ঢাকা বৃহষ্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

বিএনপিকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে: বাহাউদ্দিন নাছিম


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১৭-১-২০২৩ রাত ৮:৫৯

আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম জানিয়েছেন, খুনিদের দল বিএনপিকে জনগণের কাছে ক্ষমা চেয়ে আগামীতে নির্বাচনে আসতে হবে। যদি জনগণ তাদের রায় দেয় তাহলে আওয়ামীলীগ মেনে নিবে। তবে যতই কথা বলুক, তাদের এ সরকারের অধীনেই নির্বাচনে অংশ নিতে হবে।’

তিনি মঙ্গলবার বিকেলে মাদারীপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, ‘বিএনপি এদেশের খুনের রাজনীতি শুরু করেছে। তারা যুদ্ধপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দাতা। তারা গোলাম আযম, নিজামী, সাঈদী, সালাউদ্দিন কাদের চৌধুরীকে নিয়ে রাজনীতি করে শাসনের নামে দুঃশাসন করেছে। সেই অপশক্তিকে বাংলাদেশের মানুষ আর গ্রহণ করবে না। তারা জনগণের কাছে ক্ষমা চেয়ে আগামীতে নির্বাচনে আসতে পারে। আর এতে জনগন যদি তাদের রায় দেয়, তাহলে আওয়ামীলীগ তাদের রায় মেনে নিবে।’

বিএনপির রূপরেখার নিয়ে সমালোচনা করে বাহাউদ্দিন নাছিম বলেন, ‘বিএনপির কোনটা রূপরেখা আর কোনটা মেরামত, তা কিছুই বোঝা যায় না। সব কিছুই মিলেমিছে একাকার হয়ে গেছে। তাদের নেতারা ভিন্ন ভিন্ন কথা বলছে। তাদের এসবই ভন্ডামি। জনগণ তাদের এসব ভন্ডামি বোঝে। যে কারণে তাদের জনসম্পৃক্ততা নেই। তাদের সব কিছুই ফাঁকা বুলি।’

মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের শ্রীনদী বাজার এলাকায় জেলা আওয়ামীলীগ জনসভার আয়োজন করেন। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা। সভা পরিচালনা করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, জেলা আ’লীগের সহ-সভাপতি আজাদুর রহমান মুন্সি, বীরমুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির, যুগ্ম সাধারণ সম্পাদক ও মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ, জেলা আওয়ামীলীগ শ্রম বিষয়ক সম্পাদক খন্দকার খায়রুল হাসান নিটুল, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম তুষার ভূইয়া, জেলা পরিষদের সদস্য মহিউদ্দিন খান নাইম, জেলা যুবলীগের সভাপতি আতাহার সর্দার, জেলা সেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক জাকির হাওলাদার, ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক, সাধারণ সম্পাদক বায়েজিদ হাওলাদার প্রমুখ।

সভায় জেলা আওয়ামীলীগ, শিরখাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিন্টু হাওলাদার, জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগসহ বিভিন্ন স্তরের হাজারো নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সুজন / সুজন

সংস্কার, বিচার এবং নির্বাচন পরস্পর নির্ভরশীল নয়: সালাহউদ্দিন

ডাকসুর বিজয়ীদের অভিনন্দন, শিবির নাম প্রচার নিয়ে প্রশ্ন সালাহউদ্দিনের

বদরুদ্দীন উমর আর নেই

জাতীয় পার্টির কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ

নুরকে সুস্থ দেখানোর একটি পরিকল্পনা চলছে : রাশেদ খাঁন

সুষ্ঠু নির্বাচন হলে ডাকসুতে বিজয়ী হবে ছাত্রদল : রিজভী

নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন তারেক রহমান: আমির খসরু

হঠাৎ উত্তপ্ত রাজনীতির মাঠ, নির্বাচন নিয়ে শঙ্কা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন সারজিস

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

যমুনায় বিএনপির প্রতিনিধিদল

‎‎সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় রয়েছে : রিজভী

আইসিইউ থেকে নুরকে নেওয়া হতে পারে কেবিনে