শেষ হচ্ছে দোয়েলের অপেক্ষা
মডেল ও অভিনেত্রী দিলরুবা দোয়েল, শোবিজ অঙ্গনে ‘দোয়েল ম্যাশ’ নামে পরিচিত। তার অভিনীত প্রথম চলচ্চিত্র নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর ‘আলফা’। তার দ্বিতীয় চলচ্চিত্র ‘চন্দ্রাবতী কথা’ মুক্তি পাচ্ছে আগামী ১৫ অক্টোবর। এন রাশেদ চৌধুরী পরিচালিত এই সিনেমা দীর্ঘদিন অপেক্ষার পর কর্তন ছাড়াই সেন্সর ছাড়পত্র পেয়েছে।
গতকাল সিনেমাটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল বলেন, ‘চন্দ্রাবতী কথার প্রিমিয়ার শো দেখলাম। বাংলাদেশে বসে পিরিয়ডিক্যাল ছবি বানানো কঠিন। সেই হিসেবে পরিচালক এবং পুরো টিমকে সাধুবাদ জানাতেই হয়। অভিনয়শিল্পীরা সবাই পরিচিত, সবাই দক্ষ অভিনেতা। সকলেই তার সর্বোচ্চটা দিয়ে কাজ করেছেন। আমার জন্য বাড়তি ভালো লাগার কারণ এই সিনেমার নায়ক ইমতিয়াজ বর্ষণ। ‘ঊনপঞ্চাশ বাতাস’র পর বিরতী না দিয়ে ওর অভিনীত দ্বিতীয় সিনেমা মুক্তি পেতে যাচ্ছে- এটা আনন্দের। শিল্পীদের সবাই খুব ভালো অভিনয় করেছেন।’
অসম্ভব প্রতিভাবান ও সংগ্রামী নারী চন্দ্রাবতীর জীবনের একটি গল্প। চন্দ্রাবতীর জীবনী দেখানোর সঙ্গে সঙ্গে সিনেমায় ওই সময়ের সামাজিক বিভিন্ন প্রেক্ষাপট, ঘটনা এবং পারফরম্যান্স, স্টাইল উঠে এসেছে বলে জানিয়েছেন নির্মাতা।
এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দিলরুবা দোয়েল এবং চন্দ্রাবতীর প্রেমিক জয়ানন্দের চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ। এ ছাড়া আরও অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, মিতা রহমান, গাজী রাকায়েত, আরমান পারভেজ মুরাদ, নওশাবা আহমেদ, জয়িতা মহলানবিশ প্রমুখ।
জাজ মাল্টিমিডিয়ার পরিবেশনায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
প্রীতি / প্রীতি
শুভর নতুন গানের মডেল লিমা
‘ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে আজ নায়ক হয়েছি’
নেহা কক্করের নাম করে লাখ টাকার প্রতারণা
জন্মদিনের আবহে মুগ্ধতা ছড়ালেন মিম
প্রযোজনা সংস্থার অফিসে ভয়ংকর অভিজ্ঞতার বর্ণনা দিলেন অভিনেত্রী
‘এমনভাবে আঘাত করেছিল যা ভাষায় প্রকাশ করতে পারব না’
‘নায়িকারা রাজনীতিতে আসে পরিচিতির জন্য, আমি সেই ধারণা ভেঙেছি’
শরীর নিয়ে আপত্তিকর মন্তব্য, অনুষ্ঠানেই প্রতিবাদ জানালেন অভিনেত্রী
বলিউডের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে শাহরুখের ‘কিং’
লিভারের একাংশ কেটে বাদ, বাঁচার লড়াইয়ে দীপিকা
বয়সে বড় পুরুষদের প্রতিই কেন আকৃষ্ট সিডনি সুইনি?
‘কলেজের মেয়েরা প্রতি সপ্তাহেই প্রেমিক বদলায়’