ঢাকা বৃহষ্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

রাজনৈতিক দলগুলো যদি বলে সংস্কার চায় না, তাহলে এখনই নির্বাচন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-১১-২০২৪ দুপুর ৪:৪৮

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, রাজনৈতিক দলগুলো যদি বলে সংস্কার চায় না, তাহলে এখনই নির্বাচন দেব। দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনামকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। বুধবার (২০ নভেম্বর) সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়েছে।

সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, ‘সংস্কার যত দ্রুত হবে, নির্বাচনও তত দ্রুত হবে। আর যদি রাজনৈতিক দলগুলো বলে যে তারা সংস্কার চায় না, তাহলে এখনই নির্বাচন দিয়ে দেব।’

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো ‘যদি আমাদের বলে, দরকার নেই, যেভাবে আছে সেভাবেই (নির্বাচন) করে দেন, আমরা করে দেব। এটা প্রস্তুত থাকবে। (সংস্কার) প্রস্তুতি নিতে কতদিন লাগবে সেটা সবার বিবেচনার বিষয়। নির্বাচনের জন্য হয়ত প্রস্তুত কেউ হলোই না। সংস্কারের আগেই সবাই যদি বলে নির্বাচন দিয়ে দেন, দিয়ে দেব। আমরা কে এটাকে বাধা দেওয়ার!’

প্রধান উপদেষ্টা বলেন, সংস্কারের ধরন ও পরিধি নির্ধারণ করবে রাজনৈতিক দলগুলো এবং তাদের ঐকমত্যের ভিত্তিতেই সিদ্ধান্ত হবে যে নির্বাচন কত দ্রুত হবে।ড. ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার দ্রুততম সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের মাধ্যমে নির্বাচনের পথ তৈরি করবে।

তিনি বলেন, 'আমরা কোনো কিছুই চাপিয়ে দিচ্ছি না।' নির্বাচনের রোডম্যাপ সম্পর্কে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা সমান্তরালভাবে দুটো রাস্তায় চলছি। সমান দৃষ্টিভঙ্গি, সমান প্রচেষ্টা দুটোর পেছনেই থাকবে— একটি হলো নির্বাচন, অপরটি সংস্কার।’

ড. ইউনূস বলেন, ‘দু-একদিনের মধ্যেই নির্বাচন কমিশন ঘোষণা হয়ে যাবে। কমিশন তার মতো চলবে। সেটা তো আমার নিয়ন্ত্রণে নেই। সেখানে যা যা দরকার সেটা হবে।’

তবে তিনি উল্লেখ করেন, সংস্কার কমিশন প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত নির্বাচন কমিশন কাজ শুরু করতে পারবে না। ‘প্রতিবেদন হলেই সেটা কমিশন ব্যবহার করতে পারবে না, (রাজনৈতিক) সমঝোতা হতে হবে।’

তিনি জানান, ডিসেম্বরের শেষ নাগাদ সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়া যাবে। কিন্তু প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নিতে হলে রাজনৈতিক ঐকমত্যের প্রয়োজন। ‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক হবে। সমঝোতার চেষ্টা চলতে থাকবে, কোনটা তারা চান, কোনটা চান না। আমরা কিছুই চাপিয়ে দেব না।’

ড. ইউনূস বলেন, ‘গণমাধ্যমে সম্পাদকীয় লেখা হবে, তাদের মতামত আসবে। সুশীল সমাজের মতামত নেব।’

তার মতে, সংস্কারের সময়সীমা নির্ভর করবে রাজনৈতিক দলগুলো কত দ্রুত ঐকমত্যে পৌঁছাতে পারবে তার ওপর। কারণ রাজনৈতিক ঐকমত্য ছাড়া নির্বাচন সম্ভব নয়।

এমএসএম / এমএসএম

ঢাকা সিটি কলেজ সরিয়ে নেওয়ার দাবি

মুজিববর্ষে খরচ ১২শ’ কোটির বেশি, নতুন বরাদ্দ বাতিল

নির্বাচনের সময় ‘পূর্ণ ক্ষমতা’ চায় ইসি

ডিএমপির নতুন কমিশনার শেখ সাজ্জাদ আলী

নতুন আইজিপি বাহারুল আলম

রাজনৈতিক দলগুলো যদি বলে সংস্কার চায় না, তাহলে এখনই নির্বাচন

স্বাস্থ্যসেবা বিভাগের নতুন সচিব সাইদুর রহমান

রাষ্ট্রপতির সঙ্গে ইসি সার্চ কমিটির সাক্ষাৎ সন্ধ্যায়

এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক হলেন আব্দুর রউফ

রাজনৈতিক দলের বিচার: অধ্যাদেশের খসড়া উপদেষ্টা পরিষদে অনুমোদন

শিক্ষার্থীদের সন্ত্রাসী আখ্যা দেওয়া গণমাধ্যম চিহ্নিত করা হবে

সচিবালয়ে প্রথমবার উপদেষ্টা পরিষদের বৈঠকে ড. ইউনূস

গ্রেপ্তার দেখানো হলো মামুন-জিয়াউলসহ ৮ কর্মকর্তাকে