সরকারের মদদপুষ্টদের উন্নয়ন হচ্ছে : ফখরুল
সাধারণ মানুষের নয়, সরকারের মদদপুষ্টদের উন্নয়ন হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের বাজেট উপস্থাপনের আগে এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। ‘১৯৭৮ সালে রাষ্ট্রপতি নির্বাচনের জিয়াউর রহমানের অংশগ্রহণে দিবসটি স্মরণ করে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপদযাপন কমিটির উদ্যোগে ‘১৯৭৮ সালের ৩ জুন রাষ্ট্রপতি নির্বাচনে: বহুদলীয় গণতন্ত্র পুনঃরুদ্ধার এবং একদলীয় শাসনের অবসান’ শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় মির্জা ফখরুল বলেন, এখন সাধারণ মানুষের নয়, সরকারের মদদপুষ্টদের উন্নয়ন হচ্ছে। এতে শুধু ক্ষমতাসীন দলের নেতা কর্মীরাই নয়, যারা সরকারের প্রশ্রয় পেয়েছে, যারা সরকারের আশ্রয়ে রয়েছে তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে এবং হচ্ছে। সাধারণ মানুষের কোনো স্থান নেই।
‘দেশের এই অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। আসুন আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে কাজ করি। আমাদেরকে রাস্তায় নামতে হবে, নির্ভয়ে আমাদেরকে কাজ করে বিজয় অর্জন করতে হবে। অবশ্যই আমরা সফল হবো, এটা আমি বিশ্বাস করি।’
তিনি বলেন, আজকে সরকার যে বড় বড় উন্নয়নের কথা বলে! কোন উন্নয়ন, কাদের উন্নয়ন? এই উন্নয়ন শুধু তাদের যারা এদেশকে শাসন করছে, তাদের পকেট বোঝাই হচ্ছে আর সাধারণ মানুষ একেবারে গরীব থেকে গরীব হচ্ছে। নতুন বাজেটে সাধারণ মানুষের অর্থনৈতিক কোনো উন্নয়নের জায়গা নেই।
বিরোধী দলের ওপর সরকারের এক দশকের নির্যাতনের চিত্র তুলে ধরে ফখরুল বলেন, গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে আমাদের দলের ৩৫ লাখ নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে। গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে আমাদের ইলিয়াস আলীসহ ৫০০ উপরে নেতা-কর্মী গুম হয়েছেন। হাজারো নেতা-কর্মী খুন হয়েছেন ও মৃত্যুবরণ করেছেন। সবাইকে একটা ভয়াবহ স্বৈরাচার ফ্যাসিবাদের নির্যাতনের মুখোমুখি হতে হচ্ছে চরমভাবে। এখান থেকে বেরিয়ে আসতে না পারলে আমাদের জাতিকে মুক্তির কোনো সম্ভাবনা নেই।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে সভায় দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্ব চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফরামের সাবেক নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিকল্পধারা বাংলাদেশের একাংশের সভাপতি অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী প্রমুখ বক্তব্য রাখেন।
প্রীতি / জামান
ঐকমত্য কমিশন নিয়ে যে অভিযোগ সালাহউদ্দিনের
বিএনপির অবস্থান পরিবর্তন হয়নি, গণভোট ও নির্বাচন হতে হবে একই দিনে: আমীর খসরু
বিএনপির প্রস্তাবের কড়া সমালোচনা জামায়াতের
আইন উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন সালাহউদ্দিন
আরপিও সংশোধনীর বিরোধিতা করে সিইসিকে চিঠি বিএনপির
ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে এনসিপি
‘না’ ভোটে সম্মতি, ২০০ আসনে একক প্রার্থী চূড়ান্ত করছে বিএনপি
কিছু দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে, জনগণ সেই ফাঁদে পা দেবে না: মির্জা ফখরুল
এনসিপিকে জুলাই সনদে সই করার আহ্বান করেছে সরকার
সরকারে দলীয় কেউ থাকলে সরিয়ে দিতে হবে: রিজভী
বিতর্কিতদের সরিয়ে সরকারকে সত্বর তত্ত্বাবধায়ক আদলে যেতে হবে: আমীর খসরু
অন্তর্বর্তী সরকারকে এখন তত্ত্বাবধায়কের ভূমিকায় যেতে হবে : মির্জা ফখরুল