ঢাকা মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়নে কাজ করছে স্বপ্ন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-১২-২০২২ দুপুর ১০:৫৫

উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়নে কাজ করছে স্বপ্ন শীর্ষক প্রকল্প । দেশের বিভিন্ন জেলার তৃণমূল পর্যায়ে সুবিধাবঞ্চিত গ্রামীণ হতদরিদ্র নারীদের গ্রামীণ সড়ক ও অন্যান্য অবকাঠামো মেরামত কাজে নিয়োজিত করে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদানের সাথে সাথে বাধ্যতামূলক সঞ্চয় সৃষ্টি করে কাঙ্খিত মানবিক ও কারিগরী দক্ষতা উন্নয়নের মাধ্যমে আয়বৃদ্ধিমূলক কর্মকান্ডে সম্পৃক্ত করার উদ্দেশ্যে কাজ শুরু করে। প্রকল্পের বাস্তবায়ন সহযোগী হিসেবে কাজ করছে ইউএনডিপি বাংলাদেশ, ম্যারিকো বাংলাদেশ লিঃ এবং সুইডেন দূতাবাস।

প্রকল্পের উদ্দেশ্য গুলোর হচ্ছে কর্মদক্ষতা বৃদ্ধির মাধ্যমে উৎপাদনশীল কর্মসংস্থান সৃষ্টি করা; গ্রামাঞ্চলের দারিদ্র্য বিমোচন এবং উন্নয়ন কর্মসূচী-তে নারীদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিতকরণের মাধ্যমে “স্বপ্ন” প্রকল্প-কে একটি টেকসই প্রকল্প হিসেবে প্রতিষ্ঠিত করা; উপকূলীয় এবং খাদ্য ঘাটতি প্রবন চরম দরিদ্র অঞ্চলের দু:স্থ ও অসহায় নারীদেরকে “দরিদ্র ফাঁদ” হতে উত্তরনের উপায় উদ্ভাবন;বাংলাদেশ সরকারের দারিদ্র্য বিমোচন কৌশল এবং সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আলোকে দারিদ্র্য বিমোচনে একটি সমম্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করা।

এই প্রকল্পের সফলতা হিসাবে মোট ১২,৪৯২ জন হতদরিদ্র, সুবিধাবঞ্চিত, অসহায়, বিধবা/স্বামী পরিত্যক্তানারীদেরকে নিয়োজিত করে ১৪,৫৬৭টি গ্রামীণ সড়ক ও অবকাঠামো রক্ষণাবেক্ষণ কাজ সম্পাদন করা হয়েছে।

গ্রামীণ সড়ক ও অবকাঠামো রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজের মজুরি বাবদ ১০৮.২০ কোটি টাকা মোবাইল আর্থিক সেবার মাধ্যমে সমুদয় মজুরি প্রদান করা হয়েছে। ১০০ ভাগ উপকারভোগীকে ই-পেমেন্ট এর আওতায় আনা সম্ভব হয়েছে যা মজুরী প্রদানে স্বচ্ছতা নিশ্চিত করেছে। সকল উপকারভোগী গড়ে ২-৩ টি করে আয় বৃদ্ধিমূলক কাজে নিয়োজিত। সঞ্চয়ের মনোভাব গড়ার মাধ্যমে উপকারভোগীদেরকে নিয়ে মোট ৬৬৯টি ঘূর্ণায়মান টানা সমিতি গঠন করা হয়েছে এবং তাদের ঘূর্ণায়মান সঞ্চয়ের পরিমান প্রায় ১৬ কোটি টাকা।

সকল উপকারভোগীকে ৭টি বিষয়ে জীবন দক্ষতা প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ফলশ্রুতিতে তাদের মাঝে নেতৃত্ব উন্নয়ন, নারী অধিকার, স্বাস্থ্য ও পুষ্টি, নারী-পুরুষ স¤পর্ক উন্নয়ন, স্বশিক্ষণ সহজ হিসাব, ক্ষুদ্র উদ্যোক্তাদের করণীয়, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবেলার কৌশল বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি পেয়েছে।

স্থানীয় বাজার সম্ভাব্যতা যাচাই এবং মহিলাদের যোগ্যতা, অভিজ্ঞতা ও মনোভাবের উপর ভিত্তি করে প্রশিক্ষণ চাহিদা নিরূপণের মাধ্যমে ১২,৪৯২ জন নারী উপকারভোগীর জন্য বিভিন্ন বিষয়ে আয় বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষিত নারীদেরকে স্থানীয়ভাবে লাভজনক বিভিন্ন আয়-বৃদ্ধিমূলক কর্মকান্ডে সম্পৃক্ত করা হয়েছে এবং আয়-বৃদ্ধিমূলক কর্মকান্ড উন্নয়নে প্রাতিষ্ঠানিক সহযোগিতা প্রদান নিশ্চিত করা হয়েছে।উপকারভোগীদের মোবাইল নম্বর সম্বলিত মোবাইল ডিরেক্টরি মুদ্রিত হয়েছে যার মাধ্যমে উপকারভোগীদের সাথে যোগাযোগ করে প্রকল্পের কার্যক্রম এবং তাদের আর্থসামাজিক অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়।মন্ত্রীপরিষদ বিভাগ কর্তৃক পরিচালিত জরিপে অন্যতম সেরা সামাজিক সুরক্ষা প্রকল্প হিসেবে স্বপ্ন প্রকল্পটি বিবেচিত হয়েছে। জাতীয়

সামাজিক নিরাপত্তা কৌশল পত্রে ২০০ টি উপজেলায় স্বপ্ন প্রকল্প সম্প্রসারণের জন্য সুপারিশ করা হয়েছে।

 আনুষ্ঠানিক নিয়োগের লক্ষ্যে ৫৮৮ জন নারী উপকারভোগী ব্যাচভিত্তিক প্রশিক্ষণ গ্রহণপূর্বক পোষাক ও চামড়াজাত শিল্পে চাকুরী পেয়েছে। ইউএনসিডিএফ এর সহায়তায় সাতক্ষীরায় একটি মিনি-গার্মেন্টস প্রতিষ্ঠা করা হয়েছে যেখানে ৬০ জন উপকারভোগীর কর্মসংস্থান হয়েছে। কুড়িগ্রামে ২ টি সমিতি - স্বপ্ন নারী কল্যাণ সমিতি এবং কল্যাণী নারী কল্যাণ সমিতি গঠন করা হয়েছে যা সমবায় অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত হয়েছে। উপকারভোগীদের তত্ত্বাবধানে স্বল্পমূল্যের স্যানিটারি ন্যাপকিন উৎপাদিত হচ্ছে এবং ফুলবাড়িতে সমিতির নিজস্ব ৮ শতক জমিতে টঘঈউঋ ও ঊঝউঋ এর ৩ কোটি ৩৭ লক্ষ টাকা বিনিয়োগের মাধ্যমে পাস্তুরিত দুগ্ধ উৎপাদন কেন্দ্র প্রতিষ্ঠার কার্যক্রম চলমান রয়েছে, যার ফলে প্রায় ২০০ উপকারভোগী তাদের উৎপাদিত দুধ ন্যায্য মূল্যে বিক্রী করতে পারবেন।শিক্ষানবিশ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় ৬২২ জন নারী উপকারভোগী-কে স্থানীয় দর্জি/ বাটিক/ হস্তশিল্প প্রতিষ্ঠানে সংযুক্ত করে তাদের দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হয়েছে।গাইবান্ধা জেলার (আশ্রয়ণ প্রকল্পে) আর্সেনিক ও আয়রনমুক্ত সুপেয় পানি শোধনাগার স্থাপন করা হয়েছে। গাইবান্ধা এবং জামালপুরে ২০০ উপকারভোগীর বসতভিটা উঁচুকরণের কাজ স¤পন্ন হয়েছে। জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ১০১ জন ভূমিহীন উপকারভোগীকে আশ্রয়ন প্রকল্পের জলবায়ু সহনশীল ঘর প্রদান করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তনের অভিযোজন কৌশল বিষয়ে ইউনিয়ন পরিষদকে শক্তিশালীকরণের লক্ষ্যে ১৭১ টি ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ৫,৪৭২ জন সদস্যকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে নারী উপকারভোগীদেরকে স্বাস্থ্য বীমা সুবিধার অন্তর্ভূক্তকরণের লক্ষ্যে জামালপুর জেলার ৪৫ টি ইউনিয়নে ১৬২০ টি ক্ষুদ্র স্বাস্থ্য-বীমা পলিসি (স্বপ্ন সুরক্ষা পলিসি এবং স্বপ্ন সাথী পলিসি) প্রণয়ন করা হয়েছে। ৩৫৬৪ জন উপকারভোগীকে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে সচেতন করার লক্ষ্যে ৫৯৪ টি উঠান বৈঠক ও ২৯৭টি সুষম খাবার রান্না করার সেশন পরিচালনা করা হয়। উপকারভোগীদের সহজে স্বাস্থ্যসেবা প্রাপ্তির লক্ষ্যে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রের (কমিউনিটি ক্লিনিক) সাথে ৯৯টি কর্মশালা অনুষ্ঠিত হয়, যেখানে ৯৯টি ইউনিয়নের ৩২৪টি স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রের (কমিনিউটি ক্লিনিক) ২,০৯৬ প্রতিনিধি (৫১% নারী প্রতিনিধি)

অংশগ্রহণ করেন। কুড়িগ্রামের দাসিয়ারছড়ায় উপজেলা পরিষদের উদ্যোগে উপকারভোগীদের মাধ্যমে ২০১৯ সালে প্রায় ১৫ হাজার বাসক গাছ রোপণ করা হয়। বর্তমানে উক্ত গাছের পাতা বিক্রির মাধ্যমে ১৭ জন উপকারভোগী আর্থিকভাবে লাভবান হচ্ছে। ২০২৯ সাল পর্যন্তএর লভ্যাংশ পাবেন স্বপ্নের নারীরা।জামালপুর, লালমনিরহাট ও গাইবান্ধা জেলায় দেশীয় জাতের মুরগির বাচ্চা উৎপাদনের লক্ষ্যে ৭ টি মিনি হ্যাচারি স্থাপন করা হয়েছে।

এমএসএম / এমএসএম

বরবটি-করলার সেঞ্চুরি, কাঁচা মরিচের ডাবল সেঞ্চুরি

ব্রয়লার ১৬৫, ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

৩০ বছর পর মাতারবাড়ী-মহেশখালীকে সাংহাই-সিঙ্গাপুরের মতো দেখতে চাই

এলপি গ্যাসের দাম কমলো ৩ টাকা

সবজির পর দাম বেড়েছে মুদি পণ্যের, চড়বে আলুর বাজারও

চট্টগ্রাম বন্দরে জট কমাতে দীর্ঘদিন পড়ে থাকা ১০০০ কনটেইনার বিক্রি

ডিজিটাইজেশন না হওয়ায় সময়ের কাজ সময়ে হয় না: এনবিআর চেয়াম্যান

ন্যূনতম কর একটা কালাকানুন: এনবিআর চেয়ারম্যান

শাহজালালে নারী যাত্রীর লাগেজ থেকে ১৩০ কোটি টাকার কোকেন জব্দ

চট্টগ্রাম বন্দরে মাশুল বাড়বে ৪১ শতাংশ, বৈঠকে বসছে নৌ মন্ত্রণালয়

ইলিশের দেখা মিললেও দামে হাত পোড়ার জোগাড়

৮০ টাকার নিচে নামছেই না সবজি

এক মোটরসাইকেলে ৪ জন, প্রাইভেটকারের ধাক্কায় নিহত ৩