ঢাকা বৃহষ্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

কাজের স্বীকৃতি দাবি হকারদের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-১-২০২৫ বিকাল ৬:২২

শ্রম সংস্কার কমিশন প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ বলেছেন, হকারদের সমস্যা সম্পর্কে আমরা অবগত, তবে এই সমস্যা নিরসনে কী কী করা যেতে পারে এই জন্যই আজ আপনাদের সাথে বসা। আমরা কাজ করি এই কাজের স্বীকৃতি চাই, সকল শ্রমিকের এটা অধিকার। রোববার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় শ্রম ভবনে বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদ এর প্রতিনিধিগণের মতবিনিয় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমাদেরও কষ্ট গুলোকে একত্র করা দরকার, এবং মূল লক্ষ্য হচ্ছে কষ্টগুলোকে একত্র করে  লিপিবদ্ধ করে সুপারিশ আকারে দেওয়া এবং তা যাতে কার্যকর হয় তার জন্য একসাথে কাজ করা। আমাদের সন্তানেরা যাতে অহংকারের সাথে বলতে পারে আমার বাবা হকার, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ যাতে শ্রমের যাথাযথ মর্যাদা সম্পর্কে সকলকে অবগত করা হয়। শ্রম সংস্কার কমিশনের প্রধান সুলতান উদ্দিন আহম্মদ এর সভাপতিত্ত্বে উপস্থিত ছিলেন, সাকিল আখতার চৌধুরী, জাকির হোসেন, রাজেকুজ্জামান রতন, আনোয়ার হোসেন, তাসলিমা আখতারসহ অন্যান্যরা।
১৮ টি সংগঠন নিয়ে সংগঠিত বাংলাদেশ হকার্স সংর লিখিত বক্তব্য পেশ করেন আবুল হোসেন। তিনি বলেন, হকার, পথবিক্রেতা ও ফুটপাত ব্যবসায়ীরা সেবা দিতে গিয়ে তারা নানা ধরনের হয়রানীর শিকার হন। স্বাধীনতার ৫৪ বছরেও হকার, পথবিক্রেতা ও ফুটপাত ব্যবসায়ীদের মৌলিক মানবাধিকার ও কল্যাণ নিশ্চিতকল্পে কোন আইন কিংবা কোন নীতিমালা প্রণীত হয়নি। হকাররা স্বাধীন দেশের নাগরিক হলেও অধিকার ও মর্যাদাহীন তার কারণে নিজ দেশে পরাধীন ।
হকার ও পথবিক্রেতা সুষ্ঠু ব্যবস্থাপনার বিভিন্ন সুপারিশের মধ্যে অন্যতম সুপারিশ জরিপ পরিচালনা, নিবন্ধন ও পেশার স্বীকৃত, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে হকার বোর্ড গঠন করে হকার, পথবিক্রেতা ও ফুটপাত ব্যবসায়ীদের পুনর্বাসনের নীতিমালা প্রণয়ন ও 'বাস্তবায়ন করা। নগর পরিকল্পনা হকারীর জন্য নগরের বিশেষ স্থান নির্ধারণ, অবৈধ চাঁদাবাজী, হয়রানী—নির্যাতন বন্ধ,হকারদের আইনের আওতাভুক্ত করা প্রভৃতি উল্লেখযোগ্য।  
রাজেকুজ্জামান রতন বলেন, ”বাংলাদেশের যত পেশা আছে, আমরা সব পেশার নাম আমরা আমাদের রিপোর্টে রাখতে চাই। যাতে মানুষ বলতে পারে,শ্রম সংস্কার কমিশনের রিপর্টে তাদের কথা কমিশন উল্লে্যখ করেছে। সরকার যাদের চাকরির ব্যবস্থা সরকার করতে পারে নি, যারা নিজের চেষ্টায় করেছে কর্মসংস্থান, সরককারকে নিয়মিত ভ্যাট ট্যাক্স দিচ্ছে, কেন তাদের কনো পরিচয় পত্র থাকবে না, এই নিয়ে অবশ্যই কমিশন সুপারিশ করবে। আম্কারা সুপারিশের শুরুতে একই সাথে প্রস্তাবনা দিবো, কে এই পেশা প্রয়োজন, এবং কেন সকলের আইনী সুরক্ষার প্রয়োজন। তিনি আরও বলেন, কোনো পেশাই অসম্মানের না । রাষ্ট্র কাজ দিতে না পারলেও আমি নিজেই নিজের জীবিকা খুজে নিয়েছি, এটা আরও মর্যাদার।

Aminur / Aminur

স্লোগানে স্লোগানে উত্তাল ধানমন্ডি ৩২, ভাঙচুর-আগুন

বিচার বিভাগ স্বাধীন ও কার্যকর করার প্রস্তাব এসেছে : প্রেস সচিব

আমাদের যে অভিজ্ঞতা, দেশের যে অভিজ্ঞতা, সেটা হেনস্তার অভিজ্ঞতা

হাসিনার পতন ঘটলেও চূড়ান্ত বিজয় এখনও আসেনি : হাসনাত আবদুল্লাহ

২৮ কোটি টাকার অবৈধ সম্পদ : ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গ্রেপ্তার

বিচারবিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর

তিন ছাত্রকে ছাড়িয়ে নিতে উত্তরায় থানায় হামলা

এলজিইডির নতুন প্রধান প্রকৌশলী মোঃ আব্দুর রশীদ মিয়া

নতুন ভোটার যুক্ত হচ্ছেন ৫০ লাখ

জিপি হাউজের গেটে অবস্থান নিয়ে চাকরিচ্যুতদের বিক্ষোভ

টানা তৃতীয় দিন বায়ুদূষণের শীর্ষে ঢাকা

তালিকা থেকে বাদ যাবে সাড়ে ১০ লাখ ভোটার

মহাখালী রেলগেটে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন