ঢাকা রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি‘র হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে মামলা


শহিদুল ইসলাম photo শহিদুল ইসলাম
প্রকাশিত: ৫-২-২০২৫ বিকাল ৫:৫২

 প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীনস্থ মহাখালী ঔষধানাগারের জন্য মেডিসিন ও আরো কিছু মালপত্রসহ  ২১ কোটি টাকার কাজ পায় কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তাদেরকে কাজের নোয়াও দেয়া হয় এবং কাজের চুক্তিপত্রে জন্য টাকাও নেয় হয়। কিন্তু  টেন্ডার প্রক্রিয়ায় কম ঠিকাদারী প্রতিষ্ঠান অংগ্রহণ করেছে, এই অযুহাত দেখিয়া প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা মো,আবু সুফিযান কাজের নোয়া বাতিল করে দেন। এরই প্ররিপ্রেক্ষিতে যে ঠিকাদারেরা কাজ পেয়েছিলেন তারা গত ৩০ জনুয়ারি হাইকোর্টে মামলা করেন। 
প্রায় ২১ কোটি টাকার ৩১টি প্যাকেজে মালামাল কেনার জন্য গত ৪ ডিসেম্বার ওটিএম(ওপেন টেন্ডার ম্যাথোট) দরপত্র আহবান করা হয়। প্রকিউরমেন্ট অনুসারে যাচাই-বাচাই শেষে কয়েকজনকে কাজের নোয়া দেয়া হয় এবং চুক্তিপত্র সম্পূর্ণ করা হয়। কিন্তু টু ডে এগ্রো টেডিং  নামে একটি কোম্পানির আবেদনের প্ররিপ্রেক্ষিতে সকল কাজের নোয়া বাতিল করে পূনঃদরপত্র আহবান করে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড.মো. আবু সুফিয়ান। যার ফলে পূর্বে কাজ পাওয়া কোম্পানিগুলো সহ প্রান্তিক খামারিরা ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করছেন  এর সাথে সংশ্লিষ্ট ঠিকাদারেরা। কারন ওষুধ কেনার প্রক্রিয়ায় দীর্ঘদিন লেগে যেতে পারে, যার ফলে খামারিদের কাছে ওষুধ পৌঁছাতে বিলম্ভ হবার সম্ভাবনা রয়েছে।
ঠিকাদারদের অভিযোগ, টু ডে এগ্রো ট্রেডিং কোম্পানি যে অভিযোগ মন্ত্রণালয় জমা দিয়েছে তা সঠিক নয়। তারা মন্ত্রনালয় ১৫ডিসেম্বার উপদেষ্ট বরাবর দরখাস্ত জমা দিয়েছে । ওই দরখাস্ত ১৩ জানুয়ারি উপদেষ্টর নজরে নেয়া হয়েছে। ১৫ জানুয়ারি মন্ত্রণালয়  প্রাণিসম্পদ ডিজিকে বিধিনুযায়ী ব্যবস্থা নিতে বলেন। ১৬ জানুয়ারি মহাপরিচালক, মহাখালী ঔষধানাগার ও গবেষণা পরিচালক ড. মোস্তাফা কামালকে তদন্ত করে সুপারিশ দিতে বলেন। তদন্তে টেন্ডার প্রক্রিয়া কোন অনিয়ম না পেলেও সীমিত সংখ্যাক ঠিকাদার দরপত্রে অংগ্রহণ করার অযুহাতে গত ২০ জানুয়ারি মহাপরিচালক কাজের  চুক্তিপত্র  বাতিল করে পূন:দরপত্র আহবানের নির্দেশ দেন। যার ফলে পূর্বে কাজ পাওয়া ঠিকাদারদের আর্থিক ক্ষতি হয়েছে বলে তাদের অভিযোগ। তারা বলেন, ১৫ ডিসেম্বার দেয়া অভিযোগ যদি আগেই সমাধান করা হত তা হলে আমরা এত ক্ষতিগ্রস্ত হতামনা। এ প্রক্রিয়ায় দীর্ঘ সময় লাগায় এত দিনে আমরা কাজের চুক্তিসহ মালামাল ক্রয়ের জন্য অনেক টাকা খরচ করে ফেলেছি। এ ক্ষতি আমরা কীভাবে পূরণ করবো। কাজের চুক্তিসহ মালামাল ক্রয়ের জন্য অনেক টাকা খরচ করে ফেলেছি। এ ক্ষতি আমরা কীভাবে পূরণ করবো।
 নাম প্রকাশ না করার শর্তে  একাধিক ঠিকাদার বলেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের আগের ডিজি অবসরে যাওয়ার পূর্বে এ টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ করে গেছেন। এ কারনে বর্তমান ডিজি ড.মো. আবু সুফিয়ান এ কাজ থেকে কোন ভেনিফিট পাবেনা বলে আগের কাজের চুক্তি বাতিল করেন।

এমএসএম / এমএসএম

আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে : আইন উপদেষ্টা

সাকিব আল হাসানকে দুদকে তলব

মেজর সিনহা হত্যা : ওসি প্রদীপ-লিয়াকতের মৃত্যুদণ্ড বহালের রায় প্রকাশ

রাজসাক্ষী আবজালুলের জেরা ঘিরে ট্রাইব্যুনালে হট্টগোল

সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল

‘ওসি সায়েদ ও এএসআই বিশ্বজিৎ ছয়টি মরদেহ পেট্রোল ঢেলে পুড়িয়ে দেন’

ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটের কাছে যাবে হাসিনার রায়ের কপি

৫ ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

ট্রাইব্যুনাল এলাকায় আজও সেনা-বিজিবির কঠোর নিরাপত্তা

হাসিনা-কামালের ফাঁসির রায়ের কপি যাচ্ছে যেসব মন্ত্রণালয়ে

শেখ হাসিনার বিচারের রায়ে সন্তুষ্ট আইন উপদেষ্টা

চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে ৫ বছরের কারাদণ্ড

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁনের মৃত্যুদণ্ড