পরিবারের দাবি
দুদকের ইকবালের কারণেই বাছির কারাগারে

আমার স্বামীকে ফাঁসানো হয়েছে। তৎকালীন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের রোষানলে পড়ে আজ আমার স্বামী কারাভোগ করছেন বলে দাবি করেছেন দুদকের সাবেক কর্মকর্তা খোন্দকার এনামুল বাছিরের স্ত্রী রুমানা শাহীন শেফা। তিনি অভিযোগ করে বলেন, বাছির জেলে অথচ দুদকের সেই কর্মকর্তা এখন কানাডা প্রবাসী। সেখানে তিনি বাড়ী কিনে পরিবার নিয়ে বসবাস করছেন। একজন সৎ কর্মকর্তার পক্ষে কানাডার মতো জায়গায় বাড়ী কিনে এমন অভিজাত জীবনযাপন করা সম্ভব কি না প্রশ্ন করেন তিনি।
তিনি দুটি ঘটনার কথা প্রতিবেদককে মনে করিয়ে দেন। বলেন, আপনাদের মনে থাকার কথা দুর্নীতিবিরোধী অভিযানে আলোচিত কর্মকর্তা মো. শরীফ উদ্দিনকে চাকরিচ্যুতের মতো ঘটনা ঘটেছে। এর মাধ্যমে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৃষ্ট ভীতিকর পরিস্থিতির অবসান চেয়ে বর্তমান চেয়ারম্যান মঈনউদ্দীন আব্দুল্ল¬াহ’র কাছে আবেদন করেছেন কর্মকর্তারা। আবেদনের একটি অংশে বলা হয়, ৫৪ (২) বিধি ন্যাচারাল জাস্টিসের পরিপন্থি ও সংবিধানের মূলনীতির সাথে সাংঘর্ষিক মর্মে ইতঃপূর্বে মহামান্য হাইকোর্ট বিভাগ রায়ে উল্লে¬খ করেছেন।
শাহীন শেফা জানান, চিঠির শেষাংশে দুর্নীতি দমন কমিশন কর্মচারী (চাকরি) বিধিমালা, ২০০৮ এর ৫৪ (২) বিধির বিষয়ে আপীল বিভাগে কমিশনের দায়ের করা রিভিশন প্রত্যাহার করে ৫৪ (২) বিধি বাতিলের দাবি করেছেন কর্মকর্তারা। তারমানে হলো বিজ্ঞ আদালতের আদেশকেও বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজেদের মনমতো সিদ্ধান্ত বাস্তবায়ন করেন দুদকের কিছু অসাধু কর্মকর্তা। আর তাদের কারণেই মহৎ উদ্দেশ্যে গঠিত এই কমিশনটির সুনাম ক্ষুণ্ন হচ্ছে। আর সততার পথে থাকা কর্মকর্তা -কর্মচারীরা পড়ছেন ভোগান্তিতে, অন্যায়ের শিকার হচ্ছেন নিরপেক্ষ এবং দক্ষতার সাথে কাজ করা সৎ কর্মকর্তারা।
আরেকটি ঘটনার কথা প্রতিবেদককে জানান শাহীন শেফা। তিনি বলেন, এর-ও আগে ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর, নিরীহ পাটকলশ্রমিক জাহালমের ঘটনায় দুদককে সতর্ক করা হয়েছে। দুদকের চার্জশিটভুক্ত (ভুলভাবে উপস্থাপিত) আসামি শুধু গণমাধ্যমের কারণে আজ মুক্ত। সেই জাহালমকে ১৫ লাখ টাকা দিতে ব্র্যাক ব্যাংককে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি এফ আর নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ। কারণ দুদক আবু সালেহের পর ‘ওরফে’ দিয়ে জাহালমের নাম যুক্ত করেছে। মূলত সোনালী ব্যাংকের প্রায় সাড়ে ১৮ কোটি টাকা জালিয়াতির অভিযোগে আবু সালেক নামের এক ব্যক্তির বিরুদ্ধে ৩৩টি মামলা করে দুদক। কিন্তু তদন্ত কর্মকর্তাদের ভুলে সালেকের বদলে তিন বছর ধরে কারাগারে টাঙ্গাইলের জাহালমকে কাটাতে হয়।
এই দুই ঘটনা ভিন্ন হতে পারে কিন্তু দুদক যে ভুল করে চার্জশিট দাখিল করে-তারও নজির কিন্তু এই সাম্প্রতিক সময়েই দেখা যাচ্ছে। খোন্দকার এনামুল বাছিরের স্ত্রী জানান, হাইকোর্টের আদেশকে অপমান ধরে নিয়েছিলেন তৎকালীন চেয়ারম্যান ইকবাল মাহমুদ। প্রতিহিংসা পরায়ণ হয়ে আমার স্বামীকে কারাগারে পাঠিয়েছেন তিনি। সে কারণেই তদন্তের ক্ষেত্রে কোনো নিয়ম মানা হয়নি। এখানে তদন্ত কোনো বিষয় ছিলো না, তিনি চেয়েছেন খোন্দকার এনামুল বাছিরকে কারাগারে পাঠাবেন, পাঠিয়েছেন। তাঁর কথামতোই কাজ করেছেন অধস্তনরা। চাকরি বাঁচাতে তাঁর মতের বাইরে যাওয়ার কোনো উপায় অন্য কর্মকর্তাদের ছিলো না।
তিনি বলেন, খোন্দকার এনামুল বাছিরের একাউন্টে তখন মাত্র ১২ হাজার টাকা পেয়েছিলো দুদক কর্মকর্তারা। জব্দ তালিকায় কোনো অর্থ নেই, না একাউন্টে, না ক্যাশ। এমনকি আমাদের কারও ব্যাংকেই বা বাড়ীতে এত টাকা কখনই ছিলো না, এখনো নেই। তাহলে এই টাকা গেলো কোথায়? একই সাথে সাবেক ডিআইজি মিজান হুট করে এত টাকা কীভাবে পেলো, কত দিনে এই টাকা সংগ্রহ করলো, তার এত টাকা বৈধ কি না? এসব কোনো কিছুই খতিয়ে দেখেনি দুদক। সুপার ফাস্ট স্পিডে মামলার অভিযোগ, চার্জশিট দাখিল, শুনানি এবং রায় ঘোষণা পর্যন্ত হয়ে গেছে। আমি মনে করি এর প্রত্যেকটি ধারা ছিলো পূর্বপরিকল্পিত এবং নির্ধারিত।
বিচারপতি মো. রইস উদ্দিনের একক বেঞ্চে দুদকের সাবেক কর্মকর্তা খোন্দকার এনামুল বাছিরের জামিনের আবেদন আজ মঙ্গলবার শুনানির জন্য রয়েছে বলে জানান আইনজীবী ফারুক আলমগীর চৌধুরী। বাছিরের আইনজীবী বলেন, একজন সৎ এবং দক্ষ কর্মকর্তাকে যেভাবে ফাঁসানো হয়েছে তা আদালতে তুলে ধরা হবে। আমরা প্রত্যাশা করি বিজ্ঞ আদালত সঠিক সিদ্ধান্ত নিয়ে ন্যায়বিচারকে নিশ্চিত করবেন।
আইনজীবী ফারুক আলমগীর চৌধুরী বলেন, পৃথিবীর সকল সভ্য বিচার ব্যবস্থায় একটি পদ্ধতি অনুসরণ করা হয়। তা হলো-১শ জন অপরাধী ছাড়া পেতে পারে, কিন্তু একজন নিরপরাধ যাতে সাজা না পায়। সভ্যদেশে এই নীতির আলোকেই আইন তৈরী করা হয়। আমরা বিশ্বাস করি কোনো অপরাধ না করেই নিম্ন আদালতে সাজা পাওয়া খোন্দকার এনামুল বাছির উচ্চ আদালতে ন্যায়বিচার পাবেন।
এমএসএম / এমএসএম

শেখ হাসিনার মামলার রায়ের দিন ধার্য হবে ১৩ নভেম্বর

শেখ হাসিনার রায় কবে, জানা যাবে দুপুরে

বিচার প্রক্রিয়ার প্রতি সেনাবাহিনীর শ্রদ্ধাবোধ প্রশংসার দাবিদার

১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

শেখ হাসিনাসহ পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

ট্রাইব্যুনালে আনা হলো হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিল শুনানি শুরু

সাবেক এমপিসহ ১৬ জনের বিরুদ্ধে ১৪তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

আজ আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বেলা ১১টা পর্যন্ত

শেখ হাসিনা-আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের আবেদন

শেখ হাসিনা-কামালের বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ, হবে সরাসরি সম্প্রচার

বাহিনী প্রধানদের কাছে পাঠানো হলো হাসিনাসহ ৩০ জনের পরোয়ানা
