ঢাকা শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

সন্দেহজনক ডিও লেটারের ছায়াতদন্তে ভুয়া প্রটোকল অফিসার গ্রেফতার


শাওন হুসাইন  photo শাওন হুসাইন
প্রকাশিত: ৮-১১-২০২২ দুপুর ৩:২৫
প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের ভুয়া প্রটোকল অফিসার পরিচয়ে বদলি বাণিজ্য, টেন্ডারবাজি, চাকরি দেওয়াসহ বহুরুপি প্রতারণায় শ্রী হরিদাস চন্দ্র ওরফে তাওহীদ ভাগিয়েছে কয়েক কোটি টাকা। এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও র‌্যাব যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে।
 
মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।তিনি বলেন,  ‘প্রতারক চক্রের প্রতারণাসহ নানা অপকর্মের বিষয়টি নিশ্চিত হয়ে এনএসআই ও র‌্যাব-৩ এর যৌথ অভিযানে রাজধানীর বনানী এলাকা থেকে শ্রী হরিদাস চন্দ্র তরনীদাস  ওরফে তাওহীদ (৩৪) ও তার সহযোগী ইমরান মেহেদী হাসান (৩৮) কে গ্রেফতার করা হয়। এ সময় জব্দ করা হয় ৪ টি মোবাইল, জালিয়াতিতে ব্যবহৃত বিভিন্ন ডকুমেন্টস এবং প্রধানমন্ত্রীর সাথে এডিট করা ভুয়া ছবি।’
 
জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে কমান্ডার আল মঈন বলেন,  ‘গ্রেফতার হরিদাস এ চক্রের মূলহোতা। সে ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যয়নকালে নিয়ম বহির্ভূতভাবে অবৈধ উপায়ে ভারতে গিয়ে তার এক আত্মীয়ের বাসায় অবস্থান করে। তার আত্মীয়ের মাধ্যমে সেখানকার পঞ্চায়েত প্রধানের কাছ থেকে কৌশলে একটি এতিম সার্টিফিকেট গ্রহণ করে এবং সেখানকার স্থানীয় একটি স্কুল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে এবং ইলেক্ট্রনিক বিষয়ে দুই বছরের বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করে। পরে ২০১০ সালে বাংলাদেশে এসে রাজধানীর উত্তরায় পুরাতন এসি কিনে মেরামত করে বিক্রির কাজ শুরু করে। এ সময় উত্তরার একটি হাসপাতালের এসি মেরামত বা এসি প্রদানের বিষয়ে তার চুক্তি হয়। অতঃপর ২০১৮ সালে একজন সবজী বিক্রেতার সঙ্গে সাবলেট বাসা ভাড়া নেয়। বাসা ভাড়া থাকা অবস্থায় তার মেয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার জন্য ২০১৯ সালে সে ধর্মান্তরিত হয়। ধর্মান্তরিত হওয়ার পর সে তার নাম শ্রী হরিদাস চন্দ্র তরনীদাস পরিবর্তন করে ইসলামিক নাম তাওহীদ রাখে।’
 
তিনি বলেন, ‘হরিদাস তার শ্বশুরের পরিচয়ে ময়মনসিংহের ফুলবাড়িয়া এলাকায় কিছু জমি ক্রয় করে। তার শ্বশুরের মাধ্যমে এলাকার লোকের সাথে নিজেকে একজন বিত্তশালী লোক হিসেবে পরিচিত হয়। পাশাপাশি সে এটাও প্রচার করতে থাকে যে, সে প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের প্রটোকল অফিসার। তখন সে দামী গাড়ি এবং দামী পোশাক পরে মাঝে মাঝে এলাকায় গিয়ে স্থানীয় রাজনীতিবিদ, গণ্যমান্য বিত্তশালী ব্যক্তিদের সাথে পরিচিত হতো এবং প্রধানমন্ত্রীর নিকটাত্মীয়ের সহায়তায় প্রভাব খাটিয়ে বিভিন্ন উন্নয়নমূলক প্রজেক্টের প্রস্তাব দিতো। এলাকার বিত্তশালী লোক এসব প্রজেক্টে বিনিয়োগ করলে তাদের লভ্যাংশ প্রদান করা হবে। এছাড়াও প্রজেক্ট শুরু হলে, প্রজেক্ট সমাপ্ত করার জন্য সে প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের সহায়তায় বিভিন্ন সরকারি দপ্তর থেকে অর্থ এবং উন্নয়নমূলক কাজ সম্পন্ন করতে তাদেরকে আশ্বস্থ করতো। এছাড়াও এসব প্রজেক্ট বাস্তবায়ন হলে এলাকার উন্নতি হবে মর্মে প্রলুদ্ধ করত। তার প্রতারণায় প্রলুব্ধ হয়ে অনেকেই চাকরি, বদলি, টেন্ডারসহ বিভিন্ন বিষয়ে তদবীর করার জন্য তার সহায়তা চেয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে সে চাকরি প্রত্যাশী, পছন্দমত জায়গায় বদলি প্রত্যাশী সরকারি চাকুরীজীবী, বিভিন্ন ক্রয় বিক্রয় ও উন্নয়নমূলক কাজের টেন্ডারে অংশগ্রহণ করতে ইচ্ছুক ব্যক্তিদের কাছ থেকে টাকার বিনিময়ে কাজ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অর্থ আত্মসাৎ করতে থাকে। এ সময় গ্রেফতারকৃত ইমরান স্বাস্থ্য অধিদপ্তরে কর্মরত তার বিভিন্ন সহযোগীসহ অন্যান্য ক্লায়েন্ট সংগ্রহ করে হরিদাসের নিকট নিয়ে আসত। এসময় হরিদাস এসব ব্যক্তিদেরকে স্বাস্থ্য অধিদপ্তরে বিভিন্ন পদে চাকরি, পদোন্নতি এবং বদলীর বিষয়ে আশ্বস্থ করে তাদের নিকট থেকে মোটা অংকের অর্থ আত্মসাৎ করতো। গ্রেফতারকৃত হরিদাস অত্যন্ত বচনপটু। একবার তার সাথে কেউ পরিচিত হলে তার প্রতারণার খপ্পর হতে বের হতে পারে না।’
 
গ্রেফতার তাওহীদ আরও জানায়, সে প্রতারণার মাধ্যমে প্রাপ্ত অর্থ দিয়ে ২০১৯ সালে ফুলবাড়িয়া এলাকায় প্রায় ১ বিঘা জমি ক্রয় করে প্যারিস সুইমিংপুল এন্টারটেইনমেন্ট পার্ক নামে রিসোর্টের কাজ শুরু করে। ওই কাজ শুরু হলে তার প্রলোভনে আরও অনেকে টাকা লেনদেনের রসিদ ছাড়া তাকে লাখ লাখ টাকা প্রদান করে। ২০২০ সাল প্রায় তিন কোটি টাকা ব্যয়ে রিসোর্টের কাজ শেষ হলে পরবর্তীতে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়। রিসোর্টে প্রবেশ মূল্য ৫০টাকা, সুইমিংপুলে গোসল ১০০ টাকা এবং রিসোর্টের ভিতরে ঘোরাঘুরির জন্য ৫০ টাকা করে টিকেট ক্রয় করতে হতো। দলে দলে পর্যটক তার রিসোর্টে ভিড় করতে থাকে। অনেকে বিবাহ, জন্মদিনসহ বিভিন্ন অনুষ্ঠানের জন্য তার রিসোর্ট ভাড়া নিতে থাকে। তখন সে বিভিন্ন বিত্তশালী ব্যক্তিদের তার রিসোর্টে আমন্ত্রণ জানায় এবং প্রধানমন্ত্রীর সঙ্গে এডিট করা ছবি প্রদর্শন করে তার প্রজেক্টসহ অন্য প্রজেক্টে বিনিয়োগ করতে উৎসাহিত করে। এর মাধ্যমে সে অনেকের কাছ থেকে অর্থ আদায় করতো।
 
গ্রেফতার হরিদাস চন্দ্র ওরফে তাওহীদ ইসলাম প্রতারক চক্রের মূলহোতা। চক্রে তার ৫-৬ জন সহযোগী রয়েছে। তার মোবাইলে বিভিন্ন নম্বর প্রধানমন্ত্রীর পরিবারের এবং নিকটাত্মীয়ের বিভিন্ন সদস্যদের নামে সেইভ করা আছে। সে প্রতারণা করার সময় ওই সেইভ নম্বরগুলোতে কল দিয়ে ভিকটিমকে প্রতারিত করে মোবাইল স্ক্রীনে প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের নাম প্রদর্শন করে। সহজ সরল ভিকটিমরা ওই নম্বরকেই প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নম্বর মনে করে প্রতারিত হয়। প্রকৃতপক্ষে তার কোনো রাজনৈতিক নেতা বা কর্মীর সঙ্গে পরিচয় নেই। তার কোনো দলীয় পরিচয় নেই। প্রতারণা করে অর্থ উপার্জনই তার মূল লক্ষ্য এবং পেশা।
 
গ্রেফতার তাওহীদ ওরফে শ্রী হরিদাস চন্দ্র তরনীদাস ২০১৪ সালে প্রধানমন্ত্রীর সঙ্গে তার একটি ছবি এডিট করে তার ওয়ালপেপারে সংযুক্ত করে রাখেন। তখন থেকে প্রভাবশালী ব্যক্তিদের নাম ভাঙিয়ে কিভাবে অর্থ উপার্জন করা যায় তার ফন্দিফিকির করতে থাকেন। প্রাথমিকভাবে তিনি সফলতা অর্জন করতে পারেননি। ২০১৯ সালে ধর্মান্তারিত হওয়ার পর শ্বশুর বাড়ির পরিচয় ব্যবহার করে ময়মনসিংহ এলাকায় তার প্রতারণার ভিত মজবুত করতে সক্ষম হয়। এ পর্যন্ত প্রতারণার মাধ্যমে তিনি প্যারিস সুইমিংপুল এন্টারটেইনমেন্ট রিসোর্টসহ ময়মনসিংহের ফুলবাড়িয়া এলাকায় নামে বেনামে অনেক জমি ক্রয় করতে সক্ষম হয়। এছাড়াও একাধিক ব্যাংকে তার নামে বেনামে বিভিন্ন একাউন্ট রয়েছে। গোয়েন্দা সূক্রে ওসব একাউন্টে কোটি কোটি টাকা লেনদেনের প্রমান পাওয়া গেছে। তার কাজে বাধা দেওয়ায় সে একজন স্থানীয় নেতাকে প্রকাশ্যে হত্যার হুমকি প্রদান করে। সে বিভিন্ন সরকারী কার্যালয়ে টেন্ডারের বিষয়ে তদবীর করার জন্য প্রধানমন্ত্রীর পরিবারের পরিচয় দিয়ে ফোনালাপ করে টেন্ডারে অংশগ্রহণকারীদের কাছ হতে অর্থ হাতিয়ে নেয়। যদিও সে কাউকে কাজ পাইয়ে দিতে সক্ষম হয়নি। সে স্বর্ণ চোরাচালান ও স্বর্ণের বারের অবৈধ বাণিজ্যের সাথেও জড়িত ছিল বলে গোয়েন্দা তথ্য রয়েছে।

এমএসএম / এমএসএম

হাইকোর্টের রায় স্থগিত, কুমিল্লা-২ আসনে ইসির সীমানা অনুযায়ী হবে নির্বাচন

চানখারপুলে ছয় হত্যা : শেষবারের মতো ট্রাইব্যুনালে ৪ আসামি

আলিফ হত্যা মামলা : চিন্ময়সহ ৩৯ আসামির বিচার শুরু

ছেলেসহ শামীম ওসমানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল

ইসির সীমানা অনুযায়ী ১২ ফেব্রুয়ারিই পাবনার দুটি আসনে নির্বাচন

শতাধিক গুম-খুনের মামলায় জিয়াউলের বিচার শুরু

অব্যাহতি মেলেনি সালমান-আনিসুলের, বিচার শুরুর আদেশ ট্রাইব্যুনালের

সালমান-আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

নির্বাচনে জাতীয় পার্টি ও এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ নয়

জয়-পলকের অভিযোগ গঠন নিয়ে প্রসিকিউশনের শুনানি আজ

দুর্নীতি বন্ধে সুপ্রিম কোর্টের কড়া হুঁশিয়ারি

হাদি হত্যা : আসামি ফয়সালের সাড়ে ৬৫ লাখ টাকা ফ্রিজ