ঢাকা রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

ডিজিটাল উদ্যোক্তা তৈরিতে কাজ করছেন রকি রায়


শাওন হুসাইন  photo শাওন হুসাইন
প্রকাশিত: ৩১-৫-২০২২ রাত ৮:৩৭
বাংলাদেশে এখন ডিজিটাল উদ্যোক্তার সংখ্যা বাড়ছে ধীরে ধীরে। উদ্যোক্তা তৈরিতে কাজ করছেন অনেকেই। অনেকেই এখন চাকরির পিছনে না ঘুরে হচ্ছেন উদ্যোক্তা। আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছেন তারা। ঘরে বসে উপার্জন করছেন মাসে লক্ষাধিক টাকা।
 
আমাদের দেশে উদ্যোক্তা তৈরিতে কাজ করছেন অনেকেই। তার মধ্যে ব্যতিক্রমী এক নাম রকি রায়। যিনি প্রথমে ফ্রিল্যান্সিং জীবনে যাত্রা শুরু করে হয়েছেন একজন উদ্যোক্তা এবং পরবর্তীতে দেশের বেকার তরুণ-তরুণীদেরকে উদ্যোক্তা তৈরি করতে কাজ করে যাচ্ছেন দিনের পর দিন।
তার মূলমন্ত্র হলো, “নিজে উদ্যোক্তা হও, অন্যকে উদ্যোক্তা তৈরিতে সাহায্য করো।”রকি রায় বর্তমানে তরুণ উদ্যোক্তাদের কাছে সুপরিচিত এবং জনপ্রিয় নাম। তিনি রকি টেক এবং মার্কেটোগাইজ ডিজিটাল এজেন্সির প্রতিষ্ঠাতা। একজন সফল ফ্রিল্যান্সার, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এবং উদ্যোক্তা হিসেবে অনেকের কাছেই পরিচিত মুখ।
 
রকি টেক কমিউনিটির মাধ্যমে টেক রিলেটেড বিভিন্ন সমস্যার সমাধান করে দেওয়া এবং মার্কোটগাইজ ডিজিটাল এজেন্সির মাধ্যমে দেশ-বিদেশের অনেক ক্লায়েন্টদের সাথে কাজ করে আসছেন তিনি।
 
ডিজিটাল উদ্যোক্তা তৈরিতে প্রশিক্ষক হিসেবে রকি প্রশিক্ষণ দিয়েছেন বেশ কিছু তরুণ-তরুণীদের। আইটি সেক্টরের বিভিন্ন প্রকার সমস্যায় সমাধান করতে পছন্দ করেন তিনি। তিনি খুব অল্প বয়সে ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত বিভিন্ন কলাকৌশল শিখে কাজ করেছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, পাবলিক ফিগার, সেলিব্রিটি, লেখক, উদ্যোক্তা, ইনফ্লুয়েন্সার, মিডিয়া প্রফেশনাল, খেলোয়াড়, মিউজিশিয়ান, সাংবাদিক, অভিনেতা-অভিনেত্রী, পরিচালকসহ বিভিন্ন গ্লোবাল ব্র্যান্ডগুলোর সাথে।
 
তার নেতৃত্বে কাজ শিখেছেন শতাধিক তরুণ-তরুণীগণ। বেকার সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে সুযোগ হয়েছে তাদের কর্মসংস্থানের, অনেকেই দেশ-বিদেশে কাজ করে আয় করছেন প্রতিনিয়ত। তার প্রধান লক্ষ্য এখন বেকার তরুণদের জন্য কর্মস্থল তৈরি। তিনি বাংলাদেশের বেকারত্ব দূর করার জন্য ও কাজ করছেন দীর্ঘদিন যাবৎ। যা যেমন বাংলাদেশের বেকারত্ব কমানোর পাশাপাশি দেশের অর্থনৈতিক ভূমিকা পালন করবে।
 
রকি যেমন শতাধিক তরুণের কর্মসংস্থানের সৃষ্টি করেছেন তেমনি প্রতিনিয়ত খুব সহজে গ্রাহকরা পাচ্ছেন তাদের নিদিষ্ট সেবা। এছাড়াও এখান থেকে যারা উদ্যোক্তা হচ্ছেন তারাও প্রশিক্ষণ দিচ্ছেন নতুন তরুণ উদ্যোক্তাদের।
 
আইটি সেক্টরের প্রতি ভালোবাসা ছিল তার শৈশব থেকেই। ২ জি নেটওয়ার্কের যুগ থেকেই ঘাটাঘাটি করতেন ইন্টারনেট নিয়ে। হেঁটে চলেছেন নিজের পছন্দের এই পথে।রকি রায় ও তার দুই বন্ধু মোঃ রিহাত এবং মোহাম্মদ মোজাহিদুল ইসলাম আবিদ মিলে একদিন চায়ের আড্ডায় ডিজিটাল এজেন্সি নিয়ে আলোচনা করার মধ্য দিয়ে মার্কেটোগাইজ নামে একটি ডিজিটাল এজেন্সির যাত্রা শুরু করে। মার্কেটোগাইজ ডিজিটাল এজেন্সি গ্রাহকদের ব্যতিক্রমধর্মী আইটি সেবা দিয়ে আসছে।
 
রকি বলেন, দিনদিন প্রযুক্তি নির্ভর হচ্ছে সকল খাত। তাই প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে তরুণদের দক্ষ উদ্যোক্তা তৈরি করতে চাই। তারাই একসময় বাংলাদেশের অর্থনীতে বিরাট অবদান রাখবে, অবদান রাখবে রেমিটেন্স অর্জনে। পড়াশোনার পাশাপাশি তরুণরা যেন নতুন কিছু শিখতে পারে আয় করতে পারে ইন্টারনেট এবং ডিজিটাল প্লাটর্ফমকে কাজে লাগিয়ে, স্বপ্নটা তার এমনই। রকি কে দেখে তরুণসমাজের অনেকেই অনুপ্রাণিত হয়ে কাজ করছেন আইটি সেক্টরে। তারাও ভূমিকা রাখতে চান মতো বাংলাদেশের অর্থনীতিতে।

এমএসএম / এমএসএম

বাজারে ভরপুর শীতের সবজি, তবুও কমছে না দাম

স্বল্প ব্যয়ে ন্যানোকণা তৈরিতে ড. আব্দুল আজিজের যুগান্তকারী উদ্ভাবন

নির্বাচনে স্পর্শকাতর জায়গায় বডি ওর্ন ক্যামেরা, কমবে সংখ্যা

Utilization Permission (UP) ইস্যুতে Customs Bond Management System (CBMS) ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড

সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ১৭ হাজার কোটি টাকা

কমেনি পেঁয়াজের দাম, সরবরাহ বাড়ছে শীতের সবজির

ব্যবসায় প্রবৃদ্ধি, তবুও ৩ মাসে তিতাস গ্যাসের লোকসান ২৪৯ কোটি

১৬৪ টাকায় সয়াবিন তেল ও ৯৪ টাকায় চিনি কিনবে সরকার

নতুন পে-স্কেলের ফ্রেমওয়ার্ক দিয়ে যাবে বর্তমান সরকার

শুল্কমুক্ত সুবিধায় আনা ৩১ বিলাসবহুল গাড়ি হস্তান্তরের নির্দেশ

বাণিজ্য উপদেষ্টার হুঁশিয়ারির পরও কমছে না পেঁয়াজের দাম

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার: অর্থ উপদেষ্টা

ইসলামী ব্যাংক থেকে সাড়ে ১০ হাজার কোটি টাকা আত্মসাতে দুদকের মামলা