ঢাকা সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

গণভোটের মাধ্যমে পিআর পদ্ধতির সিদ্ধান্ত নিতে আহ্বান মুফতি ফয়জুল করীমের


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ১৮-৯-২০২৫ বিকাল ৫:১৮

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই, ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে আয়োজিত এক গণসমাবেশে বলেছেন, পিআর (PR) পদ্ধতি নিয়ে গণভোট দেওয়া হোক। জনতা যদি এই পদ্ধতির পক্ষে রায় না দেয়, তাহলে তারাও আর এই দাবি জানাবেন না। তিনি বলেন, এতো রক্তক্ষয়ী একটি গণঅভ্যুত্থানের পর জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা, হত্যাকারীদের বিচার করা এবং ফ্যাসিবাদের দোসরদের উৎপাত বন্ধ করার মতো গণদাবি নিয়ে আন্দোলন করতে হবে, তা তারা কখনো ভাবেননি। মুফতি ফয়জুল করীম বলেন, তারা দীর্ঘদিন ধরে পিআর পদ্ধতি নিয়ে আন্দোলন করছেন এবং একাধিক জরিপে দেখা গেছে যে দেশের অধিকাংশ মানুষ এটি চায়। তিনি বিএনপির উদ্দেশে বলেন, যদি তারা জনতার ওপর আস্থা রাখতে পারে, তবে পিআর পদ্ধতি নিয়ে তাদের সমস্যা কোথায়? তিনি সংস্কার, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিতকরণ, বিচার দৃশ্যমান করা এবং পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানের দাবিকে জনগণের দাবি হিসেবে উল্লেখ করেন। তিনি আরও বলেন, যুগপৎ আন্দোলন কোনো বিশেষ দলের নেতৃত্বে হয় না, বরং একই দাবিতে যার যার মতো আন্দোলন করা। তিনি মাধ্যমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের বিষয়ে বলেন, প্রাইমারি স্কুলের পড়াশোনার মান খারাপ হওয়ার পরেও ভাষা, বিজ্ঞান, গণিত ও তথ্য-প্রযুক্তির শিক্ষক নিয়োগ না দিয়ে গানের শিক্ষক নিয়োগ দেওয়া উদ্দেশ্যপ্রণোদিত। সমাবেশে প্রধান বক্তা অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, ঐক্যমত কমিশনে নিম্নকক্ষে পিআর এজেন্ডাভুক্ত করতে ব্যর্থ হয়ে তারা রাজপথে নেমেছেন। ঢাকা দক্ষিণের সভাপতি মাওলানা ইমতেয়াজ আলম বলেন, জুলাই অভ্যুত্থান কেবল নির্বাচনের জন্য নয়, বরং রাষ্ট্রের মৌলিক সংস্কারই এর মূল লক্ষ্য ছিল। সমাবেশে দলের অন্যান্য কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররমের সামনে এসে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়। এই দাবিতে আগামীকাল বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে এবং ঢাকায় পীর সাহেব চরমোনাই দুইটি সমাবেশে উপস্থিত থাকবেন।

এমএসএম / এমএসএম

২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান

শুধু সচেতন হলে চলবে না, অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে

ঢাকা-১০ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আসিফ মাহমুদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা জাতির জন্য লজ্জার : সালাহউদ্দিন আহমেদ

ট্রাভেল পাস হাতে পেয়েছেন তারেক রহমান

খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন বেশ স্থিতিশীল : ডা. জাহিদ

ওসমান হাদির মৃত্যুতে জনতা পার্টি বাংলাদেশের শোকবার্তা

ভাঙচুর-অগ্নিসংযোগের তীব্র প্রতিবাদ, সরকারকে পুরো দায় নিতে হবে: মির্জা ফখরুল

বিমানের নিয়মিত ফ্লাইটে ঢাকায় আসবেন তারেক রহমান, যাবেন এভার কেয়ারে

খালেদা জিয়ার অবস্থা আগের মতো, গ্রহণ করতে পারছেন চিকিৎসা

মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে: মঈন খান

এয়ারপোর্টে বিদায় দিতে ভিড় না করার অনুরোধ তারেক রহমানের

মুক্তিযুদ্ধ-ইসলামের নামে দেশকে বিভাজন করা যাবে না : নাহিদ ইসলাম