ঢাকা শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

কেশবপুরের সর্বস্তরের জনগণকে বৈশাখের পান্তা-ইলিশ খাওয়ালেন এমপি শাহীন চাকলাদার


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ১০-৫-২০২২ দুপুর ৪:৫

যশোরের কেশবপুরে বর্ষবরণ ও বৈশাখী মেলা উপলক্ষে উপজেলার সর্বস্তরের জনগণকে পান্তা-ইলিশ খাওয়ানো হয়। পহেলা বৈশাখ পবিত্র মাহে রমজান থাকায় ঈদুল ফিতরের পরে পান্তা-ইলিশ খাওয়ানোর আয়োজন করা হয়। মঙ্গলবার (১০ মে) সকালে যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের আয়োজনে এবং কেশবপুর উপজেলা কৃষক লীগের তত্ত্বাবধানে শহরের সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে ওই পান্তা-ইলিশ খাওয়ানো হয়।

জানা গেছে, পহেলা বৈশাখ পবিত্র মাহে রমজান থাকায় ঈদুল ফিতরের পরে কেশবপুর উপজেলার সর্বসাধারণকে পান্তা-ইলিশ খাওয়ানোর ঘোষণা দেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। তারই প্রেক্ষিতে এই ব্যতিক্রমধর্মী আয়োজন। 

এ সময় উপস্থিত ছিলেন- কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রুহুল আমিন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক চেয়ারম্যান মশিয়ার রহমান সাগর, যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, যশোর জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক জোৎস্না আরা মিলি, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, আইন বিষয়ক সম্পাদক হোসাইন মোহাম্মদ ইসলাম।

আরো উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক বিশ্বাস শহিদুজ্জামান শহিদ, যুগ্ম-আহ্বাহক আবু সাঈদ লাভলু, উপজেলা মহিলা লীগের সভাপতি রাবেয়া ইকবাল, উপজেলা কৃষক লীগের সভাপতি আলহাজ সৈয়দ নাহিদ হাসান, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুজ্জামান তৌহিদ, মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনিসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষকলীগের নেতৃবৃন্দ।

পান্তা-ইলিশ খাওয়ানোর উৎসবের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কেশবপুর উপজেলা কৃষক লীগের সভাপতি আলহাজ সৈয়দ নাহিদ হাসানসহ উপজেলার কৃষক লীগের নেতৃবৃন্দ।

এমএসএম / জামান

ঢাকা ও আশপাশের জেলায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

অজিত দোভালের আমন্ত্রণে দি‌ল্লি যা‌চ্ছেন নিরাপত্তা উপদেষ্টা

জুলাই সনদ বাস্তবায়ন আদেশের গেজেট জারি

সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হবে : প্রধান উপদেষ্টা

শিশুদের প্রযুক্তি, খেলাধুলা ও উদ্যোক্তা প্রতিযোগিতায় আনতে হবে

খেলোয়াড়রা সহযোগিতা না করলে নিরপেক্ষতা হারাবে কমিশন : সিইসি

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ দেবেন

সড়কে ব্যক্তিগত গাড়ি কম, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

লকডাউন নিয়ে আতঙ্কের কিছু নেই: ডিবিপ্রধান

ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৯

নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা জাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত

রমনা থানার সামনে হঠাৎ পুলিশের গাড়িতে আগুন

মাইলস্টোন ট্রাজেডি : ১১৪ দিন চিকিৎসা শেষে বাড়ি ফিরল আরও ২ শিক্ষার্থী