ঢাকা শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা জেলার লিগ্যাল এইডের কল্যাণে আলোচিত কিডনি দান করা টুনি ও স্বামী তারেকের মামলার অবসান


মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব photo মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব
প্রকাশিত: ৮-৮-২০২৫ রাত ৮:৩০

২০০৮ সালে কিডনি জটিলতায় আক্রান্ত হন জনাব তারেক। চিকিৎসকদের পরামর্শে কিডনি প্রতিস্থাপন ছাড়া আর কোনো বিকল্প ছিল না। স্বামীকে বাঁচাতে এগিয়ে আসেন স্ত্রী উম্মে সাহিদিনা টুনি। ২০১৯ সালের ২৬শে অক্টোবর তিনি নিজের একটি কিডনি স্বামীর শরীরে প্রতিস্থাপন করেন—যা নিঃস্বার্থ ভালোবাসার এক অনন্য নজির হিসেবে সমাজে ব্যাপক প্রশংসিত হয়।
কিন্তু বছর কয়েক না যেতেই সেই সম্পর্কেই দেখা দেয় বিশ্বাসের সংকট। সম্প্রতি স্বামীর পরকীয়ার অভিযোগ তুলে বিভিন্ন গণমাধ্যমে আলোচনায় আসেন স্ত্রী টুনি। পরিণামে তিনি আদালতে একটি সিআর মামলা, একটি নন-জিআর মামলা এবং যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর ৩ ধারায় মামলা দায়ের করেন।

মামলাটি আমলে নিয়ে ঢাকা মহানগর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব তাজুল ইসলাম সোহাগ বিষয়টি আপস-মীমাংসার জন্য প্রেরণ করেন জেলা লিগ্যাল এইড অফিস, ঢাকা-তে। সেখানে দায়িত্বপ্রাপ্ত অফিসার সিনিয়র সহকারী জজ জনাব মোঃ সায়েম খান দুই পক্ষের বক্তব্য শোনেন, পর্যবেক্ষণ করেন, এবং তার দক্ষ, মানবিক ও বিচক্ষণ মধ্যস্থতায় একটি সমঝোতার পথ খুলে যায়। গত ০৭/০৮/২০২৫ তারিখে ঢাকা জেলার লিগ্যাল এইড কার্যালয়ে দীর্ঘ আলোচনার পর উভয় পক্ষ একটি লিখিত আপসনামার মাধ্যমে তাদের বিরোধ নিষ্পত্তির সিদ্ধান্তে উপনীত হন। মীমাংসার শর্ত অনুযায়ী:

জনাব তারেক এই মর্মে লিখিত স্বীকৃতি দেন যে, তাঁর কোনো নারীর সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও তিনি এ ধরনের সম্পর্কে জড়াবেন না। পক্ষান্তরে স্ত্রী টুনি তার দায়ের করা সি আর, নন-জিআর ও যৌতুক আইনের মামলাগুলো প্রত্যাহারের অঙ্গীকার করেন।

উভয়পক্ষ ভবিষ্যতে একে অপরের বিরুদ্ধে কোনো অপমানজনক/কুৎসামূলক তথ্য, ভিডিও, ছবি বা বক্তব্য প্রিন্ট, ইলেকট্রনিক কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করবেন না মর্মে স্বীকৃতি প্রদান করেন।

তারা পারস্পরিক সম্মান, ভালোবাসা ও দায়িত্ববোধের ভিত্তিতে দাম্পত্য জীবন পরিচালনার প্রতিশ্রুতি দেন। 

পরিশেষে টুনি-তারেক দম্পতি জেলা লিগ্যাল এইড অফিস, ঢাকা এবং সংশ্লিষ্ট অফিসার জনাব মোঃ সায়েম খান-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের পারিবারিক জীবনের স্থিতি ও সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার দোয়া কামনা করেন।

আইনি সহায়তা শুধু শাস্তির জন্য নয়, বরং সম্পর্ক পুনর্গঠনেরও একটি পথ। পারিবারিক দ্বন্দ্বে, যখন সম্পর্ক ভাঙনের মুখে, তখন শান্তিপূর্ণ সমাধান এবং সম্মানজনক পুনর্মিলনের দৃষ্টান্ত স্থাপন করলো ঢাকা লিগ্যাল এইড।

এমএসএম / এমএসএম

হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

শেখ হাসিনার সঙ্গে তাপস-ইনু-কামালের ফোনালাপ শুনলেন ট্রাইব্যুনাল

বিসিবি সভাপ‌তির চি‌ঠির কার্যকারিতা স্থগিত, নির্বাচনে বাধা নেই

শেখ হাসিনার বিরুদ্ধে ২০তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

বিচারের মধ্য দিয়েই আওয়ামী লীগের ফয়সালা করতে হবে : ট্রাইব্যুনালে নাহিদ

৫ আগস্ট পদত্যাগ করেননি শেখ হাসিনা, দাবি স্টেট ডিফেন্সের

ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন আবু সাঈদকে বাঁচাতে আসা সেই আয়ান

শেখ হাসিনার মামলায় নাহিদ ইসলামের জেরা আজ

ইভ্যালির রাসেল-শামীমার তিন বছর কারাদণ্ড

হাসিনার পতনের আগেই ড. ইউনূসকে সরকারপ্রধান করার প্রস্তাব দেওয়া হয়

দ্বিতীয় দিনের মতো ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন নাহিদ

শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না

শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে আজও ট্রাইব্যুনালে নাহিদ