স্বাস্থ্যকর্মীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত চায় মন্ত্রণালয়
দেশে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের বিস্তার প্রতিরোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধে স্বাস্থ্য বিভাগসহ অধীনস্থ সব দফতর খোলা থাকবে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। একইসঙ্গে এই সময়ে স্বাস্থ্যসেবা বিভাগ ও আওতাধীন দফতর, সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে। বুধবার (৩০ জুন) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব (প্রশাসন-১ অধিশাখা) আনজুমান আরা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের বিস্তার রোধে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক সার্বিক কার্যাবলী/ চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এ সময় জরুরি পরিষেবা সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ হিসেবে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও তার আওতাধীন অধিদফতর/দফতর/সংস্থার স্বাভাবিক কার্যক্রম অব্যাহত থাকবে। এ প্রেক্ষাপটে স্বাস্থ্যসেবা বিভাগ ও আওতাধীন দফতর সংস্থার কর্মকর্তা/কর্মচারীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতকল্পে প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
বিধিনিষেধে সড়কে যা চলতে পারবে
সরকারে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, পণ্য পরিবহনে নিয়োজিত ট্রাক/লরি/কাভার্ডভ্যান/কার্গো ভেসেল বিধিনিষেধের আওতামুক্ত থাকবে। এছাড়াও আন্তর্জাতিক রুটে উড়োজাহাজ চলাচল করতে পারবে। এক্ষেত্রে বিদেশগামী যাত্রীরা তাদের আন্তর্জাতিক ভ্রমণের টিকিট দেখিয়ে যাতায়াত করতে পারবেন।
বিধিনিষেধ চলাকালীন আইনশৃঙ্খলা এবং জরুরি পরিষেবা, যেমন কৃষি পণ্য ও উপকরণ (সার, বীজ, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি ইত্যাদি) খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিবহন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, কোভিড-১৯ টিকা প্রদান, রাজস্ব আদায় সম্পর্কিত কার্যাবলী, বিদ্যুৎ, পানি, গ্যাস/জ্বালানি, ফায়ার সার্ভিস, টেলিফোন ও ইন্টারনেট (সরকারি-বেসরকারি), গণমাধ্যম (প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া), বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবা, ব্যাংক, ফার্মেসি ও ফার্মাসিটিক্যালসসহ অন্যান্য জরুরি/অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসের কর্মচারী ও যানবাহন প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র প্রদান সাপেক্ষে যাতায়াত করতে পারবে।
বিধিনিষেধে সড়কে যা চলতে পারবে না
ভাইরাসের সংক্রমণ রোধে ১ জুলাই সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত সড়ক রেল ও নৌ-পথে গণপরিবহন (যন্ত্রচালিত) চলাচল বন্ধ থাকবে। একইসঙ্গে আকাশপথে উড়োজাহাজের অভ্যন্তরীণ রুটে চলাচলও বন্ধ থাকবে।
এমএসএম / জামান
আসন্ন নির্বাচন আয়োজনে ‘আমরা পুরোপুরি প্রস্তুত’ : প্রধান উপদেষ্টা
শাহবাগে যানচলাচল বন্ধ, ডাইভারশনে ধীরগতিতে চলছে গাড়ি
জাতীয় নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর করতে বিজিবিকে প্রস্তুতির নির্দেশ
কারওয়ান বাজারে চাঁদাবাজি বিরোধী মানববন্ধনে হামলা
নির্বাচনকে টার্গেট করে অবৈধ অস্ত্র ঢুকছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন
আগামী ১০ দিনের মধ্যে হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দেওয়া হবে
এবার ভারতে সংখ্যালঘু হত্যার ঘটনায় উদ্বেগ জানাল বাংলাদেশ
নির্বাচনকে সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার
ফয়সাল দেশ ছেড়ে পালিয়েছে, স্বীকার করলো পুলিশ
শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী
ফের শাহবাগ অবরোধ ইনকিলাব মঞ্চের