এপিএ’র চূড়ান্ত মূল্যায়নে কর্মসংস্থান ব্যাংক প্রথম

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান ও এর আওতাধীন দপ্তর/সংস্থার সঙ্গে স্বাক্ষরিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) চুড়ান্ত মূল্যায়নে ২০২১-২২ অর্থবছরে রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকসমূহের মধ্যে কর্মসংস্থান ব্যাংক প্রথম স্থান অর্জন করেছে। ব্যাংকের চেয়ারম্যান মো. আমিন ও দক্ষ পরিচালনা পর্ষদের বাস্তবসম্মত নীতিমালা প্রণয়ন, ব্যাংক ব্যবস্থাপনার সুনির্দিষ্ট দিকনির্দেশনা এবং সর্বোপরি মাঠ পর্যায়সহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমে এই সফলতা অর্জন করা সম্ভব হয়েছে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শিরীন আখতার এ সাফল্যের বিষয়ে বলেন, প্রতি অর্থবছরে বিভিন্ন কর্মসম্পাদন ক্ষেত্র ও সূচকে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সরকারের সাথে আমাদের এপিএ স্বাক্ষরিত হয়। এপিএ’র লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজন সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ও কর্মপরিকল্পনা বাস্তবায়নের জন্য নিবিড় তদারকি। নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করায় এ অর্জন সম্ভব হয়েছে।
ব্যাংকের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী মনে করেন, ব্যবস্থাপনা পরিচালক জনাব শিরীন আখতার এর গতিশীল ও যুগোপযোগী কর্মপরিকল্পনা ও সুযোগ্য নেতৃত্বে ব্যাংক দ্রুত সাফল্যের শিখরে আরোহণ করবে।
এ অভূতপূর্ব সাফল্যে ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুল আমিন ও ব্যবস্থাপনা পরিচালক শিরীন আখতার ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জ্ঞাপন করেন। ব্যবস্থাপনা পরিচালক আশা ব্যক্ত করে বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় আগামীতে কর্মসংস্থান ব্যাংক এপিএ’র চূড়ান্ত মূল্যায়নে প্রথম স্থান ধরে রাখতে সক্ষম হবে।
প্রীতি / প্রীতি

পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকার জব্দ

বরবটি-করলার সেঞ্চুরি, কাঁচা মরিচের ডাবল সেঞ্চুরি

ব্রয়লার ১৬৫, ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

৩০ বছর পর মাতারবাড়ী-মহেশখালীকে সাংহাই-সিঙ্গাপুরের মতো দেখতে চাই

এলপি গ্যাসের দাম কমলো ৩ টাকা

সবজির পর দাম বেড়েছে মুদি পণ্যের, চড়বে আলুর বাজারও

চট্টগ্রাম বন্দরে জট কমাতে দীর্ঘদিন পড়ে থাকা ১০০০ কনটেইনার বিক্রি

ডিজিটাইজেশন না হওয়ায় সময়ের কাজ সময়ে হয় না: এনবিআর চেয়াম্যান

ন্যূনতম কর একটা কালাকানুন: এনবিআর চেয়ারম্যান

শাহজালালে নারী যাত্রীর লাগেজ থেকে ১৩০ কোটি টাকার কোকেন জব্দ

চট্টগ্রাম বন্দরে মাশুল বাড়বে ৪১ শতাংশ, বৈঠকে বসছে নৌ মন্ত্রণালয়

ইলিশের দেখা মিললেও দামে হাত পোড়ার জোগাড়
