অফিসের পিয়ন থেকে IMEI নাম্বার পরিবর্তনের মূল কারিগর অতপর গ্রেপ্তার
দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ভয়াবহ নাশকতা চালাতে প্রতারক চক্রটি দেশের বাজারে এই অবৈধ হ্যান্ড সেট গুলো বাজারজাতকরণের জন্য উঠে পড়ে লেগে ছিলো।
রাষ্ট্রবিরোধী দেশে সহিংসতার জন্য অবৈধ হ্যান্ডসেট গুলো মূলত ব্যবহারের উদ্দ্যোশে সেট গুলো রাজধানীর বিভিন্ন মোবাইল মার্কেটসহ হাতে হাতে পৌছে দিতো প্রতারক চক্রটি ।পুরো প্রক্রিয়ার নেপথ্য কারিগর ছিলেন,মোঃ স্বপন (২৬) যিনি নিজে প্রাথমিক বিদ্যালয়ের গন্ডি পার করতে না পারলে ও নকল মোবাইল তৈরীর মূল কারীগরী রপ্ত করেছেন ভালো ভাবে।
এরই ধারাবাহিকতায় র্যাব ও বিটিআরসির যৌথ উদ্দ্যোগে
গত ০৮ আগস্ট ২০২২ র্যাব-৩ এর আভিযানিক দল রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান পরিচালনা করে কারিগর মোঃ স্বপন (২৬), গ্রেফতার করে।
সোমবার বিকালে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
তিনি আরও জানান,দীর্ঘদিন যাবৎ র্যাব-৩ চোরাই ও ছিনতাইকৃত মোবাইল ক্রয় বিক্রয়ের সাথে জড়িত সংঘবদ্ধ চক্রের কার্যক্রমের উপর নজরদারী করে আসছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে কতিপয় চোরাই ও ছিনতাইকৃত মোবাইল ক্রয় বিক্রয়কারী চক্রের সন্ধান পায়। এসব অপরাধীদের বিরুদ্ধে বার বার অভিযান পরিচালনা করে বিপুল পরিমান চোরাই ও ছিনতাইকৃত মোবাইল উদ্ধারসহ উক্ত চক্রের শতাধিক অপরাধীকে গ্রেফতার করে মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়।
র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান গ্রেফতারকৃত আসামীদের নিকট হতে ভূয়া আইএমইআই মোবাইল ১৪৯৫ টি, মোবাইলের নকল ব্যাটারী ৩৩৭০ টি, হেডফোন ১২০ টি, চার্জার ক্যাবল ৩৮৫ টি, নকল মোবাইলের চার্জার ১১৫৫ টি, সেলার মেশিন ০১ টি, হিট গান মেশিন ০১ টি, এলসিডি মনিটর ৪৩ টি, ইলেকট্রিক সেনসর ১০ টি, আইএমইআই কাটার মেশিন ১৩ টি এবং বিপুল পরিমান ভূয়া আইএমইআই স্টীকার ও ভূয়া বারকোড উদ্ধার করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী জানায় সে ২ বছর পূর্বে ঢাকায় কাজের সন্ধানে এসে প্রথমে মতিঝিলে একটি অফিসে পিয়নের চাকুরী নেয়। উক্ত অফিসে একজন স্টাফের মোবাইল মেরামত করতে গিয়ে মোবাইল সার্ভিসিং এর এক কারিগরের সাথে তার পরিচয় হয়। তার মাধ্যমে সে জানতে পারে উক্ত ব্যবসাটি লাভজনক।
তখন সে বিনা বেতনে উক্ত সার্ভিসিং এর কারিগরের সাথে কাজ শিখতে শুরু করে। পরবর্তীতে সে মোবাইল সার্ভিসিং এর উপর বেশ দক্ষতা অর্জন করে এবং ইউটিউব থেকে প্রযুক্তিগত বিভিন্ন বিষয়ের উপর জ্ঞান অর্জন করে। এক পর্যায়ে সে নিজেই অভিনব পদ্ধতিতে মোবাইল তৈরী এবং IMEI নাম্বার পরিবর্তনের কাজ শুরু করে। প্রতিদিন সে ৫০ টি মোবাইল তৈরী করতে পারত। উক্ত কারখানায় আরো কারিগর ছিল। তারাও তাকে সহযোগিতা করত। বাংলাদেশের বিভিন্ন স্থান হতে খুচরা বিক্রেতারা উক্ত কারখানা থেকে নকল মোবাইল ক্রয় করে নিয়ে যেত।
উক্ত মোবাইলগুলোতে সীম ইনসার্ট করলে "বিটিআরসির ডাটাবেজে হ্যান্ড সেটটি নিবন্ধিত নয়" এই মেসেজ আসে। উক্ত মোবাইলগুলো বিক্রির পর অধিকাংশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তারা মোবাইলের বিভিন্ন খুচরা যন্ত্রাংশ কিনে নিয়ে আসতো।
এমএসএম / এমএসএম
হাইকোর্টের রায় স্থগিত, কুমিল্লা-২ আসনে ইসির সীমানা অনুযায়ী হবে নির্বাচন
চানখারপুলে ছয় হত্যা : শেষবারের মতো ট্রাইব্যুনালে ৪ আসামি
আলিফ হত্যা মামলা : চিন্ময়সহ ৩৯ আসামির বিচার শুরু
ছেলেসহ শামীম ওসমানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা
নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল
ইসির সীমানা অনুযায়ী ১২ ফেব্রুয়ারিই পাবনার দুটি আসনে নির্বাচন
শতাধিক গুম-খুনের মামলায় জিয়াউলের বিচার শুরু
অব্যাহতি মেলেনি সালমান-আনিসুলের, বিচার শুরুর আদেশ ট্রাইব্যুনালের
সালমান-আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ
নির্বাচনে জাতীয় পার্টি ও এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ নয়
জয়-পলকের অভিযোগ গঠন নিয়ে প্রসিকিউশনের শুনানি আজ
দুর্নীতি বন্ধে সুপ্রিম কোর্টের কড়া হুঁশিয়ারি
হাদি হত্যা : আসামি ফয়সালের সাড়ে ৬৫ লাখ টাকা ফ্রিজ
Link Copied