ঢাকা রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুজ্জামানের বিরুদ্ধে ধর্ষণের মামলা খারিজ, প্রতিবাদে বিচারক সম্পর্কে কটূক্তি


মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব photo মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব
প্রকাশিত: ২১-৮-২০২৫ বিকাল ৫:৪৯

নারী ও শিশু নির্যাতন দমন আইন মোতাবেক ধর্ষণের কোন উপাদান না থাকায় সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল (ব্রি. জে.) আশরাফুজ্জামান আশার বিরুদ্ধে করা মামলাটি খারিজের আদেশ দিয়েছেন আদালত। মামলা খারিজের পর বিচারকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে বিভিন্ন কটুক্তি ও অশালীন মন্তব্য করেছেন মামলার বাদী এবং তার আইনজীবী। এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন রাষ্ট্র পক্ষের আইনজীবী। 
বৃহস্পতিবার আদালত সূত্রে জানা যায়, গত ১৮ আগস্ট ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এ মামলাটি দায়ের করেন এক সেনা কর্মকর্তার স্ত্রী । ওইদিন সংশ্লিষ্ট আদালতের বিচারক সাবেরা সুলতানা খানম বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ অপেক্ষমান রাখেন। পরবর্তীতে ওইদিনই বিকালে মামলা খারিজের আদেশ দেন। মামলা খারিজের আদেশে বিচারক উল্লেখ করেছেন, বাদী ক্যান্টনমেন্ট এলাকায় একটি নিরাপদ জায়গায় বসবাস করেন। সেখানকার বাসায় জোরপূর্বক ধর্ষণ করার বিষয়টি বিশ্বাসযোগ্য নয়। আরজিতে জোরপূর্বক ধর্ষণের কথা বলা হলেও তিনি কোন চিৎকার করেননি। আত্মীয়-স্বজন বা আশেপাশের কাউকে কিছু বলেননি। মামলার বাদী জবানবন্দিতে বলেছেন অভিযুক্ত ব্যক্তি তাকে বিয়ে করেছেন। তারপর তার সঙ্গে শারীরিক সম্পর্ক হয়। প্রথম স্বামীকে তালাক দেয়ার একদিন পর বিয়ে করার বিষয়টি আইনি বৈধতা না থাকলেও স্বামী স্ত্রী হিসেবে তারা তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। যেটা ধর্ষণের পর্যায়ে পড়ে না। শারীরিক সম্পর্কের কারণে বাদী গর্ভবতী হয়েছেন। উভয়ের সম্মতিতে শারীরিক সম্পর্ক হওয়ার বিষয়টিও নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারার (ধর্ষণ) অপরাধ নয়। ধর্ষণ  করার সমর্থনে বাদী কোন চিকিৎসা সনদপত্র দাখিল করেননি। ধর্ষণ ছাড়া বাদী গর্ভবতী হওয়া বা তাকে মারধর করার ঘটনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচার্য বিষয় নয়। এ কারণে সরাসরি মামলাটি খারিজ করা হলো।
মামলায় ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুজ্জামানের স্ত্রী ফারহানা আশরাফ সুমি ও বোন নাসিমা পারভীন পলিকেও আসামি করা হয়।
মামলার আর্জিতে বলা হয়, ভুক্তভোগীর স্বামী কোর্ট মার্শালের মাধ্যমে জেলে যাওয়ার পর তিনি ঢাকার ক্যান্টনমেন্ট এলাকায় বসবাস করতে থাকেন। এ সময় বিগ্রেডিয়ার জেনারেল আশরাফুজ্জামান আশা দায়িত্বে থাকাকালীন তাকে আশ্বস্ত করেন যে, তিনি নিরাপদে থাকতে পারবেন। কিন্তু গত ৭ জুন রাত আনুমানিক ৮টায় আশরাফুজ্জামান তার বাসায় গিয়ে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করেন।
১০ জুন অভিযুক্ত আশরাফুজ্জামান ভুক্তভোগীকে কৌশলে কাজী অফিসে নিয়ে গিয়ে তার স্বামীকে ডিভোর্স দিতে বাধ্য করেন এবং পরদিন ১১ জুন ভয়ভীতি দেখিয়ে দশ লাখ টাকা দেনমোহর ধার্য করে তাকে বিয়ে করেন। এর কিছুদিন পর ভুক্তভোগী শারীরিকভাবে দুর্বল হয়ে পরলে প্রেগন্যান্সি কিট ব্যবহার করে জানতে পারেন তিনি গর্ভবতী এবং বিষয়টি আশরাফকে জানান। 
পরে ৬ জুলাই আশরাফুজ্জামান,  তার স্ত্রী ও বোন পরিকল্পিতভাবে তাকে গর্ভপাত ঘটানোর চেষ্টা করে এবং শারীরিক নির্যাতন চালায়। ‎এরপর একাধিকবার আশরাফুজ্জামান ও তার সহযোগীরা ভুক্তভোগীরকে বাসা ছাড়তে হুমকি দেন এবং প্রাণনাশের ভয় দেখান। গত ২৪ জুলাই সিএমএইচ-এ চিকিৎসক ভুক্তভোগীর ৬ সপ্তাহের গর্ভাবস্থা নিশ্চিত করেন। কিন্তু শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে পরদিন ২৫ জুলাই তার গর্ভপাত ঘটে।
পরে ১০ আগস্ট আসামি আশরাফ ভুক্তভোগীর বাসায় গিয়ে তাকে ও তার মেয়েকে শারীরিকভাবে নির্যাতন করেন এবং বাসা ছাড়তে হুমকি দেন। পরবর্তীতে ১৭ আগস্ট ভুক্তভোগী ঢাকা ক্যান্টনমেন্ট থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে আদালতে যেতে বলেন। ‎
বিচারক সম্পর্কে কটুক্তির প্রতিবাদ:
মামলা খারিজ করার পর মামলার বাদী এবং তার আইনজীবী সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে বিচারক সম্পর্কে বিভিন্ন কটুক্তি করেন অশালীন মন্তব্য করেন। এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বিশেষ পিপি মো. আবুল কালাম আজাদ। তিনি সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, বিচারক কোন আদেশ দিলে তার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার সুযোগ রয়েছে। কিন্তু আপিল না করে বিচারক সম্পর্কে কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্য করা বিচার বিভাগকে অবমাননাকর।এ বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে  বাদীর নিয়োজিত বিজ্ঞ আইনজীবীকে ঢাকা আইনজীবী  সমিতি তলব করায় বাদীর আইনজীবী সময় নিয়েছেন,  বর্তমানে এ বিষয়ে অভিযোগটি তদন্তাধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুজ্জামানের বিরুদ্ধে ধর্ষণের মামলা খারিজ, প্রতিবাদে বিচারক সম্পর্কে কটূক্তি

তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিলের রায় ৪ সেপ্টেম্বর

সাবেক এমপি সাইফুলসহ ১৬ আসামির বিচার শুরুর নির্দেশ

জুলাই গণহত্যা : শেখ হাসিনার বিরুদ্ধে ষষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ আজ

তারেক রহমান-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি চলছে

সব উপজেলা হাসপাতালে সাপের কামড়ের অ্যান্টিভেনম সরবরাহের নির্দেশ

ধানমন্ডির সেই ৩০০ কোটি টাকার সম্পত্তি বরাদ্দে স্থিতাবস্থা হাইকোর্টের

জুলাই গণহত্যা : শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হতে পারে অক্টোবরে

জিকে শামীমের খালাসের রায় স্থগিত চেয়ে আবেদন

লুট হওয়া পাথর আগের জায়গায় ফেলতে হাইকোর্টের নির্দেশ

সাদা পাথর লুটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রিট শুনবেন হাইকোর্ট

সংবিধানের ১১৬ অনুচ্ছেদ বাতিল হবে কি না, রায় ২ সেপ্টেম্বর

আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলা : অভিযোগ গঠনের আদেশ ২১ আগস্ট