ঢাকা রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

ঢাকার ৮ কেন্দ্রে স্কুল শিক্ষার্থীদের টিকা প্রয়োগ শুরু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-১১-২০২১ দুপুর ১১:৫০

করোনার সংক্রমণ রোধে রাজধানীর আটটি কেন্দ্রে ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুলগামী শিশুদের টিকা প্রয়োগ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল (১ নভেম্বর) মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হলেও আজ থেকে টিকা পাবে ঢাকার শিশুরা। মঙ্গলবার (২ নভেম্বর) সকালে স্বাস্থ্য অধিপ্তরের লাইন ডিরেক্টর ও টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল ঢাকার একটি কেন্দ্রে স্কুলগামী শিক্ষার্থীদের টিকা কার্যক্রমের উদ্বোধন হলেও আজ থেকে ৮টি কেন্দ্রে টিকা দেওয়া শুরু হয়েছে। সকাল ৯টা থেকে এই কার্যক্রম শুরু হয়েছে, চলবে বিকেল ৩টা পর্যন্ত।

সকালে রাজধানীর হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুলে দেখা যায়, টিকা নিতে ইচ্ছুক শিক্ষার্থীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকার জন্য অপেক্ষা করছে। ছেলে ও মেয়েদের জন্য করা হয়েছে আলাদা লাইন।

স্কলাসটিকা স্কুলে দেখা গেছে, ছেলে-মেয়ে সবাই স্কুল প্রাঙ্গণে সারি সারি চেয়ারে বসে টিকার জন্য অপেক্ষা করছে। শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, প্রথমে কিছুটা উদ্বেগ উৎকণ্ঠা কাজ করলেও টিকা নেওয়ার পর আনন্দ বিরাজ করছে। করোনার দুশ্চিন্তার কিছুটা হলেও অবসান হয়েছে।

এর আগে গতকাল শিক্ষার্থীদের টিকা প্রয়োগে রাজধানীর আটটি কেন্দ্র ও সারাদেশে আপাতত ২১ জেলা নির্ধারণ করা হয়েছে। আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে, আশা করি কোনো সমস্যা হবে না। কেউ অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থাও আছে।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, ঢাকায় প্রাথমিক পর্যায়ে ৮টি স্কুলে টিকা দেওয়া শুরু করেছি। প্রতিদিন বিভিন্ন কেন্দ্র থেকে পাঁচ হাজার করে ৪০ হাজার টিকা দেয়া হবে। তিনি বলেন, ১২ বছরের নীচে এখনই টিকা নয়। ড্রপ আউট হোক আর যেই হোক সবার টিকা প্রয়োজন, ব্যবস্থা করা হবে।

রাজধানীর যে শিক্ষাপ্রতিষ্ঠানে টিকা দেয়া হবে সেগুলো হলো- হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুল, সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, চিটাগং গ্রামার স্কুল, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর কমার্স কলেজ, কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজ, সাউথ ব্রিজ স্কুল এবং স্কলাসটিকা স্কুল।

জামান / জামান

গণভোটের পক্ষে একমত সব রাজনৈতিক দল : আলী রীয়াজ

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক গ্রেপ্তার

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২

‘অসুরের মুখে দাড়ি’ চক্রান্তের পেছনে ফ্যাসিস্ট-এর দোসরদের মদদ রয়েছে

একাধিক বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে প্রস্তাব দেবে কমিশন : আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদন শিগগিরই

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনা শুরু

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

বিশ্ব শিক্ষক দিবস আজ

বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে বেশ গুরুত্ব দেয় চীন : শি জিনপিং

এখন ৯টি নৌযান একসঙ্গে গাজা অভিমুখে এগিয়ে যাচ্ছে : শহিদুল আলম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা

পূজার ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ, চেনা রূপ পাচ্ছে রাজধানী