দাদাগিরি’র সঞ্চালনায় অঙ্কুশ
সৌভাগ্য যেন পিছু ধরেছে অঙ্কুশ হাজরার! পূজায় সিনেমা মুক্তির পাশাপাশি একের পর এক নতুন সিনেমায় কাজ করছেন তিনি। আবার টেলিভিশনের প্রথম সঞ্চালনাতেই মাতিয়ে দিয়েছেন জি বাংলার ‘ডান্স বাংলা ডান্স’ নাচের অনুষ্ঠান। এবার সব কিছুকে ছাপিয়ে দিয়েছে জি ফাইভ থেকে পোস্ট হওয়া মজার ছোট্ট একটি ভিডিও। যেখানে দেখা যায় সৌরভ গাঙ্গুলীর পরিবর্তে দাদাগিরি’র সঞ্চালনা করছেন অঙ্কুশ।
ভিডিওতে দেখা যায় অঙ্কুশ অনায়াসে সৌরভের সংলাপ বলে যাচ্ছেন। তার এমন সঞ্চালনা দেখে রিতিমত চোখ ছানাবাড়া হতে দেখা যায় অনুষ্ঠানে অংশগ্রহকারী পরমব্রত চট্টোপাধ্যায় ও অনির্বাণ চক্রবর্তীকে।
ভিডিওতে একটু পরেই দেখা যায়, আচমকাই অঙ্কুশের পিঠে আলতো হাত রেখে হাসিমুখে এসে দাঁড়িয়েছেন সঞ্চালক সৌরভ। আর বলেন, ‘‘অঙ্কুশ আমার ছোট ভাইয়ের মতোই। সে দাদাগিরি’কে আজ নতুন মাত্রায় পৌঁছে দেবে।’’
আর তখনই ফাঁস হয় ভিডিওর আসল রহস্য। অঙ্কুশ জোড়হাতে সৌরভকে বলছেন, ‘‘দাদা তুমি অলরাউন্ডার এবং সেরা সঞ্চালক। যদি কোনও দিন ‘ভাইগিরি’ বলে কোনও অনুষ্ঠান হয়, আমি চেষ্টা করব। ‘দাদাগিরি’ তোমার।’’
আর ততক্ষণে সৌরভ-অঙ্কুশের কথোপকথন আর রসিকতায় জমে গিয়েছিল দাদাগিরি’র অনুষ্ঠান। সবাই এক বাক্যে অঙ্কুশের বলা কথার পুনরাবৃত্তি করে বলেছেন, ‘খাটি কথা, দাদাগিরি দাদারই।’
সূত্র : আনন্দবাজার
প্রীতি / প্রীতি
শুভর নতুন গানের মডেল লিমা
‘ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে আজ নায়ক হয়েছি’
নেহা কক্করের নাম করে লাখ টাকার প্রতারণা
জন্মদিনের আবহে মুগ্ধতা ছড়ালেন মিম
প্রযোজনা সংস্থার অফিসে ভয়ংকর অভিজ্ঞতার বর্ণনা দিলেন অভিনেত্রী
‘এমনভাবে আঘাত করেছিল যা ভাষায় প্রকাশ করতে পারব না’
‘নায়িকারা রাজনীতিতে আসে পরিচিতির জন্য, আমি সেই ধারণা ভেঙেছি’
শরীর নিয়ে আপত্তিকর মন্তব্য, অনুষ্ঠানেই প্রতিবাদ জানালেন অভিনেত্রী
বলিউডের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে শাহরুখের ‘কিং’
লিভারের একাংশ কেটে বাদ, বাঁচার লড়াইয়ে দীপিকা
বয়সে বড় পুরুষদের প্রতিই কেন আকৃষ্ট সিডনি সুইনি?
‘কলেজের মেয়েরা প্রতি সপ্তাহেই প্রেমিক বদলায়’