ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

নেতৃত্বের দৌড়ে এগিয়ে যারা


সিরাজুল ইসলাম photo সিরাজুল ইসলাম
প্রকাশিত: ১৫-১২-২০২২ দুপুর ৩:২৮

চার বছর পর ২ ডিসেম্বর রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যৌথভাবে অনুষ্ঠিত হয়েছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের সম্মেলন। ২৪ ডিসেম্বরের মধ্যে কমিটি ঘোষণা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে সম্মেলনের তারিখ ঘোষণা হওয়ার পর থেকেই দৌড়ঝাঁপ শুরু করেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার সভাপতি-সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীরা। কমিটি না হওয়ায় যা এখনো অব্যাহত রয়েছে। 

তবে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে পারিবারিক পরিচয়, সংকটে দলের পাশে থাকা, বিতর্কমুক্ত, শিক্ষার্থীবান্ধব পদপ্রত্যাশীদের বিবেচনায় রাখছেন আওয়ামী লীগের হাইকমান্ড। এসব শর্ত বিবেচনায় কয়েক ডজন পদপ্রত্যাশী নেতৃত্বের দৌড়ে এগিয়ে রয়েছেন।জানা গেছে, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ছাত্রলীগের শীর্ষ দুই পদে আসতে তিন শতাধিত নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করলেও এরমধ্যে অর্ধশতাধিক পদপ্রতাশী এগিয়ে আছেন বলে জানিয়েছেন নেতাকর্মীরা। সংগঠনের গুরুত্বপূর্ণ পদে আসতে আওয়ামী লীগ নেতাদের কাছে দৌড়ঝাঁপ করছেন পদপ্রত্যাশীরা। বিভিন্নভাবে নিজেদের সক্রিয়তা জানান দিচ্ছেন তারা। সব মিলিয়ে ব্যস্ত সময় পার করছেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সভাপতি-সাধারণ সম্পাদক পদ প্রার্থীরা।

আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, পদপ্রত্যাশীদের মধ্যে যাদের সাংগঠনিক সক্ষমতা আছে, রয়েছে ক্লিন ইমেজ, যাদের পরিবারের সঙ্গে জামায়াত-বিএনপির সংশ্লিষ্টতা নেই এবং অসাম্প্রদায়িক চেতনার অধিকারী, তারাই আগামীর নেতৃত্বে আসবেন। তবে নেতৃত্ব নির্বাচন করার ক্ষেত্রে ছাত্রলীগের সাংগঠনিক অভিভাবক শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানান দলটির নেতারা।

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের নেতৃত্বের দৌড়ে আলোচনায় যারা: ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের শীর্ষ নেতা হওয়ার দৌড়ে আলোচনায় রয়েছেন উপকর্মসূচি ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক রিজভী আহমেদ বুলবুল, দপ্তর সম্পাদক সাদ্দাম, উপদপ্তর সম্পাদক জাকওয়ান হুসাইন, সহ-সভাপতি সোহেল মিয়া, সাংগঠনিক সম্পাদক রাজিবুল ইসলাম বাপ্পি, সাবেক সাংগঠনিক সম্পাদক সালমান খান প্রান্ত, আদাবর থানা ছাত্রলীগের সভাপতি রিয়াজ। এ ছাড়া কলাবাগান থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বিপ্লব পদপ্রত্যাশীদের মধ্যে আলোচনায় রয়েছেন। ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের উপকর্মসূচি ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক রিজভী আহমেদ বুলবুল বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও চেতনা বুকে ধারণ করে আওয়ামী লীগ সভাপতি দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক যখন যে দায়িত্ব পেয়েছি, সততা ও নিষ্ঠার সাথে পালন করেছি। ছাত্রলীগের একমাত্র অবিভাবক শেখ হাসিনা আমাকে যেখানে দায়িত্ব দেবেন, সেখানেই শতভাগ সততার সাথে তা পালন করব, ইনশাআল্লাহ।

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের নেতৃত্বের দৌড়ে আলোচনায় যারা: এই ইউনিটে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম নাঈম। এ ছাড়া আরও আলোচনায় রয়েছেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত, এস এম রাকিবুল হাসান, সাংগঠনিক সম্পাদক এস এম সায়েম, সহ-সভাপতি বারেক হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সংস্কৃতি বিষয়ক উপসম্পাদক মাইনুল হাওলাদার, ওয়ারী থানা ছাত্রলীগের সভাপতি রাফি, মুগদা থানা ছাত্রলীগের সভাপতি রতন মিয়া, রমনা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম নাঈম বলেন, বাংলাদেশ ছাত্রলীগের একমাত্র অভিভাবক আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যাকে যোগ্য মনে করবেন তাকেই দায়িত্ব দেবেন। দীর্ঘদিন মহানগর দক্ষিণ ছাত্রলীগের বিভিন্ন দায়িত্ব পালন করছি। এখন শীর্ষ পদে দায়িত্ব পেলে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগকে আরও গতিশীল করব। এর আগে, ২০১৮ সালের ২৫ এপ্রিল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সম্মেলন হয়েছিল। গঠনতন্ত্র অনুযায়ী, মহানগর ছাত্রলীগের কমিটির মেয়াদ এক বছর। তবে করোনাভাইরাসের কারণে মেয়াদ শেষে নতুন কমিটি বা সম্মেলন কোনোটিই অনুষ্ঠিত হয়নি। এবার দীর্ঘ চার বছর পর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের নতুন কমিটি হতে যাচ্ছে। 

এমএসএম / এমএসএম

শোকজের জবাব দেবেন বিএনপি নেতা ফজলুর রহমান

কাঠামোগত পরিবর্তন না এলে নির্বাচন প্রত্যাখ্যান করব: নাহিদ ইসলাম

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ফিরোজায় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

পাঞ্জাবি পরা একজন আমাকে প্রথমে ধাক্কা দিয়েছেন : রুমিন ফারহানা

বিএনপির আ.লীগ বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা : হাসনাত আবদুল্লাহ

রাষ্ট্রের সিস্টেমটাই হয়ে গেছে ‘দখলের’ : মির্জা ফখরুল

নির্বাচনের আগেই জুলাই সনদের আইনী স্বীকৃতি দিতে হবে, সংস্কার না করে পুর্বের নিয়মে নির্বাচন হতে পরে না-পীর সাহের চরমোনাই

যারা নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করছে তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়

অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হলে গণতন্ত্র ফিরবে না: আনিসুল ইসলাম মাহমুদ

নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে, সতর্ক থাকতে বললেন গয়েশ্বর

এনসিপির নেতার কথোপকথন ভাইরালঃ ‘দেখো আরও পাঁচ লাখ নিতে পারো কি না’

দল নিবন্ধনের প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ এনসিপিসহ ১৬ দল

অতি শিগগির আপনাদের সঙ্গে সরাসরি দেখা হবে: তারেক রহমান