, সুশৃঙ্খল ও মানবিক অভিবাসন ব্যবস্থা সৃষ্টি করা—এই দুটি মিথ্যা বিকল্পের যে প্রস্তাব দেওয়া হচ্ছে, তা আমি প্রত্যাখ্যান করছি। আমাদের দুটি কাজই করতে হবে।’

৫৮ বছর বয়সী কমলার ভাষ্য, ‘ট্রাম্প বারবার অভিবাসীদের খুনি, ধর্ষক ও মানসিক অসুস্থ আখ্যা দিয়েছেন। এর মধ্য দিয়ে তিনি ভয় ও বিভাজনের অনল জ্বালিয়েছেন।’ তাঁর মতে, ‘একজন যোগ্য প্রেসিডেন্ট আমেরিকার জনগণের প্রাপ্য, যিনি রাজনৈতিক খেলা এবং ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থের চেয়ে সীমান্তের নিরাপত্তা নিয়ে বেশি চিন্তা করেন।’ 

এর আগে ডগলাস যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত পরিদর্শনকালে সীমান্তরক্ষীদের সঙ্গে সাক্ষাৎ করেন কমলা। কমলার ভাষণের ঘণ্টাখানেক আগে মার্কিন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে, মার্কিন নাগরিক নন এমন সোয়া চার লাখ অপরাধী যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

তাঁদের মধ্যে ১৩ হাজারের বেশি ব্যক্তি হত্যা মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। এই সংবাদের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, এসব ব্যক্তিকে কারাগার থেকে বের হওয়ার সুযোগ দেওয়া হয়েছে এবং তাঁরা আমাদের সড়কে ঘুরে বেড়াচ্ছেন।

সূত্র : এএফপি

T.A.S / T.A.S

চার্লি হত্যাকে ‘অন্ধকার মুহূর্ত’ বলে উগ্র বামদের দুষলেন ট্রাম্প

জাতিসংঘের ৮০ বছর: ন্যায্য বৈশ্বিক শৃঙ্খলার পথে চীনের প্রস্তাব

বাংলাদেশ–শ্রীলঙ্কার পর এবার নেপাল নিয়ে দুশ্চিন্তায় ভারত

তিন দশকের লুটের বিচার, নতুন সংবিধান চায় নেপালের তরুণরা

গাজায় আরও ৭২ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল

যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ককে গুলি করে হত্যা

প্রতিবেশী দেশগুলোতে কী ঘটছে দেখুন : ভারতের সুপ্রিম কোর্ট

এবার ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভ, পুলিশের সঙ্গে তরুণদের সংঘর্ষ

ইসরায়েলি হামলার ব্যাপারে কাতারকে আগেই সতর্ক করা হয়েছিল : হোয়াইট হাউস

নেপালে অরাজকতা, দেশজুড়ে কারফিউ ও চলাচলে নিষেধাজ্ঞা জারি

ইসরায়েলের হামলায় কাতারের কূটনীতি প্রতিহত হবে না : কাতারি প্রধানমন্ত্রী

কাতারে ইসরায়েলি হামলায় অসন্তুষ্ট ট্রাম্প

কাতারে ইসরায়েলের হামলায় নিহত ৬, হাইকমান্ড অক্ষত : ফিলিস্তিনি গোষ্ঠী