ঢাকা সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

২৬ দিন চিকিৎসা শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-১১-২০২১ বিকাল ৭:১০

টানা ২৬ দিন হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রোববার (৭ নভেম্বর) সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে গাড়িযোগে গুলশানের বাসভবন ফিরোজায় আসেন সাবেক এই প্রধানমন্ত্রী। এর আগে বিকেল ৫টার দিকে সব প্রক্রিয়া সম্পন্ন করে হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্যে রওনা হন তিনি। খালেদা জিয়াকে বহনকারী গাড়ির আগে-পিছে দলীয় নেতাকর্মীরা স্লোগান ও প্রটোকল দিয়ে হাসপাতালে থেকে তাকে বাসা পর্যন্ত নিয়ে আসেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে বলেন, ম্যাডাম (খালেদা জিয়া) সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে বাসায় পৌঁছেছেন। মিডিয়া উইংয়ের আরেক সদস্য শামসুদ্দিন দিদার বলেন, ম্যাডামকে (খালেদা জিয়া) বহনকারী গাড়িটি খিলক্ষেত জোয়ার সাহারা রেলগেটে সিগন্যালে পড়ে। ওই সময় তার গাড়ি দেখে এগিয়ে আসে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধ ও একটি মেয়ে শিশু। তারা হাত তুলে সালাম দিলে খালেদা জিয়া হাত উঁচিয়ে সালামের জবাব দেন। 

এর আগে খালেদা জিয়াকে বাসায় আনতে হাসপাতালে যান প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান। 

গত ১২ অক্টোবর খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তখন তার ব্যক্তিগত চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়, খালেদা জিয়া কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন। জ্বর সেরে গেলেও শারীরিক দুর্বলতাসহ স্বাস্থ্যগত নানা জটিলতা দেখা দেয়ায় স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। কিছু পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

গত ২৫ অক্টোবর খালেদা জিয়ার শরীর থেকে নেয়া টিস্যুর বায়োপসি করা হয়। এ পরীক্ষার পর তার চিকিৎসকরা জানান, খালেদা জিয়া সুস্থ হয়ে উঠছেন। বায়োপসিসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসকরা তার চিকিৎসা দিচ্ছেন।

জামান / জামান

রাষ্ট্র কোনো ছেলে খেলা নয় : সালাহউদ্দিন

নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীরা জনগণের কাছে ধরা পড়বে : রিজভী

সাংবাদিকদের লাঞ্ছিতের অভিযোগ, এনসিপির সংবাদ সম্মেলন বয়কট

দেশি-বিদেশি ষড়যন্ত্র তীব্রভাবে ক্রিয়াশীল হচ্ছে : রিজভী

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আর কোনও সংশয় নেই

নিবন্ধন পেল লেবার পার্টি, প্রতীক আনারস

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে আরেকটি ফ্যাসিস্ট সরকার তৈরি হতে পারে

চাপে এনসিপিকে শাপলা প্রতীক দিতে সাহস পাচ্ছে না নির্বাচন কমিশন

আগামী নির্বাচনে বিএনপিই রাষ্ট্রক্ষমতায় যাবে : আমান উল্লাহ আমান

কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান

কয়েক সপ্তাহের মধ্যে তারেক রহমান দেশে ফিরবেন: ডা. জাহিদ

মির্জা ফখরুল বিদেশি কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দেননি : বিএনপি

তরুণদের উদ্বুদ্ধ করে রাজপথে নামিয়েছিলেন তারেক রহমান : রিজভী