ঢাকা শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

বিআইএফসির সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করবে দুদক


সাজেদা হক       photo সাজেদা হক
প্রকাশিত: ১৫-১১-২০২২ দুপুর ৪:৪৬

বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সিয়াল কোম্পানি লিমিটেড (বিআইএফসি) এর সাবেক চেয়ারম্যান মেজর (অব.) এম এ মান্নান এবং তার প্রতিষ্ঠানের পরিচালক ও কর্মকর্তার বিরুদ্ধে ২৩ কোটি ৮৯ লাখ ৯ হাজার ১৫৩ টাকার স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে আত্মসাতের অভিযোগ এনে মামলা করার প্রস্তুতি নিচ্ছে দুর্নীতি দমন কমিশন। বিকেলে সংবাদ সম্মেলনে এ প্রস্তুতির কথা জানান দুদক সচিব মাহবুব হোসেন। তিনি বলেন, অভিযুক্তের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারা, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২) ধারার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। 

দুদক সচিব সাংবাদিকদের জানান, মেসার্স টেলিকম সার্ভিস এন্টারপ্রাইজ-এর মালিক সিরাজুল ইসলাম, তার স্বাক্ষরে ২৩/০৩/২০০৯ তারিখে বিআইএফসি’র ব্যবস্থাপনা পরিচালক ৬০ দিনের জন্য ১১ কোটি টাকা ঋণের আবেদন করেন। ওই আবেদনে ব্যবস্থাপনা কমিটি ১৮% সুদে এই ঋণ বোর্ডে উপস্থাপন করে। সিকিউরিটি হিসেবে প্রায় ১২ কোটি টাকার (তারিখ বিহীন) স্বাক্ষরিত চেক রাখার কথা বলেও নেয়নি। এমনকি তাদের আবেদনকারীর সিআইবি রিপোর্টও বাংলাদেশ ব্যাংক থেকে সংগ্রহ করা হয়নি। ২৯/০৩/২০০৯ তারিখে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৭৫তম সভায় এই ঋণ অনুমোদনের বিষয়টি আলোচিত হয় এবং ৬ মাসের জন্য ১০ কোটি টাকা ঋণ প্রদানের বিষয়টি অনুমোদিত হয়। কিন্তু বিতরণ করা হয় ১১ কোটি।

আসামি সিরাজুল ইসলাম এবং আসামি আহমেদ করিম চৌধুরীর ভাই, যিনি বিআইএফসি’র এভিপি এন্ড ইউনিট হেড। ঋণগ্রহীতা আসামি সিরাজুল ইসলাম মেজর (অব.) আব্দুল মান্নানের প্রতিষ্ঠান সানম্যান গ্রুপের ডিজিএম। আরেক আসামি কোম্পানির পরিচালক রইস উদ্দিন মেজর (অব.) আব্দুল মান্নানের শ্যালক এবং পরিচালক উম্মে কুলসুম মান্নানের (মেজর মান্নানের স্ত্রী)- ভাই। 

এরআগে মেজর (অব.) আব্দুল মান্নানসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে ২টি মামলা রুজু করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। দুই মামলায় ১৪ কোটি ৩০ লাখ ৬৭ হাজার টাকা তুলে ২৮ কোটি চুরাশি লাখ ৩৫ হাজার ২৯১ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। আগের এই মামলাসহ এ পর্যন্ত ৬৭ কোটি ৪ লাখ ১১ হাজার টাকা আত্মসাতের তথ্য পাওয়া গেছে। 

বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সিয়াল কোম্পানি লিমিটেড (বিআইএফসি) এর সাবেক চেয়ারম্যান মেজর (অব.) এম এ মান্নান এবং তার প্রতিষ্ঠানের পরিচালক ও কর্মকর্তারা পরস্পর যোগসাজসে, একে অন্যের সহায়তায় প্রতারণামূলকভাবে মেসার্স টেলিকম সার্ভিস এন্টারপ্রাইজ এর মালিক সিরাজুল ইসলামের নামে ১১ কোটি টাকা ঋণ মঞ্জুর ও বিতরণ দেখিয়ে সুদ ও আসলসহ গ্রাহক-পাওনা ২৩ কোটি ৮৯ লাখ ৯ হাজার ১২৩ টাকা স্থানান্তর ও রূপান্তর ঘটিয়ে আত্মসাতপূর্বক দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারা, ১৯৪৭ সালের দুর্নীতি  প্রতিরোধ আইনের ৫ (২) এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২) ধারার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।

দীর্ঘদিন কেন্দ্রীয় ব্যাংকের লাল (ঝুঁকিপূর্ণ) তালিকায় বিআইএফসি এর সাবেক  চেয়ারম্যান মেজর (অব.) আবদুল মান্নান। ৫৭টি প্রতিষ্ঠানের নামে বিআইএফসি’র ৬৪০ কোটি টাকা অনিয়মের প্রমাণ পায় বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক পরিচালিত পরিদর্শনের তথ্য অনুযায়ী, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিআইএফসি’র মোট  শেয়ারের ৫৬ শতাংশই মেজর মান্নানের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হাতে, যা আইন পরিপন্থি। এ ছাড়া রইস উদ্দিন আহমেদের নামে রয়েছে ১.২৭ শতাংশ আর মহিউদ্দিন আহমেদের নামে রয়েছে ১.৮৬ শতাংশ শেয়ার। তারা দু’জনেই মেজর মান্নানের শ্যালক। পরিদর্শনে উল্লেখ করা হয়, মেজর মান্নান, তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও আত্মীয় স্বজনের নামে ৫৭ প্রতিষ্ঠানের মাধ্যমে নেয়া মোট ঋণের পরিমাণ ৬৪০ কোটি টাকা। এর মধ্যে ৫৬টি ঋণই এখন মন্দমানের খেলাপি।

 

এমএসএম / এমএসএম

শেখ হাসিনার মামলার রায়ের দিন ধার্য হবে ১৩ নভেম্বর

শেখ হাসিনার রায় কবে, জানা যাবে দুপুরে

বিচার প্রক্রিয়ার প্রতি সেনাবাহিনীর শ্রদ্ধাবোধ প্রশংসার দাবিদার

১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

শেখ হাসিনাসহ পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

ট্রাইব্যুনালে আনা হলো হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিল শুনানি শুরু

সাবেক এমপিসহ ১৬ জনের বিরুদ্ধে ১৪তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

আজ আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বেলা ১১টা পর্যন্ত

শেখ হাসিনা-আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের আবেদন

শেখ হাসিনা-কামালের বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ, হবে সরাসরি সম্প্রচার

বাহিনী প্রধানদের কাছে পাঠানো হলো হাসিনাসহ ৩০ জনের পরোয়ানা

হাসিনার বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন উপদেষ্টা আসিফ মাহমুদ