ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

ইআরডির সেমিনারে মসিউর রহমান

আইএমএফ ঋণ দিলে অন্য সংস্থাগুলোও দেবে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-১২-২০২২ বিকাল ৭:৩০

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান বলেছেন, আইএমএফের ঋণ পাওয়া মানেই হলো চারিত্রিক সনদের মতো। অর্থাৎ আগে যেমন কোন গেজেটেড কর্মকর্তার কাছ থেকে চারিত্রিক সনদ নিতে হতো। সেরকম আইএমএফ বাজেট সহায়তা হিসেবে ঋণ দিলে সেটি কোন দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা সুষ্ঠু হওয়া বোঝায়। এটি হলে অন্য দেশ বা সংস্থা সহজেই ঋণ দিতে আগ্রহ প্রকাশ করবে। সেই সঙ্গে বিনিয়োগও আসবে। 

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) "সাউথ সাউথ এন্ড ট্রাঙ্গুলার কো-অপারেশন: ট্যাপিং নিউ অপারচ্যুনেটিস" শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর হোটেল সোনারগাঁও এ সেমিনারের আয়োজন করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং ইউএনডিপি। নলেজ ফর ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট  প্রকল্পের আওতায় এটি অনুষ্ঠিত হয়েছে।

ইআরডির সচিব শরিফা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ইউএন রেসিডেন্ট কো-অর্ডিনেটর গুয়েন লুইস এবং ইউএনডিপি'র আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশের সিইও এন্ড চেয়ারম্যান এম.মাশরুর রিয়াজ এবং রিসার্স এন্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (পিআরআই) চেয়ারম্যান ড. এম,এ, রাজ্জাক।  সেমিনারে বক্তব্য দেন ইআরডির অতিরিক্ত  সচিব  ফয়জুল ইসলাম, ইউএনডিপির কান্ট্রি ইকোনস্টি ড. নাজনিন আহমেদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মসিউর রহমান আরও বলেন, রিজার্ভ  কমে যাওয়া এবং জিনিশপত্রের দাম বৃদ্ধি পাওয়া নিয়ে আমরা খুব চিন্তিত আছি। বাংলাদেশে জিনিশপত্রের দাম বৃদ্ধি হয়েছে আর্ন্তজাতিক কারণে। করোনা মহামারী এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারনে সরবরাহ চেইন ব্যাহত হয়েছিল। তবে এখন অনেক পণ্যের  দাম কমেছে। সংকট অব গভীর ও দীর্ঘস্থায়ী হবে না। শিগগিরই কেটে যাবে।  তিনি বলেন দক্ষিণ ও দক্ষিণে  বাণিজ্যের ক্ষেত্রে সমস্যা হচ্ছে বিনিময় মুদ্রা। একক কোন মুদ্রা থাকলে ভালো হতো।

মূল প্রবন্ধে এম. মাশরুর রিয়াজ বলেন, নলেজ শেয়ারিং এর মাধ্যমে  দক্ষিণ এবং দক্ষিন সহযোগীতার ক্ষেত্রে অনেক সমস্যার সমাধান সম্ভব। এলডিসি উত্তরণের পর বাংলাদেশেল অষুধ শিল্প সমস্যায় পড়বে। এছাড়া অনেক ক্ষেত্রে  তুন নতুন চ্যালেঞ্জ আসবে। এজন্য প্রাতিষ্ঠানিক সক্ষতা বৃদ্ধির বিকল্প নেই।

এম,এ,রাজ্জাক বলেন, দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার ক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। এগুলোর মধ্যে অন্যতম হলো নলেজ শেয়ারিং এর অভাব, আমদানী-রপ্তানির মধ্যে সামঞ্জ্যহীনতা,  রপ্তানি পণ্য বহুমুখীকরণ না হওয়া, কানেক্টিভিটি জোড়দারকরণ, এলডিসি উত্তরণে আর্ন্তজাতিক বাণিজ্যের  ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ এবং শুল্ক ও অশুল্ক বাঁধা ইত্যাদি। এসব ক্ষেত্রে  সমস্যা সমাধানে বিশেষ উদ্যোগ  নিতে হবে। 

শরিফা খান বলেন, বৈশ্বিক পরিস্থিতি এবং কোভিড-১৯ পরবর্তী অবস্থায় দক্ষিণ-দক্ষিণ  সহযোগীতার মাধ্যমে রাষ্ট্রগুলোর পারস্পারিক সম্পর্ক উন্নয়ন করতে হবে। সেই সঙ্গে এসডিজির লক্ষ্য বাস্তবায়নে এগিয়ে যেতে হবে। বক্তারা বলেন, স্বল্পেন্নত দেশ থেকে উত্তরণের ক্ষেত্রে দক্ষিণ দক্ষিণ সহযোগীতা গুরুত্বপূর্ণ। বিশেষ করে চীন ও ভারতে রপ্তানি বাড়ানোর ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিতে হবে।

সুজন / সুজন

বরবটি-করলার সেঞ্চুরি, কাঁচা মরিচের ডাবল সেঞ্চুরি

ব্রয়লার ১৬৫, ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

৩০ বছর পর মাতারবাড়ী-মহেশখালীকে সাংহাই-সিঙ্গাপুরের মতো দেখতে চাই

এলপি গ্যাসের দাম কমলো ৩ টাকা

সবজির পর দাম বেড়েছে মুদি পণ্যের, চড়বে আলুর বাজারও

চট্টগ্রাম বন্দরে জট কমাতে দীর্ঘদিন পড়ে থাকা ১০০০ কনটেইনার বিক্রি

ডিজিটাইজেশন না হওয়ায় সময়ের কাজ সময়ে হয় না: এনবিআর চেয়াম্যান

ন্যূনতম কর একটা কালাকানুন: এনবিআর চেয়ারম্যান

শাহজালালে নারী যাত্রীর লাগেজ থেকে ১৩০ কোটি টাকার কোকেন জব্দ

চট্টগ্রাম বন্দরে মাশুল বাড়বে ৪১ শতাংশ, বৈঠকে বসছে নৌ মন্ত্রণালয়

ইলিশের দেখা মিললেও দামে হাত পোড়ার জোগাড়

৮০ টাকার নিচে নামছেই না সবজি

এক মোটরসাইকেলে ৪ জন, প্রাইভেটকারের ধাক্কায় নিহত ৩