ঢাকা রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

চাকরিতে যোগদান করতে গিয়ে জানলেন নিয়োগ ভুয়া!


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-১০-২০২১ দুপুর ৪:৪৭

প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এরা হলেন- মো. আব্দুস সাত্তার (৫২), মো. আলী হোসেন (৪০), মো. শাহাদাত হোসেন (৫৫), মো. মোস্তফা (৬২), এবং মো. জামাল হোসেন (৫০)।

সিআইডি জানায়, প্রধানমন্ত্রীর কার্যালয় ও সেনাবাহিনীর বিভিন্ন পদে চাকরি দিতে পারবে বলে বেশ কয়েকজনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিত সংঘবদ্ধ এ চক্রটি। চাকরি প্রার্থীদের নিয়োগপত্র, ফিটনেস রেজাল্টের কাগজপত্রও দিত। দেয়া হয়ত চাকরিতে যোগদানের তারিখও। চাকরি প্রার্থীরা যোগদান করতে গিয়ে জানতে পারতেন সবই ভুয়া। বুঝতে পারতেন তারা প্রতারিত হয়েছেন। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় পৃথক দুটি মামলা হয়। পরে তদন্তে নেমে ওই মামলায় চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডি।

চক্রটির কাছ থেকে ভুয়া নিয়োগপত্র, মোবাইল ফোনসেট, কয়েকজন শিক্ষকের চাকরির এমপিওভুক্তির আবেদনপত্রসহ চাকরিপ্রার্থীর সিভি, ছবিসহ অন্যান্য কাগজপত্র উদ্ধার করেছে সিআইডি।

সোমবার দুপুরে সিআইডির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক ইমাম হোসেন বলেন, চক্রটি অন্তত ১১ জন ভুক্তভোগীর কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নিয়েছে। চক্রটির কাছ থেকে সেনাবাহিনীতে যোগদানের ভুয়া নিয়োগপত্র ও জালিয়াতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

সিআইডির অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক বলেন, গ্রেপ্তাররা জানায় তারা সেনাবাহিনীর বিভিন্ন পদের ভুয়া নিয়োগপত্র দেয়াসহ বিভিন্ন দপ্তরে তদবির বাণিজ্য করে থাকেন। এছাড়া তারা বিভিন্ন সরকারি দপ্তরের আদেশের কপি জাল করেন। আসামিরা সংঘবদ্ধ প্রতারক ও জালিয়াত চক্রের সক্রিয় সদস্য। তারা জনপ্রতি ৮-১০ লাখ করে ১১ জনের থেকে প্রায় এক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে নিশ্চিত হয়েছে সিআইডি।

সিআইডির এই কর্মকর্তা আরও বলেন, আরও কয়েকজন ভুক্তভোগী আমাদের সঙ্গে যোগযোগ করেছে। আসামিরা কেউ সপ্তম-অষ্টম শ্রেণি আবার কেউ এসএসসি পাস। ইতোপূর্বে তারা বিভিন্ন গার্মেন্টসসহ কেউ কেউ কনস্ট্রাকশনের কাজ করতেন। পরে তারা চাকরি দেয়ার নামে প্রতারণা, ভুয়া জমির দালালি, বিট কয়েন বেচাকেনার নামে প্রতারণাসহ বিভিন্ন অপরাধ করে আসছে। ১০/১২ বছর ধরে এই প্রতারণার কাজে যুক্ত তারা। তবে কখনই গ্রেপ্তার হয়নি চক্রটি।

প্রীতি / প্রীতি

হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে নবম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

শেখ হাসিনার মামলায় তৃতীয় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন তদন্ত কর্মকর্তা

সিনিয়র জেলা ও দায়রা জজ ঢাকা মো: রফিকুল ইসলামের সাথে কোর্ট রিপোর্টাস এসোসিয়েশন ঢাকার সৌজন্য সাক্ষাৎ

আনিসুল হকের সাবেক পিএস তৌফিকা করিমের ১১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

কুষ্টিয়ায় ৬ হত্যা : ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে শুনানি ১৪ অক্টোবর

আবু সাঈদ হত্যা : ৩০ আসামির বিরুদ্ধে অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

শেখ হাসিনার মামলায় মূল তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ আজ

হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

শেখ হাসিনার সঙ্গে তাপস-ইনু-কামালের ফোনালাপ শুনলেন ট্রাইব্যুনাল

বিসিবি সভাপ‌তির চি‌ঠির কার্যকারিতা স্থগিত, নির্বাচনে বাধা নেই

শেখ হাসিনার বিরুদ্ধে ২০তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

বিচারের মধ্য দিয়েই আওয়ামী লীগের ফয়সালা করতে হবে : ট্রাইব্যুনালে নাহিদ

৫ আগস্ট পদত্যাগ করেননি শেখ হাসিনা, দাবি স্টেট ডিফেন্সের