হেফাজতের নতুন কমিটি ঘোষণা আজ
আলোচিত-সমালোচিত কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি ঘোষণা হচ্ছে আজ। তবে ঘোষিত এ কমিটি হবে আংশিক। পরবর্তীতে এতে আরও সংযোজন হবে।
সোমবার সকাল ১১টায় খিলগাঁও মাখজানুল উলুম মাদ্রাসায় সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এ কমিটি ঘোষণা করা হবে। এর আগে, রোববার কমিটি ঘোষণার এ বিষয়টি নিশ্চিত করেন হেফাজত ইসলামের বিলুপ্ত কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মীর ইদরিস।
জানা গেছে, নতুন কমিটিতে রাজনৈতিক পরিচয়ধারী নেতাদের বাদ দেয়া হয়েছে বলে। মাওলানা জুনায়েদ বাবুনগরীকে আমির ও মাওলানা নুরুল ইসলাম জিহাদিকে মহাসচিব করে ৩৮ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা হতে পারে।
এতে নায়েবে আমিরের পদে মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, মাওলানা আবদুল হক মোমেনশাহী, মাওলানা সালাহ উদ্দিন নানুপুরী, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী (দেওনার পীর), মাওলানা মুহিবুল হক (গাছবাড়ি, সিলেট), মাওলানা ইয়াহইয়া (হাটহাজারী মাদরাসা), মাওলানা আব্দুল কুদ্দুস (ফরিদাবাদ মাদরাসা), মাওলানা তাজুল ইসলাম (পীর সাহেব, ফিরোজ শাহ), মাওলানা ওবায়দুর রহমান মাহবুব (চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মেয়র প্রার্থী, বরিশাল), মুফতি জসিম উদ্দিন (হাটহাজারী) এবং মুহাম্মদ আইয়ূব বাবুনগরীর নাম রয়েছে বলেও জানা গেছে।
এছাড়া যুগ্ম মহাসচিব পদে রয়েছেন- মাওলানা সাজেদুর রহমান (ব্রাহ্মণবাড়িয়া), মাওলানা আবদুল আউয়াল (নারায়ণগঞ্জ), মাওলানা আরশাদ রহমানী (বসুন্ধরা, ঢাকা), মাওলানা লোকমান হাকিম (চট্টগ্রাম) এবং মাওলানা আনোয়ারুল করীম (যশোর)। সহকারী মহাসচিব পদে আবু তাহের নদভী (পটিয়া) ও মাওলানা মো. ইউসুফকে (প্রয়াত আমির আহমদ শফীর বড় ছেলে) রাখা হয়েছে।
সাংগঠনিক সম্পাদক পদে মাওলানা মীর ইদরিস (চট্টগ্রাম), সহকারী সাংগঠনিক সম্পাদক পদে মাওলানা মাসুদুল করিম (টঙ্গী গাজীপুর) ও শামসুল ইসলাম জিলানীর (কুমিল্লা) নাম শোনা যাচ্ছে।
কমিটিতে মামুনুল হক, আজিজুল হক ইসলামবাদীসহ বিতর্কিত নেতারা বাদ পড়তে যাচ্ছেন বলে জানা গেছে। এছাড়া প্রয়াত আল্লামা আহমদ শফীর ছোট ছেলে আনাস মাদানীকেও কমিটিতে রাখা হয়নি বলে শোনা যাচ্ছে।
গত বছরের ১৫ নভেম্বর জুনায়েদ বাবুনগরীকে আমির করে ১৫১ সদস্য বিশিষ্ট হেফাজতের কমিটি ঘোষণা করা হয়। সেখানে হেফাজতের প্রতিষ্ঠাতা আমির আহমদ শফীর ছেলে আনাস মাদানীসহ শফী অনুসারী কাউকে রাখা হয়নি।
প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ আগমনকে কেন্দ্র করে গত মার্চের ২৫, ২৬ ও ২৭ তারিখ দেশজুড়ে যে সহিংস ঘটনা ঘটেছে, অন্তত ১৭ জন মানুষের প্রাণহানি হয়। এসব নাশকতার পেছনে জড়িত থাকার অভিযোগে অন্তত এক ডজন হেফাজত নেতা গ্রেফতার রয়েছেন।
প্রীতি / প্রীতি
৭১ আমাদের জন্মের ঠিকানা : মির্জা ফখরুল
ইসির প্রতীকের তালিকায় যুক্ত ‘শাপলা কলি’
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সুপারিশ একপেশে : মির্জা ফখরুল
কর্মক্ষেত্রে ডে-কেয়ার সেন্টার স্থাপনে তারেক রহমানের মহাপরিকল্পনা
নভেম্বরে গণভোটের দাবিতে নির্বাচন ভবনের সামনে জামায়াতসহ ৮ দলের সমাবেশ
রেফারি হয়েও গোল দিল জাতীয় ঐকমত্য কমিশন, অভিযোগ সালাহউদ্দিনের
নির্বাচনের প্রতিশ্রুতি ভঙ্গ হলে দায় প্রধান উপদেষ্টারই: ফখরুল
কোনো কারণে নির্বাচন যথাসময়ে নাও হতে পারে, তবে জুলাই সনদ হতে হবে : তাহের
ঐকমত্য কমিশন নিয়ে যে অভিযোগ সালাহউদ্দিনের
বিএনপির অবস্থান পরিবর্তন হয়নি, গণভোট ও নির্বাচন হতে হবে একই দিনে: আমীর খসরু
বিএনপির প্রস্তাবের কড়া সমালোচনা জামায়াতের
আইন উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন সালাহউদ্দিন