ঢাকার সিএমএম আদালতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৭ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় ঢাকার সিএমএম আদালতের সম্মেলন কক্ষে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার মহানগর দায়রা জজ মোঃ জাকির হোসেন। এসময় তিনি নিন্মলিখিত বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
এদিন কনফারেন্সে- সমন জারী/গ্রেফতারী/হুলিয়া ও ক্রোকী পরোয়ানা (পিএন্ডএ) তামিল, পুলিশ কর্তৃক মামলায় সাক্ষী উপস্থিতকরণ, আদালতে আসা যাওয়ার পথে এবং আদালত চত্ত্বরে সাক্ষীদের নিরাপত্তা, ইনকোয়ারী বা ইনভেস্টিগেশনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা দূরীকরণ, সময়মত মেডিকেল সার্টিফিকেট/ময়নাতদন্ত প্রতিবেদন/ফরেনসিক/ভিসেরা রিপোর্ট প্রাপ্তি, হুলিয়া জারী এবং সম্পত্তি জব্দ করিবার প্রতিবেদন দ্রুত প্রাপ্তি, বিচারক ও ম্যাজিস্ট্রেটগণের নিরাপত্তা ব্যবস্থা এবং আদালত চত্ত্বরে নিরাপত্তার বিধান, সময়মত মালখানা হতে আদালতে আলামত উপস্থাপন, বিচারাধীন আসামীদের জেল হাজত হতে আদালতে সময়মত উপস্থিতি নিশ্চিতকরণ, পুলিশ ম্যাজেস্ট্রেসীর মধ্যে সমন্বয় ও সহযোগিতা, মামলা দ্রুত নিষ্পত্তির জন্য গ্রহনীয় পদক্ষেপসমূহ, মামলায় জব্দকৃত আলামতের নিষ্পত্তি/ধ্বংসের ব্যবস্থাকরণ/নিলাম বিক্রয়, পুলিশ রিমান্ড ও ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতারের ক্ষেত্রে আপীল বিভাগের নির্দেশনা প্রতিপালন হয়েছে কিনা তা তদারকি করা, জিডি মামলার আলামত আদালতে প্রেরণ এবং বিবিধ এর ওপর আলোচনা করা হয।
এসময় কনফারেন্স ডিএমপির বিভিন্ন জোনের ডিসি, ডিএমপির বিভিন্ন থানার ২৪ জন ওসি, পিবিআই, র্যাব, দুদক, মাদক, কারাকতৃপক্ষ, মহানগর পিপি, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি, বিভিন্ন হাসপাতালের পরিচালকদের প্রতিনিধি ও বিচার বিভাগীয় কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
প্লট বরাদ্দে দুর্নীতি : শেখ হাসিনাসহ ১২ জনের রায় ২৭ নভেম্বর
গুমের মামলায় শেখ হাসিনার হয়ে লড়বেন জেডআই খান পান্না
মানবতাবিরোধী অপরাধ : ট্রাইব্যুনালে ১৩ সেনা কর্মকর্তা
আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে : আইন উপদেষ্টা
সাকিব আল হাসানকে দুদকে তলব
মেজর সিনহা হত্যা : ওসি প্রদীপ-লিয়াকতের মৃত্যুদণ্ড বহালের রায় প্রকাশ
রাজসাক্ষী আবজালুলের জেরা ঘিরে ট্রাইব্যুনালে হট্টগোল
সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল
‘ওসি সায়েদ ও এএসআই বিশ্বজিৎ ছয়টি মরদেহ পেট্রোল ঢেলে পুড়িয়ে দেন’
ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটের কাছে যাবে হাসিনার রায়ের কপি
৫ ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
ট্রাইব্যুনাল এলাকায় আজও সেনা-বিজিবির কঠোর নিরাপত্তা