দিল্লি-মুম্বাই থেকে কলকাতায় বিমান চলাচলে কড়াকড়ি কমলো
করোনা সংক্রমণ মোকাবিলায় দিল্লি ও মুম্বাই থেকে কলকাতায় চলাচলকারী বিমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যে কড়াকড়ি আরোপ করেছিল তাতে কিছুটা শিথিলতা আনা হয়েছে। আগের সিদ্ধান্ত পরিবর্তন করে জানানো হয়েছে, দুদিন নয়, সপ্তাহে তিনদিন দিল্লি ও মুম্বাই থেকে কলকাতায় বিমান ওঠানামা করতে পারবে।
ভারতের কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের সচিবকে এ সংক্রান্ত এক চিঠিতে সিদ্ধান্ত পরিবর্তনের কথা জানিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব বিপি গোপালিকা। বুধবার (৫ জানুয়ারি) থেকেই এ নতুন নির্দেশিকা কার্যকর হবে বলেও জানান তিনি।
নির্দেশিকা অনুযায়ী, প্রতি সপ্তাহের সোম, বুধ ও শুক্রবার দিল্লি ও মুম্বাই থেকে কলকাতায় বিমান ওঠানামা করতে পারবে।
রাজ্যে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির প্রেক্ষিতে দিল্লি ও মুম্বাই থেকে কলকাতায় বিমান চলাচলে গত রোববার (২ জানুয়ারি) সচিবালয়ে বিধিনিষেধ জারি করেছিল রাজ্য সরকার।
ওইদিন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী করোনা মোকাবিলায় পশ্চিমবঙ্গে নতুন করে কঠোর বিধিনিষেধ জারির ঘোষণা দেন।
তিনি জানিয়েছিলেন, সোমবার (৩ জানুয়ারি) থেকে কলকাতা বিমানবন্দরে মুম্বাই ও দিল্লি থেকে সপ্তাহে দুটি ফ্লাইট ওঠানামা করতে পারবে। তবে এ ঘোষণার পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যেই সিদ্ধান্তে বদল আনলো রাজ্য সরকার।
এদিকে রাজ্য সরকারের নতুন বিধিনিষেধ অনুযায়ী, সোমবার (৩ জানুয়ারি) থেকে রাজ্যের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। বিধিনিষেধ চলাকালে রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরি পণ্যবাহী যান ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে পারবে না। সরকারি-বেসরকারি অফিসের কার্যক্রম চলবে ৫০ শতাংশ কর্মী নিয়ে।
একইসঙ্গে স্পা, বার রাত ১০টার পর বন্ধ থাকবে। সুইমিং পুল, জিম, বিউটিপার্লার, সেলুন, বিনোদন পার্ক, চিড়িয়াখানা ও দর্শনীয় স্থানসমূহও নিষেধাজ্ঞার আওতায় থাকবে। শ্মশানে মরদেহের শেষকৃত্যে ২০ জনের বেশি ভিড় করা যাবে না। ৩ জানুয়ারি থেকে যুক্তরাজ্যের কোনো বিমান কলকাতা শহরে অবতরণ করতে পারবে না।
এছাড়াও রাত ১০টার পর সিনেমা হল বন্ধ থাকবে, বিয়েসহ যে কোনো সামাজিক অনুষ্ঠানে ৫০ জনের বেশি মানুষ উপস্থিত থাকতে পারবে না, বিদেশ থেকে আসা যাত্রীদের আরটিপিসিআর পরীক্ষা করাতে হবে, কোনো রাজনৈতিক বা ধর্মীয় সভায় ২০০ জনের বেশি জমায়েত করা যাবে না।
বিধিনিষেধ আরোপ করা হয় রাজ্যের লোকাল ট্রেনের ক্ষেত্রেও। ৩ জানুয়ারি থেকে রাতে বন্ধ থাকবে লোকাল ট্রেন। বলা হয়েছে ৫০ শতাংশ যাত্রী নিয়ে দিনে চলবে লোকাল ট্রেন। তবে চালু থাকবে দূরপাল্লার ট্রেন।
সম্প্রতি পশ্চিমবঙ্গে করোনার সংক্রমণ ব্যাপকভাবে বেড়েছে। রাজ্যে দৈনিক সংক্রমণের হার এরইমধ্যে ১২ শতাংশ ছাড়িয়েছে।
শাফিন / শাফিন
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ, ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা
১৫ বছর পর বিশ্বের বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ফের চালু করছে জাপান
ভেনেজুয়েলার আরও এক ট্যাংকার জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র
বিশ্বের দীর্ঘতম রাস্তা : ৩০ হাজার কিলোমিটার পথ, নেই কোনো ইউ-টার্ন!
গাজার ধ্বংসস্তূপ থেকে এক দিনে ৯৪ জনের দেহাবশেষ উদ্ধার
ইউক্রেনের বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৭
পর্তুগালে নাগরিকত্ব আইনের কিছু ধারা আটকে দিল আদালত
যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনা, ক্রীড়া তারকাসহ নিহত ৭
সৌদিআরবে বাংলাদেশ কনস্যুলেটে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৫ পালন
ট্রাম্পের মন্তব্যের পর পদত্যাগের ঘোষণা দিলেন এফবিআই উপপ্রধান
মেড ইন সৌদি ২০২৫ এক্সপোতে সৌদি–বাংলাদেশ বাণিজ্যে নতুন অধ্যায়
২০২৫ সালে ৫,০০০০০ সেনা হারিয়েছে ইউক্রেন : রাশিয়া