আজিম-কাসেম সিন্ডিকেটের অনিয়মের অভিযোগ

বিএনপির রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত থাকতে না দেখা গেলেও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে গভীর সক্ষতা ছিল আজিম ও কাশেমের। তারা দুজনেই বড় উদ্যোগতা। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেগম খালেদা জিয়ার সাথে বেশ কিছু ছবি তার প্রমান করে দেয়।
আজিম ও কাশেমের সঙ্গে এ বিষয়ে কথা বলার জন্য একাধিকবার ফোন করা হলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়। এদিকে তাদের দুর্নীতি ও অনিয়ম চর্চার খবরগুলো থেকে যায় লোকচক্ষুর অন্তরালে। এমএ কাসেম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও চার বার ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ট্রাস্টি বোর্ডের বর্তমান চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন প্রতিষ্ঠাতা সদস্য আজিম উদ্দিন আহমেদ। আগেও তিনি তিনবার এই দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি মিউচুয়াল গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান। তারা দুজনেই বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠাকালীন সময় থেকে একসঙ্গে একই সিন্ডিকেটে থেকে দায়িত্ব পালন করেছেন।
সব মিলিয়ে দুজনেই ৪ বার করে নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) কর্তৃপক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের প্রমাণের কথা আগেই জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বিশ্ববিদ্যালয়ের জমি কেনায় অনিয়ম, ভর্তি বাণিজ্য, সাধারণ তহবিল থেকে ট্রাস্টিদের আর্থিক সুবিধা গ্রহণ ও পরিবারের সদস্য সহ বিদেশ ভ্রমণ, ট্রাস্টি বোর্ডের কয়েক সদস্যের স্বেচ্ছাচারিতা ও আদালতে এ নিয়ে মামলা-মোকদ্দমাসহ নানা বিষয়ে তদন্তের খবর ছাপা হয়েছিল পত্র-পত্রিকায়।
সেসব সূত্র বলছে, ইউজিসির অনুমোদনের বাইরে একাধিক সেকশন চালু করে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করেছে এনএসইউতে। শুধু তাই নয় ট্রাস্টিদের গাড়িবিলাস নিয়েও রয়েছে বিস্তর অভিযোগ। এ কারণে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য প্রতিষ্ঠাতা সদস্যদের সাথেও প্রকাশ্যে মত বিরোধ রয়েছে আজিম ও কাশেমের। ২০১৫ সালে ট্রাস্টিদের দুর্নীতি ও ইউজিসি তদন্তে চাপের মুখে পদ ছেড়ে বিদেশে পাড়ি জমাতে বাধ্য হন তৎকালীন উপাচার্য আমিন উদ্দিন।
সেই সময় বিশ্ববিদ্যালযের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদে দায়িত্ব পালন করছিলেন এমএ কাসেম। এদিকে বছর দুয়েক আগে আর্থিক অনিয়ম ও স্বেচ্ছাচারিতার পর বিশ্ববিদ্যালয়ের অর্থে গাড়িবিলাসের অভিযোগ ওঠেছিল ট্রাস্টিদের বিরুদ্ধে। শিক্ষার্থীদের বেতন-ফির টাকায় বিলাসবহুল সাতটি গাড়ি কিনে ব্যবহার করছেন ট্রাস্টি বোর্ডের সদস্যরা। যতদূর জানা যায়, সেই সময়েও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ছিলেন এমএ কাসেম। ল্যান্ড রোভারের রেঞ্জ রোভার ২০১৯ মডেলের একেকটি গাড়ি ক্রয়ে খরচ হয়েছে প্রায় ৩ কোটি টাকা।
যদিও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় যে ট্রাস্টের মাধ্যমে প্রতিষ্ঠিত তার ডিডে বলা হয়েছে, এ ট্রাস্ট মানবহিতৈষী, দানশীল, জনহিতকর, অরাজনৈতিক, অলাভজনক ও অবাণিজ্যিকভাবে পরিচালিত হবে। তাই ট্রাস্টের অধীনে পরিচালিত বিশ্ববিদ্যালয় থেকে ট্রাস্টিদের গাড়িসহ অন্য কোনো আর্থিক সুবিধা গ্রহণের সুযোগ নেই বলে জানান আইনজীবীরা। জানা যায়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বিলাসবহুল সাতটি গাড়ি কেনে ২০১৯ সালের জুন মাসে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কেনা সবগুলো গাড়িই রেঞ্জ রোভার ২০১৯ মডেলের।
এদিকে এম এ কাসেম ও আজিম উদ্দিনের সিন্ডিকেটের সামনে বিশ্ববিদ্যালয়ের অন্য ট্রাস্টিরা কোনো সুবিধাই করতে পারেন না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বিওটির সদস্য ও উপাচার্যের কোটা অনুযায়ী কিছু ছাত্র-ছাত্রী বিভিন্ন প্রোগ্রামে ভর্তি করানো হয়। প্রতিবেদনে বলা হয়, এ বিশ্ববিদ্যালয়ে অর্থের বিনিময়ে শিক্ষার্থী ভর্তি তথা ভর্তি বাণিজ্যের অভিযোগ বহু দিন ধরেই রয়েছে। এ বিষয়ে ইউজিসি থেকে একাধিকবার তদন্ত করে বিশ্ববিদ্যালয়কে সতর্ক করা হয়। তাছাড়াও আজিম- কাশেম সিন্ডিকেট তাদের আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব এর সন্তানদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য নিয়ম বহির্ভূতভাবে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা-বৃত্তি প্রদান করেছেন বলে অভিযোগ রয়েছে।
গোয়েন্দা সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের কয়েকজন সদস্যসহ আরো বেশ কয়েকজন শিক্ষক সেখানে জঙ্গিবাদে যুক্ত হতে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করছেন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক ও শিক্ষার্থী জঙ্গি সম্পৃক্ততার সঙ্গে যুক্ত- এমন তথ্য প্রমাণ মিলেছে অনেক আগে থেকেই। শিক্ষার্থীরা কি শিক্ষকদের প্ররোচনায় নাকি পরিচালনা পরিষদের আস্কারার কারণেই জঙ্গি হচ্ছে, সেটা তদন্ত করে দেখা হচ্ছে। দেশের শীর্ষস্থানীয় শিল্প উদ্যোক্তা হয়েও এম এ কাসেম ও আজিম উদ্দিনের এহেন দুর্নীতি ও সিন্ডিকেটের কারণে সফল ও বৃহৎ প্রতিষ্ঠানগুলো পড়ছে অস্তিত্ব সংকটে। উক্ত অনিয়মের বিষয়ে তাদের আজিম ও কাসেমের মুঠোফোনে কল দিলে তাদের ফোনে পাওয়া যায়নি। এ ব্যাপারে কথা বলার জন্য ইউজিসি‘র চেয়ারম্যানকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
এমএসএম / এমএসএম

বিচারপতি আক্তারুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি

জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

আবু সাঈদ হত্যা মামলায় ২য় দিনের সাক্ষ্যগ্রহণ আজ

ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে সিজারের রিট কার্যতালিকা থেকে বাদ

ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনব না : হাইকোর্ট

‘র্যাবের বন্দিশালায় থাকা ব্যারিস্টার আরমানের মুক্তির চেষ্টা করেছি’

জিএম কাদের ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

শেখ হাসিনার মামলায় রাজসাক্ষী মামুনের জেরা শুরু

সর্বোচ্চ আদালতের রায়ে প্রমাণিত তারেক রহমান নির্দোষ : কায়সার কামাল

২১ আগস্ট গ্রেনেড হামলা : তারেক রহমান-বাবরের খালাসের রায় বহাল

২১ আগস্ট গ্রেনেড হামলা : তারেক রহমান-বাবরের খালাসের রায় বহাল

ডাকসু নির্বাচনে বাধা নেই
