পাঁচবিবিতে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার
পঞ্চম ধাপে ইউপি নির্বাচনে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মা-রসুলপুর হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের একটি কক্ষে ভোট চলাকালে নৌকা মার্কার ভোট দেখে নিতে বাধা দেয়ায় ফেরদৌস আরা লিপি নামে এক সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। আজ বুধবার (৫ জানুয়ারি) আয়মা-রসুলপুর ইউনিয়নে ভোট চলাকালে বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ফেরদৌস আরা লিপি জানান, আয়মা-রসুলপুর ইউপি নির্বাচনে তিনি হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে নিয়োজিত ছিলেন। ভোটকেন্দ্রে ভোটারদের ব্যালট খুলে দেখে নেয়ার সময় তিনি এক ব্যক্তিকে বাধা দেন। পরে তিনি জেনেছেন ওই ব্যক্তি নৌকার এজেন্ট। কিছুক্ষণ পর একজন অন্ধ ব্যক্তি ওই কক্ষে ভোট দিতে এলে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে তাকে ভোট প্রদানে সহযোগিতা করেন। এ সময় বাধা দেয়া ওই ব্যক্তি স্বতন্ত্র প্রার্থীর পক্ষে সিল মারার অভিযোগ তুলে অশ্লীল ভাষায় গালাগাল করেন। পরবর্তীতে নৌকার প্রার্থী জাহিদুল আলম বেনু অভিযোগ করার পর ওই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা নুরনবীর নির্দেশে ভোট চলাকালীন বেলা ১১টার দিকে তাকে প্রত্যাহার করা হয়।
আয়মা-রসুলপুর ইউনিয়নের নৌকা মার্কার প্রার্থী জেলা আ’লীগের সহ-সভাপতি জাহিদুল আলম বেনু বলেন, ফেরদৌস আরা লিপি প্রতিপক্ষের আনারস মার্কায় ভোট দিতে সহযোগিতা করছেন। প্রতিবাদ করায় তিনি আমার এজেন্টকে বের করে দিয়েছেন। এজন্য তাকে প্রত্যাহারের আবেদন করেছি।
ফেরদৌস আরা লিপি বলেন, আমি সরকারি কর্মকর্তা হিসেবে সরকারি আদেশ পালনকে নৌকার লোক আর কে আনারস মার্কার লোক আমি চিনি না। সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করার সময় এক নম্বর কক্ষে এক ব্যক্তি ব্যালট খুলে খুলে দেখার দৃশ্য দেখে আমি তাকে বাধা দিয়েছি। এটাই আমার অপরাধ। এই বলে তিনি কান্নায় ভেঙে পড়েন। তিনি পাঁচবিবির দিবাকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মশিউর রহমান বলেন, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ফেরদৌস আরা লিপির বিরুদ্ধে ভোট প্রদানে অক্ষম ভোটারদের হয়ে আনারস মার্কায় সিল মারার অভিযোগ করেন নৌকার প্রার্থী জাহিদুল আলম বেনু।
রিটার্নিং কর্মকর্তা নুরনবী বলেন, প্রিসাইডিং কর্মকর্তার মাধ্যমে অভিযোগ পেয়ে ফেরদৌস আরা লিপিকে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
শাফিন / জামান
সবুজ প্রযুক্তি, পাট ও ওষুধ খাতে বিনিয়োগে আগ্রহী চীন
কামালকে দিয়েই শুরু হবে, এরপর একে একে
ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, দূষণে শীর্ষে দিল্লি
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৭
নির্বাচনি কার্যক্রমে ঢুকে যাওয়ার আগেই পদত্যাগের প্রস্তুতি নিচ্ছি
কৃষির আধুনিকায়নে আসছে ২৫ বছরের মহাপরিকল্পনা
১৩ ঘণ্টার ব্যবধানে ৩ বার কাঁপল দেশ
সরকারি সিদ্ধান্তে নাগরিক অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প
পুলিশের ১৩৬ পরিদর্শককে বদলি
১৫৮ ইউএনওকে বদলি
ভোলায় গ্যাসভিত্তিক বৃহৎ শিল্পাঞ্চল গড়ার পথে সরকার
এলজিইডির প্রধান প্রকৌশলী জাবেদ করিমের গ্রেড–৩ থেকে গ্রেড–২ এ পদোন্নতি
Link Copied