ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

সাকিব হত্যার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ৪-১২-২০২২ বিকাল ৬:৩১

রাজধানীর কেরানীগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীতে চাঞ্চল্যকর (ক্লুলেস) পিকআপ ড্রাইভার সাকিব(২০) নামে এক ব্যক্তির হাত-পা বাঁধা লাশ উদ্ধারের ঘটনায় ০১ জন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-২ 

র‍্যাব বলেন গত ০৬ নভেম্বর ২০২২ রাজধানীর কেরানীগঞ্জ মডেল থানাধীন বুড়িগঙ্গা নদীর আটিবাজারগামী শাখা নদীর পার হতে হাত-পা বাঁধা ও মুখমন্ডল কস্টেপ পেচানো অবস্থায় ০১ ব্যক্তির মরাদেহো উদ্ধার করা হয়। পরবর্তীতে মরাদেহোটি পিকআপ চালক সাকিবের বলে শনাক্ত করে তার চাচা। উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের চাচা মোঃ জামাল(৩৭) অজ্ঞাতনামা আসামিদের আসামি করে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন মামলা নং ২৭/৬২২ র‍্যাব বলেন এই ঘটনায় দেশব্যাপী বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় র‌্যাব-২ এ বিষয়ে ছায়া তদন্ত শুরু করে এবং আসামি গ্রেফতারের উদ্দেশ্যে গোয়েন্দা নজরধারী বৃদ্ধি করে।

পরবর্তীতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল দীর্ঘদিন এই ক্লুলেস হত্যাকান্ডের মূল আসামিদের গ্রেফতার করতে তথ্য উপাত্ত সংগ্রহ করে। উক্ত হত্যাকান্ডের সাথে জড়িত মোঃ মিজানুর রহমানকে গত ০২/১২/২০২২ তারিখে গ্রেফতার করে র‌্যাব-২। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি উক্ত হত্যাকান্ডের সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে। এরপর মোঃ মিজানুর রহমানের দেওয়া তথ্য অনুযায়ী গত ০৩/১২/২০২২ তারিখে উক্ত হত্যা মামলার আরেক অজ্ঞাত আসামি রাজধানীর কামরাঙ্গীচর এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ এর আভিযানিক দলটি রাজধানীর কামরাঙ্গীচর এলাকায় অভিযান পরিচালনা করে ১) মোঃ নাইমুল হোসেন ওরফে সিয়াম (২২) পিতা- আরিফুল ইসলাম, থানা-দেবীদ্বার জেলা- কুমিল্লা‘কে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি উক্ত হত্যাকান্ডের সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে। আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে একটি কুরিয়ার সার্ভিস কোম্পানিতে চাকুরী করত। ২ মাস আগে তার চাকুরী চলে যায়। চাকুরি চলে যাওয়ার কারণে সে বিভিন্ন জায়গায় চুরি ও ছিনতাই এর কাজ করত। এই ছিনতাইয়ের টাকার তার সংসার চলছিল না। তখন সে এবং তার আরো দুই বন্ধু (মোঃ মিজানুর রহমান) মিলে প্ল্যান করে একটি গাড়ি ছিনতাই করে সেটি গ্রামে বিক্রি করে যে টাকা আসবে সেই টাকা দিয়ে তারা একটি ব্যবসা করবে। পরবর্তীতে তারা রায়ের বাজার যায় এবং একটি গাড়ি ভাড়া করে ৫০০/- টাকা অগ্রীম দিয়ে চলে আসে। পরেরদিন তারা প্ল্যান মাফিক গাড়ির ড্রাইভার সাকিবকে মোবাইলে কল করে আরশিনগর আসতে বলে। গাড়ির ড্রাইভার সাকিব সেখানে গেলে তারা বলে আমরা মুন্সীগঞ্জ যাব। সাকিব মুন্সিগঞ্জ যেতে রাজি না হলে তারা তাদের রুমে ডেকে নিয়ে যায়। রুমে নিয়ে যাওয়ার পর কথাকাটাকাটির এক পর্যায় তারা সাকিবের হাত-পা বেঁধে ফেলে এবং কালো কসটেপ দিয়ে তার মুখ ও মাথা পেচিয়ে ফেলে। এরপর রাত ১২ টার দিকে তারা নদীর দিকে নিয়ে গিয়ে নদীতে ফেলে দেয়। পরবর্তীতে পিকআপ ড্রাইভার সাকিবের হাত-পা বাধাঁ লাশ উদ্ধার করা হয়। আটককৃত আসামির দেওয়া তথ্য উপাত্ত বিশ্লেষন করে এই হত্যাকান্ডের সাথে জড়িত অন্য আসামিকে গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। 

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / এমএসএম

প্লট বরাদ্দে দুর্নীতি : শেখ হাসিনাসহ ১২ জনের রায় ২৭ নভেম্বর

গুমের মামলায় শেখ হাসিনার হয়ে লড়বেন জেডআই খান পান্না

মানবতাবিরোধী অপরাধ : ট্রাইব্যুনালে ১৩ সেনা কর্মকর্তা

আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে : আইন উপদেষ্টা

সাকিব আল হাসানকে দুদকে তলব

মেজর সিনহা হত্যা : ওসি প্রদীপ-লিয়াকতের মৃত্যুদণ্ড বহালের রায় প্রকাশ

রাজসাক্ষী আবজালুলের জেরা ঘিরে ট্রাইব্যুনালে হট্টগোল

সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল

‘ওসি সায়েদ ও এএসআই বিশ্বজিৎ ছয়টি মরদেহ পেট্রোল ঢেলে পুড়িয়ে দেন’

ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটের কাছে যাবে হাসিনার রায়ের কপি

৫ ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

ট্রাইব্যুনাল এলাকায় আজও সেনা-বিজিবির কঠোর নিরাপত্তা

হাসিনা-কামালের ফাঁসির রায়ের কপি যাচ্ছে যেসব মন্ত্রণালয়ে