ঢাকা শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

ইসরায়েলের নির্বিচার হামলার বিরোধিতায় চীন, দৃঢ়ভাবে লেবাননকে সমর্থন


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৯-৯-২০২৪ বিকাল ৫:৭

লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন ও জাতীয় মর্যাদা রক্ষায় দৃঢ়ভাবে সমর্থনের ঘোষণা দিল চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, চীন লেবাননের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জাতীয় মর্যাদা রক্ষায় দৃঢ়ভাবে সমর্থন দেয়। বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলের নির্বিচার হামলার বিরোধিতা করে। বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানানো।

নিউ ইয়র্কে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বো হাবিবের সঙ্গে এক বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, চীন এই অঞ্চলের সর্বশেষ ঘটনাবলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বিশেষ করে লেবাননজুড়ে যোগাযোগ ডিভাইসের সাম্প্রতিক বিস্ফোরণ এবং বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে নির্বিচারে হামলার দৃঢ়ভাবে বিরোধিতা করছে।

ওয়াং বলেন, সহিংসতার বিরুদ্ধে সহিংসতা মধ্যপ্রাচ্যের সমস্যার সমাধানের পথ নয়। আন্তর্জাতিক সম্পর্ক নিয়ন্ত্রণকারী মৌলিক নিয়ম লঙ্ঘন করে- এমন যে কোনো পদক্ষেপের তীব্র নিন্দা জানায় চীন।

তিনি বলেন, চীন একটি স্থায়ী যুদ্ধবিরতি বাস্তবায়ন, সেনা প্রত্যাহার এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধানের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে।

এদিকে, সম্প্রতি দক্ষিণ ও পূর্ব লেবাননে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলায় ৩৫ শিশুসহ কমপক্ষে ৪৯২ জন নিহত এবং ১ হাজার ৬৪৫ জন আহত হয়েছে। হাজার হাজার বেসামরিক লোক বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের আন্তঃসীমান্ত হামলার পর ইসরায়েল গাজায় যুদ্ধ শুরু করে। সেখানে এখন পর্যন্ত ৪১ হাজার ৪০০ জনেরও বেশি লোক নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

এরপর হিজবুল্ললাহর সঙ্গেও আন্তসীমান্ত যুদ্ধে জড়ায় ইসরায়েলি বাহিনী। তারা লেবাননে আক্রমণ জোরদার করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সতর্কতা উপেক্ষা করে তারা গাজা সংঘাতকে অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে দেওয়ার ঝুঁকির পথে হাঁটছে।

T.A.S / T.A.S

চার্লি হত্যাকে ‘অন্ধকার মুহূর্ত’ বলে উগ্র বামদের দুষলেন ট্রাম্প

জাতিসংঘের ৮০ বছর: ন্যায্য বৈশ্বিক শৃঙ্খলার পথে চীনের প্রস্তাব

বাংলাদেশ–শ্রীলঙ্কার পর এবার নেপাল নিয়ে দুশ্চিন্তায় ভারত

তিন দশকের লুটের বিচার, নতুন সংবিধান চায় নেপালের তরুণরা

গাজায় আরও ৭২ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল

যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ককে গুলি করে হত্যা

প্রতিবেশী দেশগুলোতে কী ঘটছে দেখুন : ভারতের সুপ্রিম কোর্ট

এবার ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভ, পুলিশের সঙ্গে তরুণদের সংঘর্ষ

ইসরায়েলি হামলার ব্যাপারে কাতারকে আগেই সতর্ক করা হয়েছিল : হোয়াইট হাউস

নেপালে অরাজকতা, দেশজুড়ে কারফিউ ও চলাচলে নিষেধাজ্ঞা জারি

ইসরায়েলের হামলায় কাতারের কূটনীতি প্রতিহত হবে না : কাতারি প্রধানমন্ত্রী

কাতারে ইসরায়েলি হামলায় অসন্তুষ্ট ট্রাম্প

কাতারে ইসরায়েলের হামলায় নিহত ৬, হাইকমান্ড অক্ষত : ফিলিস্তিনি গোষ্ঠী