পাঁচবিবিতে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

পঞ্চম ধাপে ইউপি নির্বাচনে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মা-রসুলপুর হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের একটি কক্ষে ভোট চলাকালে নৌকা মার্কার ভোট দেখে নিতে বাধা দেয়ায় ফেরদৌস আরা লিপি নামে এক সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। আজ বুধবার (৫ জানুয়ারি) আয়মা-রসুলপুর ইউনিয়নে ভোট চলাকালে বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ফেরদৌস আরা লিপি জানান, আয়মা-রসুলপুর ইউপি নির্বাচনে তিনি হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে নিয়োজিত ছিলেন। ভোটকেন্দ্রে ভোটারদের ব্যালট খুলে দেখে নেয়ার সময় তিনি এক ব্যক্তিকে বাধা দেন। পরে তিনি জেনেছেন ওই ব্যক্তি নৌকার এজেন্ট। কিছুক্ষণ পর একজন অন্ধ ব্যক্তি ওই কক্ষে ভোট দিতে এলে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে তাকে ভোট প্রদানে সহযোগিতা করেন। এ সময় বাধা দেয়া ওই ব্যক্তি স্বতন্ত্র প্রার্থীর পক্ষে সিল মারার অভিযোগ তুলে অশ্লীল ভাষায় গালাগাল করেন। পরবর্তীতে নৌকার প্রার্থী জাহিদুল আলম বেনু অভিযোগ করার পর ওই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা নুরনবীর নির্দেশে ভোট চলাকালীন বেলা ১১টার দিকে তাকে প্রত্যাহার করা হয়।
আয়মা-রসুলপুর ইউনিয়নের নৌকা মার্কার প্রার্থী জেলা আ’লীগের সহ-সভাপতি জাহিদুল আলম বেনু বলেন, ফেরদৌস আরা লিপি প্রতিপক্ষের আনারস মার্কায় ভোট দিতে সহযোগিতা করছেন। প্রতিবাদ করায় তিনি আমার এজেন্টকে বের করে দিয়েছেন। এজন্য তাকে প্রত্যাহারের আবেদন করেছি।
ফেরদৌস আরা লিপি বলেন, আমি সরকারি কর্মকর্তা হিসেবে সরকারি আদেশ পালনকে নৌকার লোক আর কে আনারস মার্কার লোক আমি চিনি না। সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করার সময় এক নম্বর কক্ষে এক ব্যক্তি ব্যালট খুলে খুলে দেখার দৃশ্য দেখে আমি তাকে বাধা দিয়েছি। এটাই আমার অপরাধ। এই বলে তিনি কান্নায় ভেঙে পড়েন। তিনি পাঁচবিবির দিবাকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মশিউর রহমান বলেন, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ফেরদৌস আরা লিপির বিরুদ্ধে ভোট প্রদানে অক্ষম ভোটারদের হয়ে আনারস মার্কায় সিল মারার অভিযোগ করেন নৌকার প্রার্থী জাহিদুল আলম বেনু।
রিটার্নিং কর্মকর্তা নুরনবী বলেন, প্রিসাইডিং কর্মকর্তার মাধ্যমে অভিযোগ পেয়ে ফেরদৌস আরা লিপিকে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
শাফিন / জামান

নতুন জনপ্রশাসন সচিব এহছানুল হক

আজ থেকে শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচি, আসতে পারে কর্মবিরতির ঘোষণা

পরিবেশ ও মানবাধিকার রক্ষাকারীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান

ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে কাল রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা

ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা কর্মকর্তাদের মধ্যে ১৫ জন সেনা হেফাজতে

ঢাকাসহ ৬ বিভাগে ভারি বর্ষণের আভাস

মানবাধিকার রক্ষায় বিচার বিভাগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : রিজওয়ানা

আইনের শাসন কাকে বলে এবারের নির্বাচনে দেখাতে চাই : সিইসি

উপদেষ্টা হিসেবে আমাদের সেফ এক্সিটের দরকার নেই : আসিফ নজরুল

এলপিজি সিলিন্ডার ১ হাজার টাকার মধ্যে হওয়া উচিত : জ্বালানি উপদেষ্টা

একদিন বাকি, নিবন্ধন করেছেন মাত্র ১৫ শতাংশ হজযাত্রী

দেশের ৬৫ শতাংশ জ্বালানিই এখন আমদানি নির্ভর, হাঁটতে হবে বিকল্প পথে

সাবেক মেয়র তাপসের ব্যাংক হিসাব জব্দ
Link Copied