বোয়ালমারীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সহকারী শিক্ষকদের সংবাদ সম্মেলন

উপজেলা সদরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বোয়ালমারী জর্জ একাডেমি স্কুলের শিক্ষক রাজনীতি ও অভ্যন্তরীণ কোন্দল অবশেষে প্রকাশ্যে মাঠে গড়াল। প্রধান শিক্ষক কর্তৃক এক শিক্ষকের বিরুদ্ধে বেঞ্চ চুরির অভিযোগ এবং এর বিরুদ্ধে ১৪ শিক্ষকের সংবাদ সম্মেলনের মধ্যদিয়ে তাদের আন্তঃকলহের চিত্রটি নতুন আঙ্গিকে চিত্রায়িত হলো। রোববার (৩০ জানুয়ারি) বিকেলে স্কুল প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন শিক্ষকমণ্ডলী।
সহকারী প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে লিখিত বক্তব্যে অভিযুক্ত শিক্ষক মো. মহসীন আলম বলেন, আমার বিরুদ্ধে বেঞ্চ চুরির যে অভিযোগ আনা হয়েছে তা সর্বৈব মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট।স দ্য অনুষ্ঠিত স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনে আমি প্রধান শিক্ষক আ. আজিজ মোল্যার পক্ষে কাজ না করায় তিনি পরিকল্পিতভাবে আমার সম্মান ও ভাবমূর্তি নস্যাতে আমার বিরুদ্ধে বেঞ্চ চুরির কাল্পনিক গল্প ফেঁদে থানায় অভিযোগ দিয়েছেন। একাজ করে তিনি একজন শিক্ষক হিসেবে যেমন ভয়ংকর নোংরা মনের পরিচয় দিয়েছেন তেমনি একটা প্রতিষ্ঠান প্রধান হয়ে পরিচয় দিয়েছেন চরম অদূরদর্শিতা ও অবিমৃষ্যকারীতার।
মহসীন আলম আরো বলেন, প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে তার স্থলাভিষিক্ত সহকারী প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামের লিখিত অনুমতিতে এবং অন্যান্য শিক্ষকদের উপস্থিতিতে স্কুলের একটি পরিত্যক্ত বেঞ্চ আমি ধার হিসাবে গ্রহণ করি। স্কুলের তালাবদ্ধ গোডাউন থেকে বেঞ্চটি আমাকে সরবরাহ করেন একজন অফিস সহকারী। তাহলে এটা চুরি হলো কিভাবে? হতে পারে স্কুলের একটি ভাঙ্গা বেঞ্চ নিয়ে আমি অন্যায় করেছি, তাই বলে তো প্রধান শিক্ষক আমাকে চোরের অপবাদ দিতে পারেন না। উদ্দেশ্যমূলকভাবেই তিনি আমাকে হেয়প্রতিপন্ন করতে স্কুলে ফিরে এসে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে বেঞ্চ নেয়ার দৃশ্য দেখে আমাকে কৈফিয়ৎ তলব না করেই অন্যান্য শিক্ষক বা ম্যানেজিং কমিটিকে না জানিয়ে চুরির অভিযোগে থানায় দরখাস্ত দিয়েছেন। এটা খুবই দূঃখ জনক। এ ঘটনায় সমাজে আমার ব্যাপক সম্মানহানি ঘটেছে।
এর বিচারের ভার সাংবাদিকদের ওপর ছেড়ে দিয়ে মহসীন আলম আরো বলেন, আমার বাড়ি অন্য উপজেলায় হওয়ার কারণে প্রধান শিক্ষক আমাকে দুর্বল ভেবে সব সময় তার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন। কিন্তু আমি তার অবাধ্য হওয়ায় তিনি দীর্ঘদিন ধরেই আমাকে নানাভাবে হেনস্তা করে আসছেন। সম্প্রতি অনুষ্ঠিত জর্জ একাডেমি স্কুলের নির্বাচনে আমি প্রধান শিক্ষকের বিপরীত প্যানেলে অবস্থান নেই। এটাই আমার বড় অপরাধ।
সংবাদ সম্মেলনের সভাপতি বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো, সিরাজুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে প্রধান শিক্ষক প্রতিষ্ঠানের কারো সাথে কথা না বলে বিদ্যালয়ের একজন শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন-যা উদ্দেশ্য প্রণোদিত। ওই শিক্ষক তার ব্যক্তিগত প্রয়োজনে কয়েকদিনের জন্য স্কুলের একটি বেঞ্চ নিয়েছিলেন। বিষয়টি অনেক শিক্ষকই জানেন।এ
সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিদ্যালয়টির সহকারী শিক্ষক এস এম ইউনুস আলী, বিকাশ চন্দ্র বসু, মো. আনিচুজ্জামান, মো. দেলোয়ার হোসেন, কৃষ্ণ চন্দ্র সাহা, মাসুরা খাতুন, আমেনা পারভীন, রোমানা মিজুন, মাধবিকা বিশ্বাস, মো. বিল্লাল হোসেন, মো. সৈয়দ আলী, মো. মোহাসীন আলম। সংবাদ সম্মেলনের ব্যাপারে প্রধান শিক্ষকের মুঠোফোনে ফোন দেয়া হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
শাফিন / প্রীতি

ঐতিহাসিক চুক্তি কূটনৈতিক বিজয়

বিশ্বব্যাপী প্রতিযোগিতার অবস্থান ধরে রেখেছি : ড. খলিলুর রহমান

জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়নে আইনি ভিত্তি জরুরি : তাহের

কোনো দলের প্রতি সেনাবাহিনীর আলাদা নজর নেই : সেনা সদর

নির্বাচনের ঘোষণা কিছুদিনের মধ্যেই শুনবেন : আইন উপদেষ্টা

নির্বাচন নির্ধারিত সময়েই, একদিনও দেরি হবে না: প্রেস সচিব

জুলাই সনদ বাস্তবায়নের মূল দায়িত্ব রাজনৈতিক নেতাদের: আলী রীয়াজ

প্লট বরাদ্দে দুর্নীতি : শেখ হাসিনার বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি

দুপুরের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস

মানব পাচারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল বাংলাদেশ

চামড়া শিল্পের সঠিক মূল্যায়ন হয়নি: প্রধান উপদেষ্টা

ঐকমত্য কমিশনের আলোচনা চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এগোচ্ছে
