ঢাকা শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

৩১ দফা বাস্তবায়িত হলে কৃষকের মুখে হাসি ফুটবে: কসবায় মুশফিকুর রহমান


শিমুল ইসলাম সায়েম photo শিমুল ইসলাম সায়েম
প্রকাশিত: ৯-১-২০২৬ দুপুর ১২:৩১

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান বলেছেন, বিগত সরকারের আমলে দেশের কৃষকরা চরমভাবে অবহেলিত ছিল। তারা উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পায়নি, বরং সিন্ডিকেটের কারণে চড়া দামে সার ও বীজ কিনতে বাধ্য হয়েছে। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের '৩১ দফা' কর্মসূচি বাস্তবায়িত হলে কৃষকরা তাদের অধিকার ফিরে পাবে এবং তাদের মুখে হাসি ফুটবে।


​বৃহস্পতিবার দুপুরে কসবা পৌর শহরের স্টেশন এলাকায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
​বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে মুশফিকুর রহমান বলেন, "বেগম খালেদা জিয়া কখনো অন্যায়ের সাথে আপস করেননি। দেশপ্রেম, জাতীয়তাবাদ ও গণতন্ত্র পুনরুদ্ধারে তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন। তিনি চেয়েছিলেন এ দেশের মানুষ বিশ্ব দরবারে গর্বিত জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে। তার এই আপসহীন সংগ্রামের কারণেই তিনি আজ বিশ্বনেত্রীতে পরিণত হয়েছেন। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও আজ মানুষ তার জন্য ঘরে ঘরে দোয়া করছে।"
​তিনি আরও বলেন, বেগম জিয়ার যোগ্য উত্তরসূরী হিসেবে তারেক রহমান প্রবাসে থেকেও দলকে সুসংগঠিত রেখেছেন। তার নেতৃত্বেই আগামীর বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ। ৩১ দফা কর্মসূচির মাধ্যমে সর্বত্র ছড়িয়ে পড়া দুর্নীতির জাল ছিঁড়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।


​কসবা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত এই দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. ইলিয়াস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সাবেক সদস্য নাছির উদ্দিন হাজারী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকার এবং সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন।


​অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সম্পাদক ও কসবা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইকলিল আজমসহ বিএনপি ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আবিদ রহমান / আবিদ রহমান

রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, ‘ভারমুক্ত’ হতে পারেন তারেক রহমান

৩১ দফা বাস্তবায়িত হলে কৃষকের মুখে হাসি ফুটবে: কসবায় মুশফিকুর রহমান

স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা বিচ্ছিন্ন ঘটনা : সালাহউদ্দিন আহমদ

নির্বাচনী মাঠে দলীয় সিদ্ধান্ত নিচ্ছেন ডিসি-এসপিরা : জামায়াত

৪ দিনের সফরে বের হচ্ছেন তারেক রহমান, যাবেন ১০ জেলায়

‘নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে’

শুধুমাত্র মিছিল মিটিং করার জন্য জাতীয়তাবাদীর নাম ব্যবহার নয় : রিজভী

তারেক রহমানের বাসভবনের সামনে থেকে আটক ২

লালমনিরহাট-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মমতাজ আলী শান্তর মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়ন বৈধ

ঢাকা-১৫ : জামায়াত আমিরের মনোনয়ন বৈধ ঘোষণা

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

খালেদা জিয়ার কবর জিয়ারত করতে নেতাকর্মীদের ঢল