স্বাস্থ্যকর্মীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত চায় মন্ত্রণালয়

দেশে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের বিস্তার প্রতিরোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধে স্বাস্থ্য বিভাগসহ অধীনস্থ সব দফতর খোলা থাকবে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। একইসঙ্গে এই সময়ে স্বাস্থ্যসেবা বিভাগ ও আওতাধীন দফতর, সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে। বুধবার (৩০ জুন) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব (প্রশাসন-১ অধিশাখা) আনজুমান আরা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের বিস্তার রোধে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক সার্বিক কার্যাবলী/ চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এ সময় জরুরি পরিষেবা সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ হিসেবে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও তার আওতাধীন অধিদফতর/দফতর/সংস্থার স্বাভাবিক কার্যক্রম অব্যাহত থাকবে। এ প্রেক্ষাপটে স্বাস্থ্যসেবা বিভাগ ও আওতাধীন দফতর সংস্থার কর্মকর্তা/কর্মচারীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতকল্পে প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
বিধিনিষেধে সড়কে যা চলতে পারবে
সরকারে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, পণ্য পরিবহনে নিয়োজিত ট্রাক/লরি/কাভার্ডভ্যান/কার্গো ভেসেল বিধিনিষেধের আওতামুক্ত থাকবে। এছাড়াও আন্তর্জাতিক রুটে উড়োজাহাজ চলাচল করতে পারবে। এক্ষেত্রে বিদেশগামী যাত্রীরা তাদের আন্তর্জাতিক ভ্রমণের টিকিট দেখিয়ে যাতায়াত করতে পারবেন।
বিধিনিষেধ চলাকালীন আইনশৃঙ্খলা এবং জরুরি পরিষেবা, যেমন কৃষি পণ্য ও উপকরণ (সার, বীজ, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি ইত্যাদি) খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিবহন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, কোভিড-১৯ টিকা প্রদান, রাজস্ব আদায় সম্পর্কিত কার্যাবলী, বিদ্যুৎ, পানি, গ্যাস/জ্বালানি, ফায়ার সার্ভিস, টেলিফোন ও ইন্টারনেট (সরকারি-বেসরকারি), গণমাধ্যম (প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া), বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবা, ব্যাংক, ফার্মেসি ও ফার্মাসিটিক্যালসসহ অন্যান্য জরুরি/অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসের কর্মচারী ও যানবাহন প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র প্রদান সাপেক্ষে যাতায়াত করতে পারবে।
বিধিনিষেধে সড়কে যা চলতে পারবে না
ভাইরাসের সংক্রমণ রোধে ১ জুলাই সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত সড়ক রেল ও নৌ-পথে গণপরিবহন (যন্ত্রচালিত) চলাচল বন্ধ থাকবে। একইসঙ্গে আকাশপথে উড়োজাহাজের অভ্যন্তরীণ রুটে চলাচলও বন্ধ থাকবে।
এমএসএম / জামান

জাতীয় নির্বাচনকে ডাকসুর সঙ্গে মিলিয়ে ফেলা যাবে না

ডাকসুর মধ্য দিয়ে নির্বাচনের ট্রেনে উঠলো বাংলাদেশ

ডাকসু নির্বাচন গণতন্ত্র অভিমুখী বিশাল পদযাত্রা : আসিফ নজরুল

সারাদেশে ৩৩ হাজার পূজামণ্ডপ, বসানো যাবে না মদ-গাঁজার আসর

রাজধানীতে ‘মঞ্চ ৭১’ ষড়যন্ত্রের অভিযোগে সাবেক সচিবসহ গ্রেপ্তার ৬

৩১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম অনুভূত হচ্ছে ৪১ ডিগ্রির

ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে: ইসি আনোয়ারুল ইসলাম

জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করুন, পুলিশকে স্বরাষ্ট্র উপদেষ্টা

শিগগির ১৫০ উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে চালু হচ্ছে মিড ডে মিল

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, স্বস্তি মিলতে পারে গরম থেকে

মহানবীর (সা.) জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে

বিমানবন্দরে আটকে দেওয়া হলো লতিফ সিদ্দিকীর ভাইকে
