রাস্তায় চামড়া ফেলে দিলেন মৌসুমী ব্যবসায়ীরা
ন্যায্য দাম না পেয়ে কোরবানির পশুর চামড়া পুরান ঢাকার পোস্তা ও ঢাকেশ্বরী মন্দিরের আশেপাশের ফেলে চলে গেছেন কিছু মৌসুমী ব্যবসায়ী। বৃহস্পতিবার দুপুরে এসব এলাকার প্রধান সড়কে বেশ কিছু চামড়া পড়ে থাকতে দেখা যায়। পরে সেগুলো নিয়ে যায় সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা।
ব্যবসায়ীদের অভিযোগ, কেনা দামেও চামড়া নেননি আড়তদারেরা। কেউ কেউ কিনতেই চাননি, তাই বাধ্য হয়ে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে।
মৌসুমী ব্যবসায়ী হামিদ মিয়া সংবাদমাধ্যমের কাছে অভিযোগ করে বলেন, ৩০০ থেকে ৫০০ টাকায় চামড়া কিনেছি। কিন্তু আড়তদাররা গড়ে ৩০০ টাকা করে দাম দিতে চান। এভাবে দেনদরবারের নামে গভীর রাত পর্যন্ত বসিয়ে রাখার পর বলা হয়, চামড়া পচে গেছে। এখন আর নেওয়া যাবে না।
তিনি বলেন, সারারাত অপেক্ষায় ছিলাম যদি কোনো গতি করা যায়। শেষ পর্যন্ত সকালে এসব চামড়া রাস্তায় ফেলে দেই।
পোস্তার কাঁচা চামড়া ব্যবসায়ী ও বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের মহাসচিব হাজি টিপু সুলতান দাবি করেছেন তারা সরকার নির্ধারিত মূল্য দিয়েই চামড়া কিনছেন। তিনি বলেন, আমরা সরকারের বেঁধে দেওয়া দামে, অনেক ক্ষেত্রে সেই দামের চেয়েও বেশি দামে চামড়া কিনে নিয়েছি। তাই বলে তো পঁচা চামড়া কিনব না।
রাস্তায় মৌসুমী ব্যবসায়ীদের চামড়ার ফেলে দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরশনের মেয়র ব্যারিস্টার ফজলে নুর তাপস। তিনি বলেন, মৌসুমী ব্যবসায়ীরা চামড়াগুলো হয়তো বিক্রি করতে পারেননি। তাই বিভিন্ন জায়গায়, নর্দমার সামনে চামড়াগুলো ফেলে গেছেন। এটা তারা ঠিক করেননি।
প্রীতি / প্রীতি
রান্নাঘরে বৈদ্যুতিক ত্রুটি বা গ্যাস লিকেজ থেকে আগুন, ধারণা পুলিশের
ছুটির দিনেও বায়ুদূষণে বিশ্বে শীর্ষে ঢাকা
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় তারেক রহমান
গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায়মুক্তি নির্ধারণ আইন অনুমোদন হয়েছে : আসিফ নজরুল
‘যার যেখানে খুশি রাস্তা আটকাচ্ছে, মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে’
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর রুটিন দায়িত্ব পেলেন মো. বেলাল হোসেন
১২ ফেব্রুয়ারিই নির্বাচন, মার্কিন কূটনীতিকদের বললেন প্রধান উপদেষ্টা
ফার্মগেট ও এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অবরোধ, স্থবির যান চলাচল
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দাবিতে সায়েন্সল্যাব অবরোধ
জ্বালানি সরবরাহ আমাদের জন্য চ্যালেঞ্জ, তবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হচ্ছে
দলগুলোর নির্বাচনী ইশতেহারে ১৫ সংস্কার প্রস্তাব ও প্রতিশ্রুতি চায় সুজন
শিক্ষা শুধু চাকরির জন্য নয়, সৃজনশীল মানুষ গড়ার জন্যও : প্রধান উপদেষ্টা