ঢাকা সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

টিকিট না পেয়ে বিপাকে যাত্রীরা

কমলাপুর রেলস্টেশনে উপচেপড়া ভিড়


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-১১-২০২১ রাত ৮:৬

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পরিবহন মালিক-শ্রমিকদের ধর্মঘটের কারণে সারাদেশে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। বিকল্প পথ হিসেবে জরুরি প্রয়োজনে ঢাকার বাইরে যেতে অনেকে কমলাপুর রেলস্টেশনে ভিড় করছেন। কেউ আবার রাজধানীতে কাজে এসে আটকা পড়েছেন। নিরুপায় হয়ে ট্রেনে যাবেন ভেবেই স্টেশনে আসেন। সব মিলিয়ে শুক্রবার (৫ নভেম্বর) সকাল থেকেই রাজধানীর কমলাপুর রেলস্টেশনে বেড়ে যায় যাত্রীদের চাপ।

শুক্রবারে (৫ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের বাণিজ্য বিভাগের ভর্তি পরীক্ষা এবং সরকারি ২৬টি প্রতিষ্ঠানের চাকরি পরীক্ষা থাকায় ঢাকার বাইরে থেকে অনেক পরীক্ষার্থী রাজধানীতে আসেন। পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার সময় তারা বিপাকে পড়েন। বাস না চলায় স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও অনেকে ট্রেনের টিকিট পাননি। এতে সাধারণ যাত্রীর পাশাপাশি বেশি বিপাকে পড়েন পরীক্ষার্থীরা। বাড়ি ফিরবেন কিন্তু টিকেট পাচ্ছেন না।

ভৈরব থেকে চাকরির পরীক্ষা দিতে আসা ‍একজন বলেন, বৃহস্পতিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় ঢাকায় এসে এক বন্ধুর মেসে ছিলাম। আজ চাকরি পরীক্ষা দিয়ে বাড়ি যাব ভেবেছিলাম। কিন্তু বাস চলছে না। দুপুর ১টার দিকে স্টেশনে এসেও বিকেল ৪টা পর্যন্ত ট্রেনের টিকেট পাইনি। দীর্ঘ লাইন, লাইনে থেকেই একটি ট্রেন মিস করলাম। জানি না আজ বাড়ি যেতে পারব কি-না।

জরুরি প্রয়োজনে জামালপুর যাবেন মোবারক হোসেন। টিকেটের লাইনে দাঁড়িয়েও তিনি ভিড়ের কারণে টিকেট পাননি। বাধ্য হয়ে বিকেল সাড়ে ৪টার দিকে বাসার দিকে হাঁটা দেন।

এদিকে যারা টিকিট পাচ্ছিলেন তাদের বেশ উচ্ছ্বসিত হতে দেখা গেছে। তেমনি একজন রাজশাহীর খোকন। এই শিক্ষার্থী জানান, অনেক কষ্টে তিনি এবং তার বন্ধুর জন্য দুটি টিকেটের ব্যবস্থা করতে পেরেছেন।

শত শত যাত্রী লাইনে দাঁড়িয়েও টিকিট পাননি। কেউ হতাশ হয়ে বাসায় ফিরে গেছেন। বেশি সমস্যায় পড়েছেন শিক্ষার্থীরা। ছুটির দিন থাকা সত্ত্বেও বিভিন্ন চাকরির পরীক্ষা থাকায় রাজধানীর বাইরে থেকে অনেক শিক্ষার্থী ঢাকায় আসেন। কিন্তু ধর্মঘট ডাকায় এখন ফেরার পথে পড়েছেন ভোগান্তিতে। এছাড়া করোনা মহামারীতে স্বাস্থ্যবিধির কারণে দাঁড়িয়ে যাওয়া যাত্রীদের টিকিট দেয়া হয় না। এসব যাত্রীর বেশিরভাগই বাসে যেতেন। কিন্তু বাস চলাচল বন্ধ থাকায় তারাও রেলস্টেশনে এসেছিলেন টিকিটের জন্য। তাই ছুটির দিনেও বাড়তি চাপ তৈরি হয় বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

জামান / জামান

গণভোটের পক্ষে একমত সব রাজনৈতিক দল : আলী রীয়াজ

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক গ্রেপ্তার

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২

‘অসুরের মুখে দাড়ি’ চক্রান্তের পেছনে ফ্যাসিস্ট-এর দোসরদের মদদ রয়েছে

একাধিক বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে প্রস্তাব দেবে কমিশন : আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদন শিগগিরই

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনা শুরু

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

বিশ্ব শিক্ষক দিবস আজ

বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে বেশ গুরুত্ব দেয় চীন : শি জিনপিং

এখন ৯টি নৌযান একসঙ্গে গাজা অভিমুখে এগিয়ে যাচ্ছে : শহিদুল আলম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা

পূজার ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ, চেনা রূপ পাচ্ছে রাজধানী