বোয়ালমারীতে পাওনাদারকে মিথ্যা মামলায় ফাঁসাতে ষড়যন্ত্রের অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারীতে পাওনা টাকা না দিতে দেনাদার কর্তৃক পাওনাদারকে মিথ্যা মামলায় ফাঁসাতে ষড়যন্ত্রের অভিযোগ পাওয়া গেছে। বোয়ালমারী পৌর সদরের ১ নং ওয়ার্ড তথা গুনবহা মধ্য পাড়ার এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলে জানাগেছে। জানাযায়,গুনবহা গ্রামের মোঃআলামিন শেখের পরিবারের সঙ্গে একই গ্রামের শহিদুল মোল্লার পরিবারের অনেক পূর্ব থেকেই একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক চলে আসছিলো। এই সুবাদে উক্ত শহিদুল মোল্লা ও তার স্ত্রী নেছারন বেগম ওরফে জাকিয়া ব্যবসায় বিনিয়োগের কথা বলে বিগত ১০/৮/২০২১ তারিখে ১ লক্ষ ৯০ হাজার এবং ২৩/৮/২০২১ তারিখে ২ লক্ষ ২০ হাজার এই দুই কিস্তিতে মোট ৪ লক্ষ ১০ হাজার টাকা ধার হিসাবে গ্রহণ করেন। আগামী এক বছর সময়কালের মধ্যে উক্ত টাকা পরিশোধের শর্তে তিন শত টাকার স্ট্যাম্পে একটি চুক্তি স্বাক্ষর করেন উভয় পক্ষ। শর্ত মোতাবেক বছর শেষ হলে টাকা ফেরত চান আলামীন শেখ। কিন্তু শহিদুল/জাকিয়া টাকা পরিশোধ না করে আজকাল করে ঘোরাতে শুরু করেন। এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে আদালতে মামলা ঠুকে দেন আলামিন। এতে দুই পক্ষের তিক্ততা তীব্র আকার ধারণ করে। শহিদুল /জাকিয়া বিভিন্ন লোকজন দিয়ে মামলা প্রত্যাহারে আলামিনের উপর চাপ সৃষ্টি সহ নানা রকম হুমকি ও ভয়ভীতি দেখাতে থাকেন। এরই ধারাবাহিকতায় সম্পূর্ণ উদ্দেশ্যমূলক ভাবে ধার গ্রহিতা জাকিয়া ও শহিদুল নিজেদের ১৩ বছর বয়সী কন্যার শ্লীলতাহানীর চেষ্টার মনগড়া অভিযোগ এনে ধারদাতা আলামিন শেখের বিরুদ্ধে গত ৩১ জুলাই ২০২২ তারিখে বোয়ালমারী থানায় একটি এজাহার দাখিল করেন। পুলিশ ঘটনাটি তদন্ত করে কোন প্রকার সত্যতা না পেয়ে এজাহার টিকে মামলা হিসাবে গ্রহণ না করে উভয় পক্ষকে আপোষ-মিমাংসার পরামর্শ দেন। এ প্রেক্ষিতে শহিদুল/জাকিয়া বর্তমানে মামলাটি নিয়ে আদালতে দৌড়ঝাপ করছেন বলে জানাগেছে। অপরদিকে গণমাধ্যম কর্মীরাও ঘটনাটির অনুসন্ধানে নামেন। সরেজমিন অনুসন্ধান কালে অধিকাংশ এলাকাবাসী জানান,এলাকায় শ্লীলতাহানির মত কোন ঘটনার খবর তারা শুনেননি। তবে দেনা-পাওনা নিয়ে আলামিন-জাকিয়াদের একটা ঝামেলার কথা তারা অবহিত আছেন। গ্রামের মোঃ ইসাহাক মাতুব্বার বলেন,আলামিন শেখের কিছু পাওনা টাকা নিয়ে আমার একটা দেনদরবার ছিলো। কিন্তু সেটা বসার আগেই শুনতে পাই শহিদুলরা মামলা করতে গেছেন। আলামিনের বিরুদ্ধে আগে-পরে কোন খারাপ কাজের কথা তিনি কখনো শোনেননি বলে জানান ইসাহাক মাতুব্বার। শ্লীলতাহানির খবরে বিস্ময় প্রকাশ করে এলাকার বৃদ্ধ বয়সী রাজ্জাক শেখ, লুৎফার রহমান, মোশাররফ হোসেন ও নাসির মোল্লা সহ আরো অনেকে বলেন,এলাকায় এত বড় ঘটনা ঘটলো অথচ আমরা কিছুই জানলামনা। এটা কি করে হয়! তারা বলেন,শ্লীলতাহানির ঘটনা বা অভিযোগ ভিত্তিহীন। তবে দেনাপাওনা নিয়ে দু'পক্ষের দ্বন্দ্বের ঘটনা সঠিক। "উপকার কারীরে বাঘে খায়" প্রবাদ টেনে ভুক্তভোগী মোঃ আলামিন শেখ বলেন, শহিদুল/জাকিয়াদের সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিলো। আপদ-বিপদে সব সময় ওদের পাশে দাড়াই। তবে আমার এতগুলো টাকা নিয়ে ওরা এমন আচরণ করবে ভাবিনি। বাধ্য হয়ে ধার দেয়া টাকা ফেরত চেয়ে আদালতে মামলা করেছি। এই টাকা না দিতেই আমার নামে শ্লীলতাহানির কাল্পনিক অভিযোগ তুলে কাউন্টার মামলা দেয়ার ষড়যন্ত্র করছে। এব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত বা দেনাদার নেছারন বেগম জাকিয়া টাকা ধার নেয়ার কথা স্বীকার করে বলেন, আলামিন সামন্য কিছু টাকা পাবে। কিন্তু আদালতে সে মামলা করেছে চার লক্ষ টাকার দাবীতে। টাকা না পেয়ে আলামিন আমার মেয়ের সর্বনাশ করার চেষ্টা করে। শ্লীলতাহানির চেষ্টার অভিযোগের তদন্ত কর্মকর্তা এস আই উত্তম কুমার বলেন,তদন্তে অভিযোগের কোন সত্যতা না পাওয়ায় এব্যাপারে থানায় মামলা হয়নি। তবে টাকা-পয়সার লেনদেন নিয়ে উভয় পক্ষের একটা ঝামেলা আছে। এলাকায় বসে বিষয়টি মিটিয়ে ফেলতে উভয় পক্ষকে পরামর্শ দেয়া হয়েছে।
এমএসএম / এমএসএম

রোববার শাহবাগ এলাকায় যানচলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ

৫ আগস্ট সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র : প্রেস উইং

আগুনের ঝুঁকিতে সুন্দরবন স্কয়ার মার্কেট, আগেই জানিয়েছিল ফায়ার সার্ভিস

আ. লীগ অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

৫ আগস্টের আগেও জুলাই ঘোষণাপত্র হতে পারে : মাহফুজ আলম

সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা, ঘোষিত হবে ৫ আগস্টের মধ্যে: মাহফুজ আলম

ঐতিহাসিক চুক্তি কূটনৈতিক বিজয়

বিশ্বব্যাপী প্রতিযোগিতার অবস্থান ধরে রেখেছি : ড. খলিলুর রহমান

জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়নে আইনি ভিত্তি জরুরি : তাহের

কোনো দলের প্রতি সেনাবাহিনীর আলাদা নজর নেই : সেনা সদর

নির্বাচনের ঘোষণা কিছুদিনের মধ্যেই শুনবেন : আইন উপদেষ্টা
