ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

আপিল বিভাগের সাবেক বিচারপতি মানিক রিমান্ডে নতুন মামলায় গ্রেফতার মন্ত্রী এমপিসহ ৯ জন


মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব photo মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব
প্রকাশিত: ৫-৩-২০২৫ দুপুর ২:৫৮

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায়  মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানসহ নয় জনকে গ্রেপ্তার এবং আপীল বিভাগের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে গুলশান থানার একটি হত্যা মামলায়  দুই দিনের রিমান্ড মন্জুর করেছে আদালত। গতকাল বুধবার মামলার তদন্ত কমকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে  ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম গ্রেপ্তার দেখানোর আবেদন ও রিমান্ড  মঞ্জুর করে। গ্রেফতার দেখানো  অন্যরা হলেন— সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিম, সাংবাদিক দম্পতি ফারজানা রূপা ও শাকিল আহমেদ এবং যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হোসেন। তাদের মধ্যে আনিসুল হক, শাজাহান খান, আতিকুল ইসলামকে যাত্রাবাড়ী থানার একটি করে হত্যা মামলায়, ফারজানা রুপা ও শাকিল আহমেদকে দুই হত্যা মামলায়, সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলামকে খিলগাঁও থানার হত্যাচেষ্টা ও পল্টন থানার হত্যা মামলায়, কামাল আহমেদ মজুমদারকে মিরপুর থানার হত্যা মামলায় এবং সাবেক এমপি সোলাইমান সেলিমকে লালবাগ থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। যাত্রাবাড়ী থানার পৃথক দুই হত্যা মামলা ও এক হত্যাচেষ্টা মামলায় সংশ্লিষ্ট থানার সাবেক ওসি আবুল হাসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিম সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, আপনারা সঠিক তথ্য দিন,কেউ কেউ  লিখেছেন কারাগারে আমরা ভালো আছি, ভালো ভালো খাচ্ছি এটা সঠিক নয়।আমাদের মুখের দিকে চেয়ে দেখুন মুখ গুলি  শুকনো। এসময়  আইনজীবী নিকট থেকে তার পিতা হাজী সেলিমের খোঁজ খবর নেন এবং তার আইনজীবীকে বলেন এখন যদি আমার ফাঁসি আদেশ হয় তাতে অবাক হওয়ায় কিছু  নেই এ সরকার সব কিছু করতে পারে। সাংবাদিক  ফারজানা রূপার গ্রেফতার দেখানো আবেদন শুনানি সময় তিনি আদালতকে বলেন আমার কোন আইনজীবী নেই, আমি আমার জামিন শুনানি করতে ইচ্ছুক। আদালত বলেন জামিন  শুনানি হচ্ছে না।তখন  রুপা বলেন, এক  মামলায় ফাঁসনো যায়, তা হলে আমার বিরুদ্ধে  ১১ টা মামলা কেন? আদালত চুপ থেকে  গ্রেফতার দেখানো আবেদন মন্জুর করে।

এমএসএম / এমএসএম

তৌহিদ আফ্রিদির ৭ দিনের রিমান্ড চায় সিআইডি

ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবু সামাসহ দুইজন কারাগারে

শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে সপ্তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুজ্জামানের বিরুদ্ধে ধর্ষণের মামলা খারিজ, প্রতিবাদে বিচারক সম্পর্কে কটূক্তি

তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিলের রায় ৪ সেপ্টেম্বর

সাবেক এমপি সাইফুলসহ ১৬ আসামির বিচার শুরুর নির্দেশ

জুলাই গণহত্যা : শেখ হাসিনার বিরুদ্ধে ষষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ আজ

তারেক রহমান-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি চলছে

সব উপজেলা হাসপাতালে সাপের কামড়ের অ্যান্টিভেনম সরবরাহের নির্দেশ

ধানমন্ডির সেই ৩০০ কোটি টাকার সম্পত্তি বরাদ্দে স্থিতাবস্থা হাইকোর্টের

জুলাই গণহত্যা : শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হতে পারে অক্টোবরে

জিকে শামীমের খালাসের রায় স্থগিত চেয়ে আবেদন

লুট হওয়া পাথর আগের জায়গায় ফেলতে হাইকোর্টের নির্দেশ