ভারতে এক ডোজের স্পুটনিক লাইট টিকার অনুমোদন
করোনাভাইরাস মহামারি প্রতিরোধে সারা বিশ্বেই টিকা প্রয়োগের ওপর জোর দেওয়া হচ্ছে। ভাইরাসের অতিসংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পর টিকা নেওয়ার গুরুত্ব বেড়েছে আরও। এই পরিস্থিতিতে রাশিয়ার তৈরি এক ডোজ বিশিষ্ট স্পুটনিক লাইট ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে ভারত।
রোববার (৬ ফেব্রুয়ারি) ভারতের স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য নিজেই এই তথ্য জানিয়েছেন। এর মাধ্যমে চলমান টিকাদান কর্মসূচিতে আরও জোরদার করতে দক্ষিণ এশিয়ার এই দেশটি। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই এবং সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাস মহামারি মোকাবিলায় জরুরি ব্যবহারের জন্য এক ডোজের স্পুটনিক লাইট কোভিড-১৯ টিকার অনুমোদন দিয়েছে ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই)। তবে আপাতত জরুরি ভিত্তিতে ব্যবহার করা যাবে ভ্যাকসিনটি। এটি করোনা মোকাবিলায় ভারতে অনুমোদন পাওয়া নবম ভ্যাকসিন।
পরে ভারতের স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য বলেন, সিঙ্গেল ডোজের স্পুটনিক লাইট করোনা টিকা অনুমোদনের সিদ্ধান্ত মহামারি মোকাবিলায় ভারতকে আরও শক্তিশালী করবে। রোববার রাতে দেওয়া এক টুইট বার্তায় তিনি বলেন, ‘ভারতে এক ডোজ বিশিষ্ট স্পুটনিক লাইট ভ্যাকসিনের জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ডিসিজিআই। এটি ভারতে অনুমোদন পাওয়া নবম করোনা টিকা। মহামারি মোকাবিলায় এটির ভারতের সক্ষমতাকে আরও সমৃদ্ধ করবে।’
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে হায়দ্রাবাদভিত্তিক ডা. রেড্ডিস ল্যাবরেটরিতে তৈরি হয়েছে স্পুটনিক লাইট ভ্যাকসিন। দিনকয়েক আগেই ডিসিজিআই’র কাছে করোনার ভ্যাকসিন হিসাবে নিবন্ধন করার জন্য প্রস্তাব জমা দিয়েছিল ওষুধ প্রস্তুতকারক সংস্থাটি।
ওই সংস্থার দাবি, করোনার নতুন অতিসংক্রামক ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিরুদ্ধে এক ডোজ বিশিষ্ট এই টিকা অন্তত ৭৫ শতাংশ কার্যকরী। সংস্থাটি আরও জানিয়েছে, ৬ মাস আগে নেওয়া থাকলেও করোনা প্রতিরোধে ১০০ শতাংশ কাজ করতে পারে এই ভ্যাকসিন।
আর এরপরই সবদিক বিবেচনা করে রুশ এই করোনা টিকার অনুমোদন দিলো ভারতের কেন্দ্রীয় সরকার। তবে আপাতত জরুরি ভিত্তিতে ব্যবহার করা যাবে ভ্যাকসিনটি। রাশিয়ার তৈরি সিঙ্গেল ডোজের এই করোনা টিকাটি ইতোমধ্যে ২৯টি দেশে অনুমোদন পেয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, স্পুটনিক লাইট সিঙ্গল ডোজের টিকার পরীক্ষামূলক প্রয়োগ ভারতের মাত্র পাঁচটি জায়গায় করা হয়। এর মধ্যে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে এই ভ্যাকসিনটির ট্রায়াল হয়। পরীক্ষামূলকভাবে ভ্যাকসিন নেওয়ার পর সেখানে কারও শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।
শাফিন / শাফিন
যুক্তরাজ্যে গ্রেটা থুনবার্গ গ্রেপ্তার
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ, ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা
১৫ বছর পর বিশ্বের বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ফের চালু করছে জাপান
ভেনেজুয়েলার আরও এক ট্যাংকার জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র
বিশ্বের দীর্ঘতম রাস্তা : ৩০ হাজার কিলোমিটার পথ, নেই কোনো ইউ-টার্ন!
গাজার ধ্বংসস্তূপ থেকে এক দিনে ৯৪ জনের দেহাবশেষ উদ্ধার
ইউক্রেনের বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৭
পর্তুগালে নাগরিকত্ব আইনের কিছু ধারা আটকে দিল আদালত
যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনা, ক্রীড়া তারকাসহ নিহত ৭
সৌদিআরবে বাংলাদেশ কনস্যুলেটে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৫ পালন
ট্রাম্পের মন্তব্যের পর পদত্যাগের ঘোষণা দিলেন এফবিআই উপপ্রধান
মেড ইন সৌদি ২০২৫ এক্সপোতে সৌদি–বাংলাদেশ বাণিজ্যে নতুন অধ্যায়