ঢাকা শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

নভেম্বরের আগে মূল্যস্ফীতি কমবে না : ড.শামসুল আল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-৯-২০২২ দুপুর ৪:৯

নভেম্বরে মূল্যস্ফীতি কমতে পারে বলে আশা করছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। তিনি বলেছেন, আন্তর্জাতিক মূল্যস্ফীতি যদি না বাড়ে এবং আমাদের আমন ধান উঠলে এবং শাক সবজির উৎপাদন ভালো হবে বলে আশা করছি। ফলে মূল্যস্ফীতি কমে আসবে। তিনি বলেন, আউশ মৌসুমে প্রত্যাশার তুলনায় তিন লাখ টন কম চাল উৎপাদন হয়েছে। এছাড়া বোরো মৌসুমেও বন্যার কারণে ফলন কম হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে আন্তর্জাতিক বিরূপ পরিস্থিতি। 

ভারত চালের শুল্ক বাড়িয়েছে। সবমিলে সামপ্রতিক সময়ে দেশে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে। এটা অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে। তবে চালের ক্ষেত্রে থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে আমদানির চেষ্টা চলছে। প্রতিমন্ত্রীর সঙ্গে আজ (১১ সেপ্টেম্বর) নিজ কার্যালয়ে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাত শেষে সাংবাদিকদের ব্রিফকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন,মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে হলে আমাদের নীতি সুদহার বাড়াতে হবে। এছাড়া রেমিটেন্স হুন্ডির মাধ্যমে আসা বন্ধ করতে হবে। সরকারি চ্যানেলে আসলে রিজার্ভ বাড়বে। তিনি আরও বলেন, আর্ন্তজাতিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে আমাদেও প্রস্তুতি আছে। যেমন আমরা করোনা পরিস্থিতি সামাল দিয়েছি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিষয়ে আগে থেকে আমাদের জানা ছিল না। 

তারপরও অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্য বাস্তবাায়নের মাধ্যমে আমরা এই সংকট মোকাবিলা করতে পারবো। জাতি সংঘ প্রতিনিধির এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোতাবিলায় বাণিজ্য সংক্রান্ত নানা সুযোগ সুবিধা কমে আসবে। সেক্ষেত্রে আমরা স্টাডি করেছি। মন্ত্রণালয়ভিত্তিক অ্যাকশন প্লাণ আছে। বিভিন্ন দেশের সঙ্গে এফটিএ করা হচ্ছে। প্রতিবেশী দেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি, ভারত,নেপাল, ভুটান এবং বাংলাদেশের মধ্যে বিবিআ্ইএন বাস্তবায়ন করা হবে। তাহলে বাাণিজ্য বৃদ্ধিতে সহায়ক হবে।

তিনি আরও বলেন, প্রকল্প তৈরিতে বেশি সময় লাগার বিষয়ে জাতি সংঘের প্রতিনিধি জানতে চান। ্এর জবাবে বলা হয়েছে যেকোন প্রকল্প নিতে হলে যাচাই বাছাই করেই নিতে হয়। বৈদেশিক অর্থায়ন থাকলেতো সেটি ্ইআরডির মাধ্যমে আবার যাচাই করা হয়। মন্ত্রণালয় কিছু সময় লাগে। 

এরপর পরিকল্পা কমিশনে আসলে আরও কিছু যাচাই বাছাই করা হয়। ফলে প্রকল্প প্রক্রিয়াকরণ করতে বছর খানেক সময়তো লগবেই। জাতিসংঘের আবাসিক সম্বয়কারি বলেন, মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় করতে হবে। সেই সঙ্গে প্রকল্প দ্রুত প্রক্রিয়াকরণে অটোমেশনের পরামর্শ দেন তিনি। ডেল্টা প্ল্যাণ বাস্তবায়নে এলসিজি গ্রুপগুলোকে কাজে লাগানোর প্রস্তাব করা হয়েছে। 

প্রীতি / প্রীতি

পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকার জব্দ

বরবটি-করলার সেঞ্চুরি, কাঁচা মরিচের ডাবল সেঞ্চুরি

ব্রয়লার ১৬৫, ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

৩০ বছর পর মাতারবাড়ী-মহেশখালীকে সাংহাই-সিঙ্গাপুরের মতো দেখতে চাই

এলপি গ্যাসের দাম কমলো ৩ টাকা

সবজির পর দাম বেড়েছে মুদি পণ্যের, চড়বে আলুর বাজারও

চট্টগ্রাম বন্দরে জট কমাতে দীর্ঘদিন পড়ে থাকা ১০০০ কনটেইনার বিক্রি

ডিজিটাইজেশন না হওয়ায় সময়ের কাজ সময়ে হয় না: এনবিআর চেয়াম্যান

ন্যূনতম কর একটা কালাকানুন: এনবিআর চেয়ারম্যান

শাহজালালে নারী যাত্রীর লাগেজ থেকে ১৩০ কোটি টাকার কোকেন জব্দ

চট্টগ্রাম বন্দরে মাশুল বাড়বে ৪১ শতাংশ, বৈঠকে বসছে নৌ মন্ত্রণালয়

ইলিশের দেখা মিললেও দামে হাত পোড়ার জোগাড়

৮০ টাকার নিচে নামছেই না সবজি