ঢাকা শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

এপিএ’র চূড়ান্ত মূল্যায়নে কর্মসংস্থান ব্যাংক প্রথম


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-৯-২০২২ দুপুর ৩:২৭

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান ও এর আওতাধীন দপ্তর/সংস্থার সঙ্গে স্বাক্ষরিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) চুড়ান্ত মূল্যায়নে ২০২১-২২ অর্থবছরে রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকসমূহের মধ্যে কর্মসংস্থান ব্যাংক প্রথম স্থান অর্জন করেছে। ব্যাংকের চেয়ারম্যান মো. আমিন ও দক্ষ পরিচালনা পর্ষদের বাস্তবসম্মত নীতিমালা প্রণয়ন, ব্যাংক ব্যবস্থাপনার সুনির্দিষ্ট দিকনির্দেশনা এবং সর্বোপরি মাঠ পর্যায়সহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমে এই সফলতা অর্জন করা সম্ভব হয়েছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শিরীন আখতার এ সাফল্যের বিষয়ে বলেন, প্রতি অর্থবছরে বিভিন্ন কর্মসম্পাদন ক্ষেত্র ও সূচকে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সরকারের সাথে আমাদের এপিএ স্বাক্ষরিত হয়। এপিএ’র লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজন সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ও কর্মপরিকল্পনা বাস্তবায়নের জন্য নিবিড় তদারকি। নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করায় এ অর্জন সম্ভব হয়েছে।

ব্যাংকের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী মনে করেন, ব্যবস্থাপনা পরিচালক জনাব শিরীন আখতার এর গতিশীল ও যুগোপযোগী কর্মপরিকল্পনা ও সুযোগ্য নেতৃত্বে ব্যাংক দ্রুত সাফল্যের শিখরে আরোহণ করবে।

এ অভূতপূর্ব সাফল্যে ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুল আমিন ও ব্যবস্থাপনা পরিচালক শিরীন আখতার ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জ্ঞাপন করেন। ব্যবস্থাপনা পরিচালক আশা ব্যক্ত করে বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় আগামীতে কর্মসংস্থান ব্যাংক এপিএ’র চূড়ান্ত মূল্যায়নে প্রথম স্থান ধরে রাখতে সক্ষম হবে।

প্রীতি / প্রীতি

পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকার জব্দ

বরবটি-করলার সেঞ্চুরি, কাঁচা মরিচের ডাবল সেঞ্চুরি

ব্রয়লার ১৬৫, ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

৩০ বছর পর মাতারবাড়ী-মহেশখালীকে সাংহাই-সিঙ্গাপুরের মতো দেখতে চাই

এলপি গ্যাসের দাম কমলো ৩ টাকা

সবজির পর দাম বেড়েছে মুদি পণ্যের, চড়বে আলুর বাজারও

চট্টগ্রাম বন্দরে জট কমাতে দীর্ঘদিন পড়ে থাকা ১০০০ কনটেইনার বিক্রি

ডিজিটাইজেশন না হওয়ায় সময়ের কাজ সময়ে হয় না: এনবিআর চেয়াম্যান

ন্যূনতম কর একটা কালাকানুন: এনবিআর চেয়ারম্যান

শাহজালালে নারী যাত্রীর লাগেজ থেকে ১৩০ কোটি টাকার কোকেন জব্দ

চট্টগ্রাম বন্দরে মাশুল বাড়বে ৪১ শতাংশ, বৈঠকে বসছে নৌ মন্ত্রণালয়

ইলিশের দেখা মিললেও দামে হাত পোড়ার জোগাড়

৮০ টাকার নিচে নামছেই না সবজি