কারাগারে অসুস্থতার নাটক, পিজি হাসপাতালে বসেই রাজনৈতিক ও অবৈধ কার্যক্রম চালাচ্ছেন খন্দকার রাহাত

সাম্প্রতিক সময়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ১৪ দলীয় শীর্ষ নেতা ডা. খন্দকার রাহাত হোসেন, যিনি সাবেক আওয়ামী লীগ নেতা ও মন্ত্রী আমির হোসেন আমুর খালাতো ভাই হিসেবে পরিচিত। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, বৈষম্যবিরোধী আন্দোলনে উসকানি এবং কোটি কোটি টাকা বিদেশে পাচারের মতো গুরুতর অভিযোগে গ্রেপ্তারের পর তার জামিন এবং চিকিৎসা সংক্রান্ত কার্যক্রম নতুন করে প্রশ্নের মুখে পড়েছে।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, হেভি কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (GHCL)-এর সাবেক চেয়ারম্যান ক্যাপ্টেন (অব.) আবদুস সাবুর খানের দীর্ঘদিনের প্রভাব ও অবৈধ নেটওয়ার্ক ব্যবহার করে রাহাতের জামিনের পেছনে ভূমিকা রাখা হয়েছে। আদালতের একটি অংশে অ্যাডভোকেট জেড আই খান পান্নার মাধ্যমে প্রভাব খাটানোর অভিযোগও উঠেছে।
অথচ, রাহাতের বিরুদ্ধে বিভিন্ন সময়ে গুরুতর অভিযোগ উঠেছে, যার মধ্যে রয়েছে GHCL ও ইউনাইটেড এয়ারওয়েজের মাধ্যমে শত শত কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ। উল্লেখ্য, ইউনাইটেড এয়ারওয়েজের সাবেক মালিক ও রাহাতের ভগ্নিপতি ইমরান বর্তমানে লন্ডনে বিলাসবহুল জীবন যাপন করছেন বলে জানা গেছে।
গত ২২ মে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে রাহাত গ্রেপ্তার হন। পরদিন আদালতে হাজির করা হলে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়। কিন্তু অল্প সময়ের মধ্যেই অসুস্থতার অজুহাতে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে প্রথমে কারা হাসপাতাল এবং পরে শাহবাগের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পিজি) প্রিজন সেলে স্থানান্তরিত হন তিনি।
সূত্রগুলো দাবি করছে, রাহাত ওই প্রিজন সেল থেকেই রাজনৈতিক তৎপরতা এবং মোবাইল ফোন ব্যবহার করে যোগাযোগ অব্যাহত রেখেছেন।
সচেতন মহলের মতে, এই ঘটনা দেশে প্রভাবশালী দুর্নীতিবাজদের নেটওয়ার্ক কীভাবে বিচারব্যবস্থাকে প্রভাবিত করছে, তার একটি উদাহরণ। GHCL ও অপসোনিন সংশ্লিষ্ট দুর্নীতির ইতিহাস এবং সাবুর খানের প্রভাব বলয় এখনো সক্রিয় রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশের অভিযোগও সামনে এসেছে।
সংশ্লিষ্ট মহল রাহাতের জামিন অবিলম্বে বাতিল, GHCL ও ইউনাইটেড এয়ারের আর্থিক দুর্নীতি ও পাচার তদন্ত এবং সংশ্লিষ্ট সব পক্ষের বিরুদ্ধে প্রশাসনিক ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে।
পিজি হাসপাতালের প্রিজন সেলকে রাজনৈতিক কার্যকলাপের আখড়ায় রূপান্তর করার পেছনে যারা দায়ী, তাদের চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনারও আহ্বান উঠেছে।
এমএসএম / এমএসএম

১৬ বছর অপেক্ষা নয়, প্রতিবছর অভ্যুত্থান স্মরণের অঙ্গীকার

জুলাইকে সবার গণজাগরণ ও ঐক্যের মাসে পরিণত করুন : প্রধান উপদেষ্টা

আকাশ থাকবে আংশিক মেঘলা, ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

সন্ধ্যার মধ্যে ছয় অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

একদিনে রেকর্ড ৪২৯ জনের ডেঙ্গু শনাক্ত

আসিফ মাহমুদের অস্ত্রের লাইসেন্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

কাজে যোগ দিয়েছেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল আজ, বাড়ছে না ক্যাডার পদ

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঢাকায় হালকা বৃষ্টির আভাস, দিনভর আকাশ মেঘলা থাকার সম্ভাবনা

একদিনে আরও ৩৮৩ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১

৫ আগস্ট ‘গণ-অভ্যুত্থান দিবস’
