প্রস্তুত আফতাবনগর পশুর হাট

গত কয়েক দিন ধরেই রাজধানীর পশুর হাটগুলোয় চলছে ব্যস্ততা। প্রতিদিনই দেশের বিভিন্ন জেলা থেকে কোরবানির পশু নিয়ে ট্রাক ঢুকছে হাটগুলোতে। একই অবস্থা রাজধানীর ঐতিহ্যবাহী আফতাবনগর পশুর হাটেও। পাবনা, কুষ্টিয়া, যশোরসহ দেশের বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা কোরবানির পশু নিয়ে এ হাটে আসছেন। অন্যদিকে হাসিল ঘর ও কনট্রোলরুম স্থাপনসহ সার্বিক প্রস্তুতি নিয়েছে হাট কর্তৃপক্ষ।
আফতাবনগরের ইস্টার্ন হাউজিং এলাকার মাঠ পেরিয়ে রাস্তার পাশে ব্যবসায়ীরা গরুর খুঁটি বসানো শুরু করেছেন। হাট কর্তৃপক্ষও তড়িঘড়ি করে হাসিল ঘর এবং কন্ট্রোলরুম তৈরি করছে। তবে এ হাটে ক্রেতাদের উপস্থিতি তেমন একটা চোখে পড়েনি। তবে হাট কর্তৃপক্ষের দাবি, আজ শুক্রবার ও আগামীকাল শনিবার জমে উঠবে আফতাবনগরের এ পশুর হাট।
দেখা গেছে, ইস্টার্ন হাউজিংয়ের মাঠগুলোয় খুঁটিতে সারিবদ্ধভাবে বাঁধা কোরবানির পশু। মাঠের পাশাপাশি ওই এলাকার বাসাবাড়ির রাস্তাগুলো দখল করে রাখা হয়েছে গরু। তবে ক্রেতার দেখা মিলছে না। যে দু-একজন বাজারে আসছেন তারা গরু দেখে চলে যাচ্ছেন।
হাট কর্তৃপক্ষ বলছে, পাবনা, কুষ্টিয়া, যশোর থেকে বৃহস্পতিবার অন্তত দেড় থেকে দুইশ গরুবোঝাই ট্রাক এসেছে বাজারে। ব্যবসায়ীরা গরুগুলোকে খাবার দিচ্ছেন, থাকার জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন করছেন।
হাটের ইজারাদা ওমর শরীফ জানান, হাটের সব প্রস্তুততি নেয়া হয়েছে। আশা করছি আজ থেকে গরু বিক্রি শুরু হবে। এবার ১৩টি হাসিলঘর বসিয়েছি। হাসিলের পাশাপাশি হাটে ২০-২৫ জন পশু চিকিৎসক দায়িত্ব পালন করবেন। গরু ব্যবসায়ীদের যখন যা প্রয়োজন তা আমাদের কাছে বললেই পাচ্ছেন। পাবনা, কুষ্টিয়া, যশোর এলাকার পাশাপাশি ফরিদপুর, রাজবাড়ী, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা এবং কিশোরগঞ্জ থেকে এ হাটে গরু নিয়ে আসছেন ব্যবসায়ীরা। করোনার এই সময়ে আমাদের লক্ষ্যমাত্রার অর্ধেক গরু এরই মধ্যে হাটে চলে এসেছে।
উল্লেখ্য, এবার দুই সিটি করপোরেশনে দুটি স্থায়ীসহ ২১টি হাট বসানো হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তরে গাবতলী স্থায়ী হাট ছাড়াও ৯টি অস্থায়ী হাট বসানো হয়েছে। অন্যদিকে ঢাকা দক্ষিণে সারুলিয়ার স্থায়ী পশুর হাট ছাড়াও ১০টি অস্থায়ী হাট বসানো হচ্ছে। সব মিলিয়ে ঢাকায় ২১টি পশুর হাট বসেছে।
দুই সিটি করপোরেশনের ঘোষণা অনুযায়ী, ১৭ থেকে ২১ জুলাই (ঈদের দিন) পর্যন্ত পাঁচ দিন হাটে কোরবানির পশু বেচা-কেনা হবে।
জামান / জামান

বিশেষ ফ্লাইটে নেপাল থেকে রওনা হয়েছে জাতীয় ফুটবল দল

নেপালে আটকেপড়াদের ফেরাতে আজ দুটি ফ্লাইট পরিচালনা করবে বিমান

গণভোট ও অধ্যাদেশসহ ৪ উপায়ে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ

সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘ঈশান ২’

জাতীয় নির্বাচনকে ডাকসুর সঙ্গে মিলিয়ে ফেলা যাবে না

ডাকসুর মধ্য দিয়ে নির্বাচনের ট্রেনে উঠলো বাংলাদেশ

ডাকসু নির্বাচন গণতন্ত্র অভিমুখী বিশাল পদযাত্রা : আসিফ নজরুল

সারাদেশে ৩৩ হাজার পূজামণ্ডপ, বসানো যাবে না মদ-গাঁজার আসর

রাজধানীতে ‘মঞ্চ ৭১’ ষড়যন্ত্রের অভিযোগে সাবেক সচিবসহ গ্রেপ্তার ৬

৩১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম অনুভূত হচ্ছে ৪১ ডিগ্রির

ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে: ইসি আনোয়ারুল ইসলাম
