সালমান-আনিসুল-মেননসহ ১৫ জনকে পৃথক ৪৭ মামলায় গ্রেপ্তার

সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ১৫ জনকে পৃথক ৪৭ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।
সোমবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা শুনানি শেষে পৃথক এসব মামলায় তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।এদিন সকালে তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর ৭ থানার পৃথক ৪৭ মামলায় ১৫ জনকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। এসময় আসামিদের পক্ষের আইনজীবীরা তাদের জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন৷ শুনানি শেষে আদালত তাদের জামিনের আবেদন নামঞ্জুর করেন।
জানা গেছে, সালমান এফ রহমানকে মতিঝিল থানার ১৭ মামলা, মিরপুর থানার ৪ মামলা, ধানমন্ডি ও বাড্ডা থানার একটি করে মামলায় গ্রেফতার দেখানো হয়। সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে মিরপুর থানার ৭ মামলায়, বাড্ডা ও ধানমন্ডি থানার একটি করে মামলায় গ্রেফতার দেখানো হয়।সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে মিরপুর মডেল থানার ৭ মামলা, মোহাম্মদপুরের একটি, ধানমন্ডি থানার তিনটি, বাড্ডা থানার দুটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। জুনাইদ আহমেদ পলককে মিরপুর মডেল থানার তিনটি, বাড্ডা থানার দুটি, ধানমন্ডির এক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
এছাড়া, রাশেদ খান মেননকে মিরপুর মডেল থানার দুটি, হাসানুল হক ইনুকে মিরপুর-বাড্ডা-ধানমন্ডির থানায় একটি করে মোট তিন মামলায়, দীপু মনিকে বাড্ডা থানার এক মামলায়, সাবেক সংসদ সদস্য সাদেক খানকে মোহাম্মদপুর থানার দুইটি ও আদাবর থানার এক মামলায়, ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের মালিক ও ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালকে বাড্ডা থানার এক ও ধানমন্ডি থানার এক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। ডিবির সাবেক উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি মাজহারুল ইসলামকে তেজগাঁও থানার এক মামলায় ও একাত্তর টিভির সাংবাদিক ফারজানা রুপাকে মোহাম্মদপুর থানার এক মামলায় এবং আওয়ামী লীগ নেতা রুস্তম আলী ও শাহাবুদ্দিনকে বাড্ডা থানার এক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
এমএসএম / এমএসএম

ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্য দিলেন খোকন চন্দ্র

শেখ হাসিনা পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী স্বৈরাচার : অ্যাটর্নি জেনারেল

শেখ হাসিনার বিরুদ্ধে সূচনা বক্তব্য রাখছেন চিফ প্রসিকিউটর

তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে চলছে দ্বিতীয় দিনের আপিল শুনানি

হাসিনা-জয়-পুতুলের বিচার শুরু, গ্রেফতারি পরোয়ানা জারি

সাংবাদিক মুন্নী সাহাকে দুদকে জিজ্ঞাসাবাদ

গুরুত্বপূর্ণ ব্যক্তিদের রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে রিভিউর রায় ৬ আগস্ট

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ৭ দিনের রিমান্ডে

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আ.লীগ নেতা মোবারককে খালাস

আসাদুজ্জামান নূরের ৫ কোটি টাকার সম্পদ, লেনদেন ১৫৯ কোটি

হতাহতের ঘটনায় দুপুরের পর বন্ধ থাকবে হাইকোর্টের বিচারকাজ

জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান চলাচলে নিষেধাজ্ঞা চেয়ে রিট
