বিএনপি নির্বাচনে না এসে গণতন্ত্রকে হত্যা করেছে : খাদ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বিএনপি নির্বাচনে না এসে গণতন্ত্রকে হত্যা করেছে। তাদেরই আগে গণতন্ত্র হত্যার দায়ে বিচার করতে হবে। তারা নিজেরাই গণতন্ত্রকে বিশ্বাস করে না। তারা হেরে যাওয়ার ভয়ে নির্বাচনে আসতে পারে না। নির্বাচনে অংশগ্রহণ করে দেখুন কয়টা লোক খুঁজে পান। রোববার (৭ নভেম্বর) দুপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলা পরিষদ অডিটরিয়ামে যৌথ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে নৌকার হয়ে কাজ করতে হবে। নৌকার কোন বিকল্প নাই। যদি কেউ বিদ্রোহী প্রার্থী হন তাহলে আপনারা দলীয় নেতাকর্মীরা তার উচিত শিক্ষা দেবেন দলীয় অবস্থান থেকে।
খাদ্যমন্ত্রী বলেন, নৌকা প্রতীক দেওয়ার ক্ষমতা আমার নেই। একমাত্র বঙ্গবন্ধু কন্যা আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনাই দিতে পারে। আমরা একমাত্র শেখ হাসিনার নেতৃত্বকে বিশ্বাস করি। তাঁর আদর্শকে লালন করি। তাই দলীয় শৃংখলা যাতে নষ্ট না হয় সবাইকে সেদিকে দৃষ্টি দিতে হবে।
তিনি আরো বলেন, যে সমস্ত ওয়ার্ড কমিটি সম্পন্ন হয়নি সেগুলোকে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে শেষ করতে হবে। কমিটি সম্পন্ন না হওয়া পর্যন্ত জেলা সম্মেলন করা সম্ভব না।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- নওগাঁ জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য আবেদ হোসেন মিলন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, বাবু ঈশ্বর চন্দ্র বর্মন, সাবেক সিনিয়র সহ-সভাপতি খালেকুজ্জামান তোতা।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লবের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- হাজিনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুরঞ্জন বিজয়পুরী, চন্দননগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোকসেদ আলী, ভাবিচা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও অত্র ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব ওবাইদুল হক, নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও অত্র ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈম, রসুলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম, পাড়ইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও অত্র ইউপি চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দা, শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ জিএম, বাহাদুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র প্রামানিক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোতালেব হোসেন বাবর, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক কমিটির আহবায়ক হুমায়ন কবির।
আরো উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, আইয়ুব হোসাইন মন্ডল, আঃ রহমান, আব্দুস সামাদ, নূরুল ইসলাম, সরকার কামাল উদ্দিন, উপজেলা, ভাবিচা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উৎপল কান্ত সরকার পিন্টু স্বেচ্ছাসেকলীগের যুগ্ন আহবায়ক শাহজামাল, উপজেলা কৃষকলীগের আহবায়ক অবিনাষ মহন্ত। এছাড়া সভায় আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের প্রত্যেক ইউনিয়ন, ওয়ার্ড কমিটির সভাপতি-সম্পাদকসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জামান / জামান
খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময় : মির্জা ফখরুল
ক্ষমতায় এলে বিএনপিসহ সবাইকে নিয়েই দেশ পরিচালনা করবো : জামায়াত আমির
সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া
অনির্বাচিত সরকারের বন্দর বা এলডিসি বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই
বিভক্তির কারণে সাংবাদিকরা নিজেরাই রাজনীতিকদের পকেটে ঢুকে যান
তরুণ থেকে বুড়ো, সবার ভিড় এনসিপির সাক্ষাৎকারে
নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড দেখতে পাচ্ছি না : নাহিদ ইসলাম
ক্ষমতায় গেলে পিআর বাস্তবায়ন করবো : জামায়াত আমির
গণভোটের ‘হ্যাঁ’ বা ‘না’ মানুষ বুঝতে পারছে না : মির্জা ফখরুল
সেনানিবাসে খালেদা জিয়া, প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত আলাপ
গণতন্ত্র বজায় রাখতে তত্ত্বাবধায়ক পুনর্বহালের রায় ইতিবাচক : রিজভী
একদিকে রায় অন্যদিকে মবক্রেসি, কীসের আলামত জানি না: মির্জা ফখরুল