ঢাকা শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

বিধিনিষেধের ১৩ দিনে ঢাকায় গ্রেপ্তার ১১ হাজার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-৭-২০২১ বিকাল ৬:২২

করোনা সংক্রমণ ঠেকাতে কঠোর বিধিনিষেধে পরিবহন, দোকান-শপিংমল অফিস আদালতসহ ইমাজেন্সি সার্ভিস ছাড়া সব বন্ধ ছিলো। তবে কথা রাখেনি কেউ। রাজধানীতে গত ১৩ দিনে লকডাউনের বিধিনিষেধ অমান্য করে ঘরের বাইরে বের হওয়ায় ১১ হাজার ৪৩৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর মধ্যে থানা পুলিশ গ্রেপ্তার করেছে ৮ হাজার ৫৪০ জন এবং মোবাইল কোর্ট পরিচালনা করে গ্রেপ্তারের পর সাজা দেওয়া হয়েছে ২ হাজার ৮৯৪ জনকে। এ সময় জরিমানা হিসেবে আদায় করা হয়েছে ২ কোটি ৫ লাখ ৩৯ হাজার ৯০৫ টাকা, যা সরকারি কোষাগারে জমা হয়েছে।

বুধবার ডিএমপির (মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডিএমপির ৮টি বিভাগের রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকা থেকে জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিধিনিষেধ উপেক্ষা করে অকারণে ও নানা অজুহাতে ঘর থেকে বের হওয়ায় ও বিধিনিষেধে প্রতিষ্ঠান খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের মাধ্যমে বিধিনিষেধ অমান্য করে ঘরের বাইরে বের হওয়ায় ১১ হাজার ৪৩৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর মধ্যে থানা পুলিশ গ্রেপ্তার করেছে ৮ হাজার ৫৪০ জন এবং মোবাইল কোর্ট পরিচালনা করে গ্রেপ্তারের পর সাজা দেওয়া হয়েছে ২ হাজার ৮৯৪ জনকে। এ সময় জরিমানা হিসেবে আদায় করা হয়েছে ২ কোটি ৫ লাখ ৩৯ হাজার ৯০৫ টাকা, যা সরকারি কোষাগারে জমা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত সরকার ঘোষিত কঠোর লকডাউনের বিধিনিষেধ বাস্তবায়নে রাজধানীতে কাজ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপির ক্রাইম বিভাগ ও ট্রাফিক বিভাগ একযোগে সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী মানুষকে ঘরে থাকতে সচেতন করার পাশাপাশি বিধিনিষেধ অমান্যকারীদের গ্রেপ্তার, জেল ও জরিমানা করে। তবে শাস্তিপ্রাপ্ত নাগরিকদের মধ্যে বেশিরভাগই ছিল নিম্ন আয়ের মানুষ।

ডিএমপি সূত্রে জানা গেছে, ১ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত ডিএমপির ক্রাইম বিভাগ ৮ হাজার ৫৪০ জনকে গ্রেপ্তার করে। মোবাইল কোর্টে সাজা দেওয়া হয় ২ হাজার ৮৯৪ জনকে। ১৩ দিনে ক্রাইম বিভাগ ৩৭ লাখ ৭৯ হাজার ৬৩০ টাকা জরিমানা আদায় করে। অপরদিকে এই সময়ে ডিএমপির ট্রাফিক বিভাগ বিভিন্ন গাড়ির বিরুদ্ধে ৭ হাজার ৩৯৫টি মামলা করেছে। এ বাবদ জরিমানা আদায় করা হয়েছে ১ কোটি ৬৭ লাখ ৬০ হাজার ২৭৫ টাকা। অর্থাৎ ক্রাইম ও ট্রাফিক বিভাগ এসময় ২ কোটি ৫ লাখ ৩৯ হাজার ৯০৫ টাকা আয় করে সরকারি কোষাগারে জমা দিয়েছে। যদিও পুলিশ এটিকে আয় বলতে রাজি নয়। তারা এটিকে শাস্তি হিসেবেই দেখছে এবং জরিমানার টাকাকে বলা হচ্ছে শাস্তি থেকে অনাকাঙ্ক্ষিত আয়।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাহাতাব উদ্দিন বলেন, ‘বিধিনিষেধ না মানায় শাস্তি হিসেবে তাদের এ জরিমান করা হয়েছে। এটা কোন বাড়তি আয় নয়। সরকারি নির্দেশ অমান্য করা শাস্তির মধ্যে পরে।

এদিকে, বিধিনিষেধের ১৩ দিনে সড়কগুলোর বিভিন্ন জায়গায় তীব্র যানজট লক্ষ্য করা গেছে। গণপরিবহনগুলো না চললেও প্রাইভেট কার, মাইক্রোবাস, জরুরি সেবা সংস্থার গাড়ি এবং খোলা থাকা অফিসের কর্মীদের বহনের গাড়িতে অনেকটাই পুরনোরূপে ফিরেছে রাজধানীর ট্রাফিক সিগন্যালগুলো। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেকপোস্ট থাকলেও তা চলছে ঢিলেঢালাভাবেই।

লকডাউনের ১৪ তম বা শিথিলের শেষ দিনেও সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে বিধিনিষেধ পালনে অনীহা লক্ষ্য করা গেছে। সকাল থেকে নগরীর দৈনিক বাংলা, ফকিরাপুল, আরামবাগ, কমলাপুর, কাকরাইল, পল্টন, শাহবাগ, বাংলামোটর, কাওরান বাজারসহ বিভিন্ন এলাকা ঘুরে প্রায় একই রকম চিত্র পাওয়া গেছে।

এর আগে মঙ্গলবার ঈদকে সামনে রেখে করোনার উচ্চ সংক্রমণের মধ্যেও চলমান কঠোর বিধিনিষেধ ২৩ জুলাই পর্যন্ত শিথিল করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তবে ঈদের পর আবারও ১৪ দিনের জন্য কঠোর বিধিনিষেধ দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়েছে- ১৪ জুলাই মধ্য রাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত পর্যন্ত চলমান বিধিনিষেধ শিথিল করা হলো। একইসঙ্গে ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত ফের কঠোর বিধিনষেধ আরোপ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পবিত্র ঈদুল আযহা উদ্‌যাপন, জনসাধারণের যাতায়াত, ঈদ পূর্ববর্তী ব্যবসা-বাণিজ্য পরিচালনা, দেশের আর্থ-সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে আরোপিত সকল বিধি-নিষেধ শিথিল করা হলো। তবে এ সময়ে সর্বাবস্থায় জনসাধারণকে সতর্কাবস্থায় থাকা এবং মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে।

প্রজ্ঞাপনে নতুন করে বিধিনিষেধ আরোপের কথা উল্লেখ করে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগ সংক্রমণের পরিস্থিতি বিবেচনায় ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত বিধিনিষেধ আরোপ করা হবে।

প্রসঙ্গত, কঠোর বিধিনিষেধ প্রতিপালনে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

একইদিন বুধবার ৩০ জুন সকালে সংবাদ সম্মেলন ডেকে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, অকারণে কেউ ঘর থেকে বের হলে গ্রেপ্তার করা হবে। দণ্ডবিধির ২৬৯ ধারায় মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হবে। 

প্রীতি / প্রীতি

বিচারপতি আক্তারুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি

জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

আবু সাঈদ হত্যা মামলায় ২য় দিনের সাক্ষ্যগ্রহণ আজ

ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে সিজারের রিট কার্যতালিকা থেকে বাদ

ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনব না : হাইকোর্ট

‘র‌্যাবের বন্দিশালায় থাকা ব্যারিস্টার আরমানের মুক্তির চেষ্টা করেছি’

জিএম কাদের ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

শেখ হাসিনার মামলায় রাজসাক্ষী মামুনের জেরা শুরু

সর্বোচ্চ আদালতের রায়ে প্রমাণিত তারেক রহমান নির্দোষ : কায়সার কামাল

২১ আগস্ট গ্রেনেড হামলা : তারেক রহমান-বাবরের খালাসের রায় বহাল

২১ আগস্ট গ্রেনেড হামলা : তারেক রহমান-বাবরের খালাসের রায় বহাল

ডাকসু নির্বাচনে বাধা নেই

ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগে শুনানি চলছে