খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার : খাদ্য উপদেষ্টা
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, দেশের মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। সবার আগে দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বাংলাদেশে নিযুক্ত জাইকার প্রধান প্রতিনিধি ইচিগুচি তোমোহিদির নেতৃত্বে একটি প্রতিনিধি দল খাদ্য উপদেষ্টার সাথে মন্ত্রণালয়ে তার অফিস কক্ষে মতবিনিময়কালে তিনি তাদের উদ্দেশে এসব কথা বলেন।
সাক্ষাৎকালে এ সময় খাদ্য সচিব মো. মাসুদুল হাসানসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে জাইকার পক্ষ থেকে তাদের সহায়তায় বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত চলমান প্রকল্পের কার্যক্রম, অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে খাদ্য উপদেষ্টাকে অবহিত করা হয়।
খাদ্য উপদেষ্টা এ সময় দেশের মানুষের খাদ্য নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জাইকার সহায়তায় বাস্তবায়িত প্রকল্পগুলো দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ ছাড়া খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সঙ্গে তার অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্স ইনস্টিটিউটের (আইএফপিআরআই) দক্ষিণ এশিয়ার পরিচালক শহীদুর রশীদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছে।
আইএফপিআরআইয়ের পক্ষ থেকে পরিচালক শহীদুর রশীদ বাংলাদেশে তাদের কার্যক্রম, অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে খাদ্য উপদেষ্টাকে অবহিত করা হয়।
খাদ্য উপদেষ্টা এ দেশে আইএফপিআরআইয়ের গত পঞ্চাশ বছরের কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং তাদের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন। ভবিষ্যতেও তাদের গবেষণা অব্যহত থাকবে এবং এসব গবেষণা বাংলাদেশের মানুষের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন।
T.A.S / T.A.S
অজিত দোভালের আমন্ত্রণে দিল্লি যাচ্ছেন নিরাপত্তা উপদেষ্টা
জুলাই সনদ বাস্তবায়ন আদেশের গেজেট জারি
সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হবে : প্রধান উপদেষ্টা
শিশুদের প্রযুক্তি, খেলাধুলা ও উদ্যোক্তা প্রতিযোগিতায় আনতে হবে
খেলোয়াড়রা সহযোগিতা না করলে নিরপেক্ষতা হারাবে কমিশন : সিইসি
বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ দেবেন
সড়কে ব্যক্তিগত গাড়ি কম, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
লকডাউন নিয়ে আতঙ্কের কিছু নেই: ডিবিপ্রধান
ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৯
নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা জাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত
রমনা থানার সামনে হঠাৎ পুলিশের গাড়িতে আগুন
মাইলস্টোন ট্রাজেডি : ১১৪ দিন চিকিৎসা শেষে বাড়ি ফিরল আরও ২ শিক্ষার্থী