ঢাকা সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

কাজের স্বীকৃতি দাবি হকারদের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-১-২০২৫ বিকাল ৬:২২

শ্রম সংস্কার কমিশন প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ বলেছেন, হকারদের সমস্যা সম্পর্কে আমরা অবগত, তবে এই সমস্যা নিরসনে কী কী করা যেতে পারে এই জন্যই আজ আপনাদের সাথে বসা। আমরা কাজ করি এই কাজের স্বীকৃতি চাই, সকল শ্রমিকের এটা অধিকার। রোববার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় শ্রম ভবনে বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদ এর প্রতিনিধিগণের মতবিনিয় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমাদেরও কষ্ট গুলোকে একত্র করা দরকার, এবং মূল লক্ষ্য হচ্ছে কষ্টগুলোকে একত্র করে  লিপিবদ্ধ করে সুপারিশ আকারে দেওয়া এবং তা যাতে কার্যকর হয় তার জন্য একসাথে কাজ করা। আমাদের সন্তানেরা যাতে অহংকারের সাথে বলতে পারে আমার বাবা হকার, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ যাতে শ্রমের যাথাযথ মর্যাদা সম্পর্কে সকলকে অবগত করা হয়। শ্রম সংস্কার কমিশনের প্রধান সুলতান উদ্দিন আহম্মদ এর সভাপতিত্ত্বে উপস্থিত ছিলেন, সাকিল আখতার চৌধুরী, জাকির হোসেন, রাজেকুজ্জামান রতন, আনোয়ার হোসেন, তাসলিমা আখতারসহ অন্যান্যরা।
১৮ টি সংগঠন নিয়ে সংগঠিত বাংলাদেশ হকার্স সংর লিখিত বক্তব্য পেশ করেন আবুল হোসেন। তিনি বলেন, হকার, পথবিক্রেতা ও ফুটপাত ব্যবসায়ীরা সেবা দিতে গিয়ে তারা নানা ধরনের হয়রানীর শিকার হন। স্বাধীনতার ৫৪ বছরেও হকার, পথবিক্রেতা ও ফুটপাত ব্যবসায়ীদের মৌলিক মানবাধিকার ও কল্যাণ নিশ্চিতকল্পে কোন আইন কিংবা কোন নীতিমালা প্রণীত হয়নি। হকাররা স্বাধীন দেশের নাগরিক হলেও অধিকার ও মর্যাদাহীন তার কারণে নিজ দেশে পরাধীন ।
হকার ও পথবিক্রেতা সুষ্ঠু ব্যবস্থাপনার বিভিন্ন সুপারিশের মধ্যে অন্যতম সুপারিশ জরিপ পরিচালনা, নিবন্ধন ও পেশার স্বীকৃত, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে হকার বোর্ড গঠন করে হকার, পথবিক্রেতা ও ফুটপাত ব্যবসায়ীদের পুনর্বাসনের নীতিমালা প্রণয়ন ও 'বাস্তবায়ন করা। নগর পরিকল্পনা হকারীর জন্য নগরের বিশেষ স্থান নির্ধারণ, অবৈধ চাঁদাবাজী, হয়রানী—নির্যাতন বন্ধ,হকারদের আইনের আওতাভুক্ত করা প্রভৃতি উল্লেখযোগ্য।  
রাজেকুজ্জামান রতন বলেন, ”বাংলাদেশের যত পেশা আছে, আমরা সব পেশার নাম আমরা আমাদের রিপোর্টে রাখতে চাই। যাতে মানুষ বলতে পারে,শ্রম সংস্কার কমিশনের রিপর্টে তাদের কথা কমিশন উল্লে্যখ করেছে। সরকার যাদের চাকরির ব্যবস্থা সরকার করতে পারে নি, যারা নিজের চেষ্টায় করেছে কর্মসংস্থান, সরককারকে নিয়মিত ভ্যাট ট্যাক্স দিচ্ছে, কেন তাদের কনো পরিচয় পত্র থাকবে না, এই নিয়ে অবশ্যই কমিশন সুপারিশ করবে। আম্কারা সুপারিশের শুরুতে একই সাথে প্রস্তাবনা দিবো, কে এই পেশা প্রয়োজন, এবং কেন সকলের আইনী সুরক্ষার প্রয়োজন। তিনি আরও বলেন, কোনো পেশাই অসম্মানের না । রাষ্ট্র কাজ দিতে না পারলেও আমি নিজেই নিজের জীবিকা খুজে নিয়েছি, এটা আরও মর্যাদার।

Aminur / Aminur

পদোন্নতি পেয়ে এএসপি হলেন পুলিশের ৩৯ পরিদর্শক

শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা ঝুঁকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

অবসরকালীন শিক্ষক-কর্মচারীদের কল্যাণ ট্রাস্টের টাকা দিতে আন্তরিকঃ ড.শরিফা নাছরীন

বিএসসি'র নিজস্ব অর্থায়নে জাহাজ অর্জন যুগান্তকারী মাইলফলক : নৌপরিবহন উপদেষ্টা

মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে ১ ঘণ্টা, শুক্রবার থেকে ট্রায়াল

ইসির নিবন্ধন পাচ্ছে ছয় দল

রাত থেকে বৃষ্টি, ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা

সরানো হলো জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমানকে

দুর্গাপূজা উপলক্ষ্যে ২৪ সেপ্টেম্বর থেকে মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী

এবার জানুয়ারিতেই নতুন বই পাবে শিক্ষার্থীরা: অর্থ উপদেষ্টা

রিজার্ভ চুরির ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত : সিআইডি

চট্টগ্রাম, নরসিংদী ও নওগাঁয় নতুন ডিসি

জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে আজ নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা