চাঞ্চল্যকর শাকিল হত্যার আসামী র্যাব ২ এর হাতে গ্রেফতার

চাঞ্চল্যকর শাকিল (১৪) হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামী ১৬ বছর পর কুমিল্লায় র্যাবের হাতে গ্রেপ্তার। ২০০৬ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার সপ্তম শ্রেণীর ছাত্র আতিকুর রহমান শাকিল(১৪)কে ধানক্ষেতে রাতের আঁধারে নৃশংসভাবে জবাই ও পায়ের রগ কেটে চাঞ্চল্যকর হত্যা মামলার যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত দুই পলাতক আসামিকে দীর্ঘ ১৬ বছর পর কুমিল্লা থেকে গ্রেফতার করেছে র্যাব-২।
বিগত ২০০৬ সালের ১৫ অক্টোবর ১৯.০০ ঘটিকায় পারিবারিক দ্বন্দ্বের জের ধরে আসামি মোঃ কবির হোসেন(৩৭) এবং মোঃ ইকবাল(৪২)সহ অন্যান্য আসামিরা মিলে আতিকুর রহমান শাকিল(১৪)কে বাড়ী থেকে ডেকে নিয়ে শাকিলের বাড়ীর পশ্চিম পাশে জাহের মিয়ার ধান ক্ষেতে নৃশংসভাবে জবাই করে এবং পায়ের রগ কেটে হত্যা করে। বর্ণিত ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয় (মামলা নং-১৭(১০)২০০৬,জিআর মামলা নং-২৩৯/০৬, ধারা-৩০২/৩৪ পেনাল কোড)। উক্ত ঘটনায় দায়ের কৃত হত্যা মামলায় কসবা থানা পুলিশ ১১ জন আসামিকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে। চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুন্যাল দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে ২০০৯ সালের ১৯ ফেব্রæয়ারি ১১ জন আসামির মধ্যে ০১ জনকে মৃত্যুদন্ড ও ১০ জনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। এদের মধ্যে মৃত্যুদন্ডপ্রাপ্ত ০১ জন ও যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত ০৭ জন আসামি পলাতক রয়েছে। গ্রেফতারকৃত ১) মোঃ কবির হোসেন(৩৭) এবং ২) মোঃ ইকবাল(৪২) আদালতে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত হলেও তারা পলাতক থাকে। পরবর্তীতে ২৫/০৪/২০২২ইং তারিখে মহামান্য হাইকোর্ট উক্ত মামলায় যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত আসামি ১) মোঃ কবির হোসেন(৩৭) এবং ২) মোঃ ইকবাল(৪২) এর যাবজ্জীবন কারাদন্ডের রায় বহাল রাখেন। মহামান্য হাইকোর্টে রায় ঘোষণার সময়ও ১) মোঃ কবির হোসেন(৩৭) এবং ২) মোঃ ইকবাল(৪২) পলাতক ছিল।
এরই ধারাবাহিকতায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি আভিযানিক দল গত ০৮ নভেম্বর ২০২২ইং তারিখ ১৭০০ ঘটিকায় কুমিল্লার বুড়িয়াচং এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত হত্যাকান্ডের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ কবির হোসেন(৩৭), পিতা- রহিছ মিয়া, থানা-কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া এবং মোঃ ইকবাল(৪২), পিতা- রহিছ মিয়া, থানা-কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া’কে দীর্ঘ ১৬ বছর পর গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা হত্যাকান্ডের সাথে সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করে। এছাড়াও গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য যাচাই বাছাই করে ভবিষ্যতে র্যাব-২ এ ধরনের চাঞ্চল্যকর অপরাধে জড়িত দীর্ঘদিনের পলাতক দন্ডপ্রাপ্ত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য অভিযান অব্যাহত রাখবে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএসএম / এমএসএম

শেখ হাসিনার মামলায় তৃতীয় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন তদন্ত কর্মকর্তা

সিনিয়র জেলা ও দায়রা জজ ঢাকা মো: রফিকুল ইসলামের সাথে কোর্ট রিপোর্টাস এসোসিয়েশন ঢাকার সৌজন্য সাক্ষাৎ

আনিসুল হকের সাবেক পিএস তৌফিকা করিমের ১১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

কুষ্টিয়ায় ৬ হত্যা : ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে শুনানি ১৪ অক্টোবর

আবু সাঈদ হত্যা : ৩০ আসামির বিরুদ্ধে অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

শেখ হাসিনার মামলায় মূল তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ আজ

হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

শেখ হাসিনার সঙ্গে তাপস-ইনু-কামালের ফোনালাপ শুনলেন ট্রাইব্যুনাল

বিসিবি সভাপতির চিঠির কার্যকারিতা স্থগিত, নির্বাচনে বাধা নেই

শেখ হাসিনার বিরুদ্ধে ২০তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

বিচারের মধ্য দিয়েই আওয়ামী লীগের ফয়সালা করতে হবে : ট্রাইব্যুনালে নাহিদ

৫ আগস্ট পদত্যাগ করেননি শেখ হাসিনা, দাবি স্টেট ডিফেন্সের

ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন আবু সাঈদকে বাঁচাতে আসা সেই আয়ান
Link Copied