ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

৬ মাসের জামিন পেলেন দুদকের সাবেক পরিচালক এনামুল বাছির


সাজেদা হক       photo সাজেদা হক
প্রকাশিত: ২১-১১-২০২২ বিকাল ৫:৩৫

দুর্নীতি দমন কমিশনের সাবেক পরিচালক খন্দকার এনামুল বাছিরকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে তার সাজার বিরুদ্ধে করা আপিল শুনানির জন্য নথি প্রস্তুতির নির্দেশ দিয়েছেন আদালত। জামিনাদেশের ফলে তার কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী ফারুখ আলমগীর চৌধুরী। বৃহস্পতিবার বিচারপতি মো. রইস উদ্দিনের এককবেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ফারুখ আলমগীর চৌধুরী। তিনি বলেন, সত্য কখনো চাপা থাকে না। কর্মকালীন সময়ে দুদকের সুনাম বয়ে আনে এমন অনেক কাজ করে সফল হয়েছিলেন খোন্দকার এনামুল বাছির। তিনি ব্যক্তিগত আক্রোশের শিকার হয়েছিলেন, সেই বিষয়টি বিজ্ঞ আদালতকে বোঝাতে সক্ষম হয়েছি। বিজ্ঞ আদালত আমাদের উপস্থাপনে সন্তুষ্ট হয়ে জামিন দিয়েছেন। 

একই আদালতে মূল মামলা চলবে বলেও নথি প্রস্তুতের আদেশ দিয়েছেন। যদিও দুদকের পক্ষে বলা হয়েছিলো যে, খোন্দকার এনামুল বাছিরের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা চলমান, কিন্তু আমরা বিজ্ঞ আদালতকে জানিয়েছি কোনো টাকা জব্দ নাই, এমনকি দুই মোবাইল এবং সিমের কথা মামলাতে উল্লেখ থাকলেও সেগুলোও জব্দ নাই, সুতরাং এ মামলা পরিকল্পিত এবং উদ্দেশ্য প্রণোদিত।  অপরদিকে দুদকের পক্ষে বিজ্ঞ আদালতে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান।

এর আগে ২০১৯ সালের ৯ জুন এটিএন নিউজ-এপ্রচারিত প্রতিবেদনে অবৈধ সম্পদ অর্জনের মামলা থেকে বাঁচতে এনামুল বাছিরকেঘুষ দেন বলে দাবি করেন সাবেক ডিআইজি মিজান।

এ প্রতিবেদনকে সূত্র উল্লেখ করে দুদক সংস্থার সচিব মুহাম্মদ দিলোয়ার বখতকে প্রধান করে তিন সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে। কমিটি ২০১৯ সালের ১০ জুন প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালক বাছিরকে দুদকের তথ্য অবৈধভাবে পাচার, চাকরির শৃঙ্খলাভঙ্গ ও সর্বোপরি অসদাচরণের অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করে কমিশন।

এরপর ২০১৯ সালের ১৬ জুলাই দুদক পরিচালক ও অনুসন্ধান টিমের দলনেতা শেখ মো. ফানাফিল্লাহ মানি লন্ডারিং আইনে সংস্থার ঢাকা-১ সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন। একই বছর ২২ জুলাই এনামুল বাছিরকে  গ্রেফতার করে দুদকের একটি দল। সেই থেকে তিনি কারাগারে আছেন। অপরদিকে দুর্নীতির মামলায় গ্রেফতার ডিআইজি মিজানকে এ মামলায়ও  গ্রেফতার করা হয়।

চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি দুদকের সাবেক পরিচালক খন্দকার এনামুল বাছিরকে ৮ বছর ও পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে ৩ বছরের কারাদণ্ডদেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় দেন।

পরে ওই রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল এবং জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানান খন্দকার এনামুল বাছির। এরপর গত ১৩ এপ্রিল তার আপিল শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট। একইসঙ্গে ৮০ লাখ টাকা জরিমানা স্থগিত করেন উচ্চ আদালত।

পরে গত ২৩ আগস্ট তার জামিন মঞ্জুর করেন হাইকোর্ট। তবে সে আদেশ পরদিন (২৪ আগস্ট) প্রত্যাহার করে নেন হাইকোর্ট। বিচারপতি মো. আশরাফুল কামালের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। তবে পুনরায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানান বাছির। সেই আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে ৬ মাসের জামিন পেলেন দুদকের সাবেক পরিচালক খোন্দকার এনামুল বাছির। 

প্রীতি / প্রীতি

তৌহিদ আফ্রিদির ৭ দিনের রিমান্ড চায় সিআইডি

ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবু সামাসহ দুইজন কারাগারে

শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে সপ্তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুজ্জামানের বিরুদ্ধে ধর্ষণের মামলা খারিজ, প্রতিবাদে বিচারক সম্পর্কে কটূক্তি

তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিলের রায় ৪ সেপ্টেম্বর

সাবেক এমপি সাইফুলসহ ১৬ আসামির বিচার শুরুর নির্দেশ

জুলাই গণহত্যা : শেখ হাসিনার বিরুদ্ধে ষষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ আজ

তারেক রহমান-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি চলছে

সব উপজেলা হাসপাতালে সাপের কামড়ের অ্যান্টিভেনম সরবরাহের নির্দেশ

ধানমন্ডির সেই ৩০০ কোটি টাকার সম্পত্তি বরাদ্দে স্থিতাবস্থা হাইকোর্টের

জুলাই গণহত্যা : শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হতে পারে অক্টোবরে

জিকে শামীমের খালাসের রায় স্থগিত চেয়ে আবেদন

লুট হওয়া পাথর আগের জায়গায় ফেলতে হাইকোর্টের নির্দেশ